অনলাইন ডেস্ক
প্রথম ম্যাচের দাপুটে জয়ে উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিগার সুলতানা জ্যোতিদের। আইরিশ মেয়েদের বিপক্ষে সিরিজে দলের লক্ষ্য এখন সিরিজ জয়। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে আজ জিতলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। ২০২৫ সালের বিশ্বকাপে সরাসরি খেলার জন্য শুধু সিরিজ জিতলে হবে না, প্রতিপক্ষকে করতে হবে ধবলধোলাই। আজ জিতে বড় সেই লক্ষ্যের পথে থাকতে চান বাংলাদেশের মেয়েরা।
আগের দিন দ্বিতীয় ওয়ানডেতে জয়ের কথা বলেছেন স্বাগতিক দলের পেসার মারুফা আক্তার। গতকাল সংবাদ সম্মেলনেও একই কথা নারী দলের ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুকের মুখে। তবে শুধু জিততে চাওয়ার কথা নয়, ব্যাটিংয়ে দলের দুর্বলতা কাটিয়ে ওঠার কথাও বলেছেন তিনি, ‘দলের ব্যাটিং নিয়ে আগের যেসব সমস্যা ছিল, সেসব এখন অনেকটা কেটে গেছে। শারমিন আক্তার সুপ্তার ফেরা দলে নতুন মাত্রা যোগ করেছে। এক বছর আগের সুপ্তা আর এখনকার সুপ্তার মধ্যে মানসিকতার দিক থেকে অনেক বড় পরিবর্তন এসেছে। সুপ্তার দারুণ ব্যাটিং আমাদের ব্যাটিং লাইনআপ গভীরতর করেছে। এ ধারাবাহিকতা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’
আগের ম্যাচে প্রথমে ব্যাট করে ২৫২ রান করেন জ্যোতিরা, যা মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ। শারমিন আক্তার সুপ্তা পেয়েছেন জাতীয় দলের জার্সিতে ৪১ বলে দ্রুততম ফিফটি। বাংলাদেশের ১৫৪ রানের জয়টি ছিল রানের হিসাবে সবচেয়ে বড়; যা দলের ব্যাটিংয়ের সমস্যা অনেকটা কেটে যাওয়ার ব্যাটিং কোচের দাবি সমর্থন করে। তবে এটা ঠিক, তুলনামূলক দুর্বল আইরিশ দলের বিপক্ষে না করে যদি আগের ম্যাচের ব্যাটিং অস্ট্রেলিয়া কিংবা ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে হতো, তখন দেশের সাধারণ ক্রিকেটপ্রেমীরা হয়তো বলতেন—মেয়েদের এই দল বদলে যাওয়া অন্য এক ‘টিম’।
বাংলাদেশের মেয়েরা ব্যাটিংয়ে অনেক ডট বল দেন। এ নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে বিস্তর। ব্যাপারটি নিয়ে ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুক বললেন, ‘মেয়েদের ক্রিকেটে ডট বল হওয়া স্বাভাবিক। তবে যাঁরা ভাবছেন, মেয়েদের ক্রিকেটে এসে বীরেন্দর শেবাগ বা অন্যদের মতো মারকাটারি ব্যাট করবে, তেমনটা ভাবা ঠিক নয়। মাঝেমধ্যে আমাদের দলে পুজারার মতো ধৈর্যশীল ক্রিকেটারও প্রয়োজন।’
প্রথম ম্যাচের দাপুটে জয়ে উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিগার সুলতানা জ্যোতিদের। আইরিশ মেয়েদের বিপক্ষে সিরিজে দলের লক্ষ্য এখন সিরিজ জয়। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে আজ জিতলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। ২০২৫ সালের বিশ্বকাপে সরাসরি খেলার জন্য শুধু সিরিজ জিতলে হবে না, প্রতিপক্ষকে করতে হবে ধবলধোলাই। আজ জিতে বড় সেই লক্ষ্যের পথে থাকতে চান বাংলাদেশের মেয়েরা।
আগের দিন দ্বিতীয় ওয়ানডেতে জয়ের কথা বলেছেন স্বাগতিক দলের পেসার মারুফা আক্তার। গতকাল সংবাদ সম্মেলনেও একই কথা নারী দলের ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুকের মুখে। তবে শুধু জিততে চাওয়ার কথা নয়, ব্যাটিংয়ে দলের দুর্বলতা কাটিয়ে ওঠার কথাও বলেছেন তিনি, ‘দলের ব্যাটিং নিয়ে আগের যেসব সমস্যা ছিল, সেসব এখন অনেকটা কেটে গেছে। শারমিন আক্তার সুপ্তার ফেরা দলে নতুন মাত্রা যোগ করেছে। এক বছর আগের সুপ্তা আর এখনকার সুপ্তার মধ্যে মানসিকতার দিক থেকে অনেক বড় পরিবর্তন এসেছে। সুপ্তার দারুণ ব্যাটিং আমাদের ব্যাটিং লাইনআপ গভীরতর করেছে। এ ধারাবাহিকতা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’
আগের ম্যাচে প্রথমে ব্যাট করে ২৫২ রান করেন জ্যোতিরা, যা মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ। শারমিন আক্তার সুপ্তা পেয়েছেন জাতীয় দলের জার্সিতে ৪১ বলে দ্রুততম ফিফটি। বাংলাদেশের ১৫৪ রানের জয়টি ছিল রানের হিসাবে সবচেয়ে বড়; যা দলের ব্যাটিংয়ের সমস্যা অনেকটা কেটে যাওয়ার ব্যাটিং কোচের দাবি সমর্থন করে। তবে এটা ঠিক, তুলনামূলক দুর্বল আইরিশ দলের বিপক্ষে না করে যদি আগের ম্যাচের ব্যাটিং অস্ট্রেলিয়া কিংবা ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে হতো, তখন দেশের সাধারণ ক্রিকেটপ্রেমীরা হয়তো বলতেন—মেয়েদের এই দল বদলে যাওয়া অন্য এক ‘টিম’।
বাংলাদেশের মেয়েরা ব্যাটিংয়ে অনেক ডট বল দেন। এ নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে বিস্তর। ব্যাপারটি নিয়ে ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুক বললেন, ‘মেয়েদের ক্রিকেটে ডট বল হওয়া স্বাভাবিক। তবে যাঁরা ভাবছেন, মেয়েদের ক্রিকেটে এসে বীরেন্দর শেবাগ বা অন্যদের মতো মারকাটারি ব্যাট করবে, তেমনটা ভাবা ঠিক নয়। মাঝেমধ্যে আমাদের দলে পুজারার মতো ধৈর্যশীল ক্রিকেটারও প্রয়োজন।’
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৬ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে