নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আম্পায়ার পরিচয়ের বাইরে তাঁর ছিল অন্য পরিচয়। নাদির শাহর ঠোঁটে সব সময় লেগে থাকত হাসি। ফ্যাশন সচেতনতায়ও তিনি যেন ছিলেন যুগের চেয়ে এগিয়ে! সেই চির উচ্ছ্বাসে ভরা হাসি–মজায় আড্ডা মাতিয়ে রাখা মানুষটা এভাবেই চলে যাবেন, ভাবতেই পারছেন না ক্রিকেট-সংশ্লিষ্ট কেউ। দেশের ক্রিকেটাঙ্গনে আজ তাই স্বজন হারানোর শূন্যতা।
ফুসফুসের ক্যানসারের সঙ্গে হার মেনে আজ ভোররাত ৩টা ৪৮ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদির শাহ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাবেক এই আন্তর্জাতিক আম্পায়ারের বয়স হয়েছিল ৫৭ বছর। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ফেসবুক যেন হয়ে উঠেছে শোকের বই। নাদির শাহকে নিয়ে নানা স্মৃতিচারণ করছেন ক্রিকেটার থেকে অনেকেই।
নাদির শাহর স্মৃতিচারণ করতে গিয়ে মাশরাফি বিন মুর্তজা ফিরে গেলেন নিজের ক্রিকেট-জীবনে। দেশের অন্যতম সেরা অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘নাদির ভাই, আপনার হাফ হাতা শার্ট ফোল্ড করে পরা সবাই মিস করব ৷ বল ডেলেভারি দিয়ে ফিরে আসার সময় ফ্রন্ট লেগ টাইট হয়ে গেলে রাগ করে বলতেন, ম্যাশ ইউ গেটিং টাইট! ক্যাম ব্যাক লিটিল বিট। আর ডেনজার জোনে পা গেলে তো রক্ষা নাই! আপনার ইংরেজি বলা, আপনার সাথে অসংখ্য মজার মুহূর্তগুলো আজ স্মৃতি হয়ে গেল।’
কদিন আগে মাশরাফির কাছ থেকে একটা চশমা চেয়েছিলেন নাদির শাহ। সেটি পৌঁছানোর সুযোগই যেন দিলেন না দেশের সাবেক এই ‘এক নম্বর’ আম্পায়ার। মাশরাফির মন আজ তাই কাঁদছে, ‘আপনি একটা সানগ্লাস (চশমা) চেয়েছিলেন ৷ সেটা পৌঁছানোর আগেই চলে গেলেন, খুব খারাপ লাগছে। ওপারে ভালো থাকবেন ভাই, আল্লাহ সহায় হোন।’
সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট নিজের ফেসবুকে সকালেই জানিয়েছেন নাদির শাহর মৃত্যুর খবর। পাইলট লিখেছেন, ‘মাত্র ৫৭ বছর বয়সেই ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্তশ্রান্ত হয়ে সবাইকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন আমাদের প্রিয় নাদির ভাই। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন...আমিন।’
নাদির শাহর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নাফিস ইকবাল খানও। সাবেক বাংলাদেশ ওপেনার লিখেছেন, ‘নাদির ভাই, ক্রিকেটাঙ্গন আপনাকে মিস করবে। মহান আল্লাহ যেন তাঁর আত্মাকে শান্তি দেন এবং জান্নাতে স্থান দেন। তাঁর পুরো পরিবারের প্রতি সমবেদনা।’ একইভাবে শোক জানিয়েছেন আরেক সাবেক বাঁহাতি ওপেনার শাহরিয়ার নাফিসও। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের এই ডেপুটি ম্যানেজার ফেসবুকে লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় সাবেক ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার নাদির ভাই আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর আজ তিনি মারা যান। আল্লাহ তাঁকে ক্ষমা করুন।’
নাদির শাহকে মিস করার কথা বলেছেন তাসকিন আহমেদও। এই পেসার ফেসবুকে নাদির শাহর ছবি দিয়ে লিখেছেন, ‘আপনাকে মিস করব নাদির ভাই।’ নাদির শাহর মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি ও ক্রিকেটারদের সংগঠন কোয়াব ৷
আম্পায়ার পরিচয়ের বাইরে তাঁর ছিল অন্য পরিচয়। নাদির শাহর ঠোঁটে সব সময় লেগে থাকত হাসি। ফ্যাশন সচেতনতায়ও তিনি যেন ছিলেন যুগের চেয়ে এগিয়ে! সেই চির উচ্ছ্বাসে ভরা হাসি–মজায় আড্ডা মাতিয়ে রাখা মানুষটা এভাবেই চলে যাবেন, ভাবতেই পারছেন না ক্রিকেট-সংশ্লিষ্ট কেউ। দেশের ক্রিকেটাঙ্গনে আজ তাই স্বজন হারানোর শূন্যতা।
ফুসফুসের ক্যানসারের সঙ্গে হার মেনে আজ ভোররাত ৩টা ৪৮ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদির শাহ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাবেক এই আন্তর্জাতিক আম্পায়ারের বয়স হয়েছিল ৫৭ বছর। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ফেসবুক যেন হয়ে উঠেছে শোকের বই। নাদির শাহকে নিয়ে নানা স্মৃতিচারণ করছেন ক্রিকেটার থেকে অনেকেই।
নাদির শাহর স্মৃতিচারণ করতে গিয়ে মাশরাফি বিন মুর্তজা ফিরে গেলেন নিজের ক্রিকেট-জীবনে। দেশের অন্যতম সেরা অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘নাদির ভাই, আপনার হাফ হাতা শার্ট ফোল্ড করে পরা সবাই মিস করব ৷ বল ডেলেভারি দিয়ে ফিরে আসার সময় ফ্রন্ট লেগ টাইট হয়ে গেলে রাগ করে বলতেন, ম্যাশ ইউ গেটিং টাইট! ক্যাম ব্যাক লিটিল বিট। আর ডেনজার জোনে পা গেলে তো রক্ষা নাই! আপনার ইংরেজি বলা, আপনার সাথে অসংখ্য মজার মুহূর্তগুলো আজ স্মৃতি হয়ে গেল।’
কদিন আগে মাশরাফির কাছ থেকে একটা চশমা চেয়েছিলেন নাদির শাহ। সেটি পৌঁছানোর সুযোগই যেন দিলেন না দেশের সাবেক এই ‘এক নম্বর’ আম্পায়ার। মাশরাফির মন আজ তাই কাঁদছে, ‘আপনি একটা সানগ্লাস (চশমা) চেয়েছিলেন ৷ সেটা পৌঁছানোর আগেই চলে গেলেন, খুব খারাপ লাগছে। ওপারে ভালো থাকবেন ভাই, আল্লাহ সহায় হোন।’
সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট নিজের ফেসবুকে সকালেই জানিয়েছেন নাদির শাহর মৃত্যুর খবর। পাইলট লিখেছেন, ‘মাত্র ৫৭ বছর বয়সেই ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্তশ্রান্ত হয়ে সবাইকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন আমাদের প্রিয় নাদির ভাই। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন...আমিন।’
নাদির শাহর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নাফিস ইকবাল খানও। সাবেক বাংলাদেশ ওপেনার লিখেছেন, ‘নাদির ভাই, ক্রিকেটাঙ্গন আপনাকে মিস করবে। মহান আল্লাহ যেন তাঁর আত্মাকে শান্তি দেন এবং জান্নাতে স্থান দেন। তাঁর পুরো পরিবারের প্রতি সমবেদনা।’ একইভাবে শোক জানিয়েছেন আরেক সাবেক বাঁহাতি ওপেনার শাহরিয়ার নাফিসও। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের এই ডেপুটি ম্যানেজার ফেসবুকে লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় সাবেক ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার নাদির ভাই আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর আজ তিনি মারা যান। আল্লাহ তাঁকে ক্ষমা করুন।’
নাদির শাহকে মিস করার কথা বলেছেন তাসকিন আহমেদও। এই পেসার ফেসবুকে নাদির শাহর ছবি দিয়ে লিখেছেন, ‘আপনাকে মিস করব নাদির ভাই।’ নাদির শাহর মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি ও ক্রিকেটারদের সংগঠন কোয়াব ৷
চোট যেন লিওনেল মেসির এখন মহাশত্রু। মূল একাদশ তো দূরে থাক, বদলি খেলোয়াড় হিসেবেও খেলার মতো অবস্থায় নেই তিনি। ইন্টার মায়ামির সবশেষ দুই ম্যাচই তিনি মিস করেছেন।
২৪ মিনিট আগে২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ইমাম-উল-হক সবশেষ খেলেছেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন সংস্করণ মিলে কোনোমতে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইমাম ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
২ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
৩ ঘণ্টা আগে