ক্রীড়া ডেস্ক
জাতীয় দলের ডিউটির পর আবারও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিরলেন রিশাদ হোসেন। ভারত-পাকিস্তানের সংঘাত বন্ধ হওয়ার পর পুনরায় পিএসএল শুরু হলেও গতকালই প্রথম মাঠে নামলেন বাংলাদেশি লেগ স্পিনার। কোয়ালিফায়ার ম্যাচে কী দুর্দান্ত প্রত্যাবর্তনই করলেন রিশাদ। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোর কালান্দার্সকে ফাইনালে তোলার পথে নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।
জাতীয় দলের আরেক সতীর্থ সাকিব আল হাসান ব্যর্থ হলেও রিশাদ দেখিয়েছেন ঝলক। ব্যাট হাতেও ২ বলে করেন ৫ রান। সাকিব ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ছিলেন ‘শূন্য’।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ওপেনার মোহাম্মদ নাইম ও কুশল পেরেরার ঝোড়ো ফিফটিতে ২০২ রান তোলে লাহোর। নাইম ২৫ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৫০ রান। সমানসংখ্যক চার ও ছক্কায় ৩৫ বলে ৬১ রান আসে পেরেরার ব্যাট থেকে। সাকিব ২ বলে ফেরেন ০ রানে। রিশাদ ২ বল মোকাবিলায় একটি চারের সহায়তায় করেছেন ৫ রান। ইসলামাবাদের তায়মাল মিলস নিয়েছেন ৩টি উইকেট।
২০৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১০৭ রানেই গুটিয়ে যায় ইসলামাবাদ। দলের দুই ব্যাটার সালমান আলি আঘা (৩৩) ও শাদাব খান (২৬) ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ১৫.১ ওভারেই অলআউট হয়ে যায় ইসলামাবাদ। লাহোরের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ, সালমান মির্জা ও রিশাদ। শাহিন শাহ ৩ উইকেটের জন্য খরচ করেন ৩ রান। ম্যাচসেরা সালমান মির্জা দিয়েছেন ১৫ রান, রিশাদ দিয়েছেন ৩৪ রান।
তবে রিশাদের ৩টি উইকেট ছিল বেশ গুরুত্বপূর্ণ। সালমান আলি, শাদাব ও জিমি নিশামকে ফেরান দুর্দান্ত ঘূর্ণিতে। কাল একই মাঠে ফাইনালে শিরোপার জন্য লড়বে লাহোর ও কোয়েটা গ্লাডিয়েটর্স।
জাতীয় দলের ডিউটির পর আবারও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিরলেন রিশাদ হোসেন। ভারত-পাকিস্তানের সংঘাত বন্ধ হওয়ার পর পুনরায় পিএসএল শুরু হলেও গতকালই প্রথম মাঠে নামলেন বাংলাদেশি লেগ স্পিনার। কোয়ালিফায়ার ম্যাচে কী দুর্দান্ত প্রত্যাবর্তনই করলেন রিশাদ। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোর কালান্দার্সকে ফাইনালে তোলার পথে নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।
জাতীয় দলের আরেক সতীর্থ সাকিব আল হাসান ব্যর্থ হলেও রিশাদ দেখিয়েছেন ঝলক। ব্যাট হাতেও ২ বলে করেন ৫ রান। সাকিব ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ছিলেন ‘শূন্য’।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ওপেনার মোহাম্মদ নাইম ও কুশল পেরেরার ঝোড়ো ফিফটিতে ২০২ রান তোলে লাহোর। নাইম ২৫ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৫০ রান। সমানসংখ্যক চার ও ছক্কায় ৩৫ বলে ৬১ রান আসে পেরেরার ব্যাট থেকে। সাকিব ২ বলে ফেরেন ০ রানে। রিশাদ ২ বল মোকাবিলায় একটি চারের সহায়তায় করেছেন ৫ রান। ইসলামাবাদের তায়মাল মিলস নিয়েছেন ৩টি উইকেট।
২০৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১০৭ রানেই গুটিয়ে যায় ইসলামাবাদ। দলের দুই ব্যাটার সালমান আলি আঘা (৩৩) ও শাদাব খান (২৬) ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ১৫.১ ওভারেই অলআউট হয়ে যায় ইসলামাবাদ। লাহোরের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ, সালমান মির্জা ও রিশাদ। শাহিন শাহ ৩ উইকেটের জন্য খরচ করেন ৩ রান। ম্যাচসেরা সালমান মির্জা দিয়েছেন ১৫ রান, রিশাদ দিয়েছেন ৩৪ রান।
তবে রিশাদের ৩টি উইকেট ছিল বেশ গুরুত্বপূর্ণ। সালমান আলি, শাদাব ও জিমি নিশামকে ফেরান দুর্দান্ত ঘূর্ণিতে। কাল একই মাঠে ফাইনালে শিরোপার জন্য লড়বে লাহোর ও কোয়েটা গ্লাডিয়েটর্স।
২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদন প্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহীরা আজ শুরু করে দিতে পারেন আবেদন প্রক্রিয়া।
১ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেনি, করেছে খোদ বিসিবি!
১ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৩ ঘণ্টা আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
৩ ঘণ্টা আগে