আবারও সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বাঁচলেন গাই হুইটল। সপ্তাহের শুরুতে চিতা বাঘের আক্রমণে মাথায় এবং হাতে গুরুতর আঘাত পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার। বর্তমানে ৫১ বছর বয়সী অলরাউন্ডার সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী হানা স্টুকস হুইটল।
নিজের পোষ্য কুকুর চিকারার কারণে অবশ্য এবার বেঁচে গেছেন হুইটল। গৃহপালিত প্রাণীটি না থাকলে বড় দুর্ঘটনাই ঘটতে পারত তাঁর। মালিককে বাঁচাতে গিয়ে চিতা বাঘের আক্রমণে বেশ কয়েক জায়গায় আহত হয়েছে চিকারাও। পরে বিমানের সহায়তা হুইটলকে দ্রুত হারারের মিল্টন হাসপাতালে ভর্তি করানো হয়। আঘাত প্রাপ্ত স্থানে তাঁর অস্ত্রোপচার করানো হয়েছে।
স্বামীর মাথায় ব্যান্ডেজ এবং রক্তমাখা ছবি সামাজিক মাধ্যমে দিয়ে হুইটলের বিপদমুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন হানা। তিনি ডেইল মেইলকে বলেছেন,‘ সে খুব ভাগ্যবান মানুষ। প্রথমে কুমির আর এবার চিতার। সে ভাগ্যবান যে চিকারা ওর সঙ্গে ছিল। না হলে কী হতো আমরা কেউ জানি না।’জিম্বাবুয়েতে সাফারি ব্যবসা রয়েছে হুইটলের। তুর্গে এবং সেভ নদীর মাঝে অবস্থিত সেই সাফারি ব্যবসার কাজেই সেদিন বেরিয়ে পড়েছিলেন জিম্বাবুয়ের সাবেক ব্যাটার। কিন্তু হঠাৎ করেই জঙ্গলে চিতা বাঘের আক্রমণে পড়েন তিনি। এর আগে ২০১৩ সালেও প্রাণে বেঁচে যান হুইটল। ১১ বছর আগে এক কুমির তাঁর বিছানার নিচে সারা রাত ছিল। সকাল বেলা ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি।
১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে ৪৬ টেস্ট এবং ১৪৭ ওয়ানডে খেলেছেন হুইটল। টেস্টের ২২০৭ রানের বিপরীতে ২৭০৫ রান করেছেন ওয়ানডেতে। তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ অপরাজিত ২০৩ রানের ইনিংসটি ক্রিকেটের আদি সংস্করণে। বল হাতে টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৫১টি। আর স্লো মিডিয়াম পেসে ওয়ানডেতে পেয়েছেন ৮৮ উইকেট।
আবারও সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বাঁচলেন গাই হুইটল। সপ্তাহের শুরুতে চিতা বাঘের আক্রমণে মাথায় এবং হাতে গুরুতর আঘাত পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার। বর্তমানে ৫১ বছর বয়সী অলরাউন্ডার সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী হানা স্টুকস হুইটল।
নিজের পোষ্য কুকুর চিকারার কারণে অবশ্য এবার বেঁচে গেছেন হুইটল। গৃহপালিত প্রাণীটি না থাকলে বড় দুর্ঘটনাই ঘটতে পারত তাঁর। মালিককে বাঁচাতে গিয়ে চিতা বাঘের আক্রমণে বেশ কয়েক জায়গায় আহত হয়েছে চিকারাও। পরে বিমানের সহায়তা হুইটলকে দ্রুত হারারের মিল্টন হাসপাতালে ভর্তি করানো হয়। আঘাত প্রাপ্ত স্থানে তাঁর অস্ত্রোপচার করানো হয়েছে।
স্বামীর মাথায় ব্যান্ডেজ এবং রক্তমাখা ছবি সামাজিক মাধ্যমে দিয়ে হুইটলের বিপদমুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন হানা। তিনি ডেইল মেইলকে বলেছেন,‘ সে খুব ভাগ্যবান মানুষ। প্রথমে কুমির আর এবার চিতার। সে ভাগ্যবান যে চিকারা ওর সঙ্গে ছিল। না হলে কী হতো আমরা কেউ জানি না।’জিম্বাবুয়েতে সাফারি ব্যবসা রয়েছে হুইটলের। তুর্গে এবং সেভ নদীর মাঝে অবস্থিত সেই সাফারি ব্যবসার কাজেই সেদিন বেরিয়ে পড়েছিলেন জিম্বাবুয়ের সাবেক ব্যাটার। কিন্তু হঠাৎ করেই জঙ্গলে চিতা বাঘের আক্রমণে পড়েন তিনি। এর আগে ২০১৩ সালেও প্রাণে বেঁচে যান হুইটল। ১১ বছর আগে এক কুমির তাঁর বিছানার নিচে সারা রাত ছিল। সকাল বেলা ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি।
১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে ৪৬ টেস্ট এবং ১৪৭ ওয়ানডে খেলেছেন হুইটল। টেস্টের ২২০৭ রানের বিপরীতে ২৭০৫ রান করেছেন ওয়ানডেতে। তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ অপরাজিত ২০৩ রানের ইনিংসটি ক্রিকেটের আদি সংস্করণে। বল হাতে টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৫১টি। আর স্লো মিডিয়াম পেসে ওয়ানডেতে পেয়েছেন ৮৮ উইকেট।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১০ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩২ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে