টেস্ট তো দূরের কথা, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না দীর্ঘ এক দশক। মাঝেমধ্যে আশার আলো মিটিমিটি করে জ্বললেও মরীচিকার মতো মিলিয়ে যেতে তেমন একটা সময় লাগে না। ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে আরও একবার হতাশার বাণী শুনতে হচ্ছে ক্রিকেট ভক্তদের।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের প্রস্তাব গতকাল দিয়েছিল এমসিসি। এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এমসিসি প্রধান নির্বাহী স্টুয়ার্ড ফক্স জানিয়েছিলেন, সবকিছু নির্ভর করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভিক্টোরিয়া রাজ্য সরকারও অনুমতি দিয়েছে। তবে এখানে ভেটো দেয় বিসিসিআই। বিসিসিআইয়ের এক মুখপাত্র এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ ভবিষ্যতে কোনো দেশে আয়োজনের পরিকল্পনা নেই। কারও যদি এমন ইচ্ছা থাকে, তাহলে সে যেন সেটা তার নিজের কাছেই রেখে দেয়।’
এর আগেও মেলবোর্নে ভারত-পাকিস্তান টেস্ট অয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এমসিজিতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। শেষ বলের রোমাঞ্চে ৪ উইকেটের জয় পায় ভারত। এই ম্যাচে দর্শকসংখ্যা ছিল ৯০ হাজারেরও ওপরে।
টেস্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৫৯ ম্যাচে। ভারত জিতেছে ৯ ম্যাচে, পাকিস্তান জিতেছে ১২ ম্যাচে। ড্র হয়েছে ৩৮ ম্যাচ। ২০০৭ সালে সর্বশেষ সাদা-পোশাকে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। বেঙ্গালুরুতে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর টেস্ট ড্র হয়েছিল।
টেস্ট তো দূরের কথা, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না দীর্ঘ এক দশক। মাঝেমধ্যে আশার আলো মিটিমিটি করে জ্বললেও মরীচিকার মতো মিলিয়ে যেতে তেমন একটা সময় লাগে না। ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে আরও একবার হতাশার বাণী শুনতে হচ্ছে ক্রিকেট ভক্তদের।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের প্রস্তাব গতকাল দিয়েছিল এমসিসি। এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এমসিসি প্রধান নির্বাহী স্টুয়ার্ড ফক্স জানিয়েছিলেন, সবকিছু নির্ভর করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভিক্টোরিয়া রাজ্য সরকারও অনুমতি দিয়েছে। তবে এখানে ভেটো দেয় বিসিসিআই। বিসিসিআইয়ের এক মুখপাত্র এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ ভবিষ্যতে কোনো দেশে আয়োজনের পরিকল্পনা নেই। কারও যদি এমন ইচ্ছা থাকে, তাহলে সে যেন সেটা তার নিজের কাছেই রেখে দেয়।’
এর আগেও মেলবোর্নে ভারত-পাকিস্তান টেস্ট অয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এমসিজিতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। শেষ বলের রোমাঞ্চে ৪ উইকেটের জয় পায় ভারত। এই ম্যাচে দর্শকসংখ্যা ছিল ৯০ হাজারেরও ওপরে।
টেস্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৫৯ ম্যাচে। ভারত জিতেছে ৯ ম্যাচে, পাকিস্তান জিতেছে ১২ ম্যাচে। ড্র হয়েছে ৩৮ ম্যাচ। ২০০৭ সালে সর্বশেষ সাদা-পোশাকে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। বেঙ্গালুরুতে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর টেস্ট ড্র হয়েছিল।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
২৮ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৩৩ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৪২ মিনিট আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে