Ajker Patrika

আজই সিরিজ জিততে চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক
গতকাল মিরপুরে অনুশীলনে নিগার সুলতান জ্যোতিরা। ছবি: বিসিবি
গতকাল মিরপুরে অনুশীলনে নিগার সুলতান জ্যোতিরা। ছবি: বিসিবি

প্রথম ম্যাচের দাপুটে জয়ে উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিগার সুলতানা জ্যোতিদের। আইরিশ মেয়েদের বিপক্ষে সিরিজে দলের লক্ষ্য এখন সিরিজ জয়। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে আজ জিতলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। ২০২৫ সালের বিশ্বকাপে সরাসরি খেলার জন্য শুধু সিরিজ জিতলে হবে না, প্রতিপক্ষকে করতে হবে ধবলধোলাই। আজ জিতে বড় সেই লক্ষ্যের পথে থাকতে চান বাংলাদেশের মেয়েরা।

আগের দিন দ্বিতীয় ওয়ানডেতে জয়ের কথা বলেছেন স্বাগতিক দলের পেসার মারুফা আক্তার। গতকাল সংবাদ সম্মেলনেও একই কথা নারী দলের ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুকের মুখে। তবে শুধু জিততে চাওয়ার কথা নয়, ব্যাটিংয়ে দলের দুর্বলতা কাটিয়ে ওঠার কথাও বলেছেন তিনি, ‘দলের ব্যাটিং নিয়ে আগের যেসব সমস্যা ছিল, সেসব এখন অনেকটা কেটে গেছে। শারমিন আক্তার সুপ্তার ফেরা দলে নতুন মাত্রা যোগ করেছে। এক বছর আগের সুপ্তা আর এখনকার সুপ্তার মধ্যে মানসিকতার দিক থেকে অনেক বড় পরিবর্তন এসেছে। সুপ্তার দারুণ ব্যাটিং আমাদের ব্যাটিং লাইনআপ গভীরতর করেছে। এ ধারাবাহিকতা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

আগের ম্যাচে প্রথমে ব্যাট করে ২৫২ রান করেন জ্যোতিরা, যা মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ। শারমিন আক্তার সুপ্তা পেয়েছেন জাতীয় দলের জার্সিতে ৪১ বলে দ্রুততম ফিফটি। বাংলাদেশের ১৫৪ রানের জয়টি ছিল রানের হিসাবে সবচেয়ে বড়; যা দলের ব্যাটিংয়ের সমস্যা অনেকটা কেটে যাওয়ার ব্যাটিং কোচের দাবি সমর্থন করে। তবে এটা ঠিক, তুলনামূলক দুর্বল আইরিশ দলের বিপক্ষে না করে যদি আগের ম্যাচের ব্যাটিং অস্ট্রেলিয়া কিংবা ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে হতো, তখন দেশের সাধারণ ক্রিকেটপ্রেমীরা হয়তো বলতেন—মেয়েদের এই দল বদলে যাওয়া অন্য এক ‘টিম’।

বাংলাদেশের মেয়েরা ব্যাটিংয়ে অনেক ডট বল দেন। এ নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে বিস্তর। ব্যাপারটি নিয়ে ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুক বললেন, ‘মেয়েদের ক্রিকেটে ডট বল হওয়া স্বাভাবিক। তবে যাঁরা ভাবছেন, মেয়েদের ক্রিকেটে এসে বীরেন্দর শেবাগ বা অন্যদের মতো মারকাটারি ব্যাট করবে, তেমনটা ভাবা ঠিক নয়। মাঝেমধ্যে আমাদের দলে পুজারার মতো ধৈর্যশীল ক্রিকেটারও প্রয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত