Ajker Patrika

ইংল্যান্ডের রানের পাহাড় তাড়া করছেন ইমাম-শফিক

ইংল্যান্ডের রানের পাহাড় তাড়া করছেন ইমাম-শফিক

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্টে চলছে রানবন্যা। দুটো দলই রান করছে সমান তালে। আজ দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড ৪৭৬ রানে এগিয়ে আছে ঠিকই। তবে কোনো উইকেট পড়েনি পাকিস্তানের। দুই ওপেনার ইমাম-উল-হক ও  আব্দুল্লাহ শফিক অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন। পাকিস্তানের দুই ওপেনারই আছেন সেঞ্চুরির দাঁড়প্রান্তে।

গতকাল ৭৫ ওভারে ৪ উইকেটে ৫০৬ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। আজকে ১৫১ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ১০১ ওভারে ৬৫৭ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। ইংলিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৫৩ রান করেছিলেন হ্যারি ব্রুক। ১১৬ বলে সাজানো এই ইনিংসে চার মেরেছেন ১৯টি এবং ছক্কা মেরেছেন ৫টি। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জাহিদ মাহমুদ। এই ৪ উইকেট নিয়ে ৩৩ ওভার বোলিং করে ২৩৫ রান খরচ করেছেন পাকিস্তানি এই লেগস্পিনার। 

রানের পাহাড় গড়ে পাকিস্তানকে চেপে ধরার জন্য ৬ বোলারকে কাজে লাগায় ইংল্যান্ড। তবে ইংলিশ বোলারদের হতাশই হতে হয়েছে। দুই পাকিস্তানি ওপেনার ইমাম ও শফিক সতর্ক ব্যাটিং করেছেন। ১৮১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন এই দুই ওপেনার। শফিক অপরাজিত আছেন ৮৯ রান করে এবং ৯০ রান করে ইমাম অপরাজিত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত