Ajker Patrika

‘ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে কোনো পরিকল্পনাই নেই’

‘ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে কোনো পরিকল্পনাই নেই’

টেস্ট তো দূরের কথা, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না দীর্ঘ এক দশক। মাঝেমধ্যে আশার আলো মিটিমিটি করে জ্বললেও মরীচিকার মতো মিলিয়ে যেতে তেমন একটা সময় লাগে না। ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে আরও একবার হতাশার বাণী শুনতে হচ্ছে ক্রিকেট ভক্তদের।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের প্রস্তাব গতকাল দিয়েছিল এমসিসি। এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এমসিসি প্রধান নির্বাহী স্টুয়ার্ড ফক্স জানিয়েছিলেন, সবকিছু নির্ভর করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভিক্টোরিয়া রাজ্য সরকারও অনুমতি দিয়েছে। তবে এখানে ভেটো দেয় বিসিসিআই। বিসিসিআইয়ের এক মুখপাত্র এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ ভবিষ্যতে কোনো দেশে আয়োজনের পরিকল্পনা নেই। কারও যদি এমন ইচ্ছা থাকে, তাহলে সে যেন সেটা তার নিজের কাছেই রেখে দেয়।’

এর আগেও মেলবোর্নে ভারত-পাকিস্তান টেস্ট অয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এমসিজিতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। শেষ বলের রোমাঞ্চে ৪ উইকেটের জয় পায় ভারত। এই ম্যাচে দর্শকসংখ্যা ছিল ৯০ হাজারেরও ওপরে।

টেস্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৫৯ ম্যাচে। ভারত জিতেছে ৯ ম্যাচে, পাকিস্তান জিতেছে ১২ ম্যাচে। ড্র হয়েছে ৩৮ ম্যাচ। ২০০৭ সালে সর্বশেষ সাদা-পোশাকে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। বেঙ্গালুরুতে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর টেস্ট ড্র হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত