পল ফন মিকরেনের বল রিভার্স সুইপ করে সীমানাছাড়া করেই পৌঁছে গেলেন তিন অঙ্কের ঘরে। বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি পেলেন বেন স্টোকস। তবে সেঞ্চুরির পর খুব বেশি উচ্ছ্বাস-উদ্যাপন দেখা গেল না। মনেও হলো না, ইংলিশ অলরাউন্ডারের কাছে এই সেঞ্চুরির খুব বেশি গুরুত্ব আছে!
ক্রিকেট ইতিহাসে সেরা অলরাউন্ডারদের নামের তালিকায় স্টোকসের নামটা উঁচুতেই থাকবে। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে প্রথম শিরোপা এনে দেওয়ার নায়ক তিনি। সেই বিশ্বকাপেও কোনো সেঞ্চুরি করার সুযোগ হয়নি স্টোকসের। অবশেষে কাঙ্ক্ষিত শতকটা পেলেন পুনেতে এসে, নেদারল্যান্ডসের বিপক্ষে।
বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে খেলতে এসে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে ইংল্যান্ড। নেদারল্যান্ডসের সুযোগ আছে কেবল কাগজে-কলমে। বিশ্বকাপ থেকে বাদ পড়লেও ম্যাচটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার জন্য। এমন এক ম্যাচেই স্টোকসের ৮৪ বলে ১০৮ রানের ইনিংস ৯ উইকেটে ৩৩৯ রান তুলল ইংল্যান্ড।
ডাচদের বিপক্ষে ১৯২ রানে ষষ্ঠ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। দলের বিপর্যয়ে তাই সাবধানী ব্যাটিং স্টোকসের। ৫৮ বলে এল প্রথম ফিফটি। ওপর প্রান্তে ক্রিস ওকস থিতু হওয়ার পরই শুরু করলেন হাত খুলে খেলা। দ্বিতীয় ফিফটি এল মাত্র ২০ বলে। ৭৮ বলে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি পাওয়া স্টোকস থামলেন ১০৮ রান করে। ৮৪ বলের ইনিংসে সমান ৬টি করে চার ও ছক্কার মার। ওকসের সঙ্গে স্টোকসের সপ্তম উইকেট জুটিতে এল ১২৯ রান। ৪৫ বলে ৫১ রান করে গেছেন ওকস। ওপেনার ডেভিড মালানের ৭৪ বলে ৮৭ রানের ইনিংসটাও ইংল্যান্ডকে সহায়তা করেছে বড় রান তোলার ক্ষেত্রে।
পল ফন মিকরেনের বল রিভার্স সুইপ করে সীমানাছাড়া করেই পৌঁছে গেলেন তিন অঙ্কের ঘরে। বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি পেলেন বেন স্টোকস। তবে সেঞ্চুরির পর খুব বেশি উচ্ছ্বাস-উদ্যাপন দেখা গেল না। মনেও হলো না, ইংলিশ অলরাউন্ডারের কাছে এই সেঞ্চুরির খুব বেশি গুরুত্ব আছে!
ক্রিকেট ইতিহাসে সেরা অলরাউন্ডারদের নামের তালিকায় স্টোকসের নামটা উঁচুতেই থাকবে। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে প্রথম শিরোপা এনে দেওয়ার নায়ক তিনি। সেই বিশ্বকাপেও কোনো সেঞ্চুরি করার সুযোগ হয়নি স্টোকসের। অবশেষে কাঙ্ক্ষিত শতকটা পেলেন পুনেতে এসে, নেদারল্যান্ডসের বিপক্ষে।
বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে খেলতে এসে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে ইংল্যান্ড। নেদারল্যান্ডসের সুযোগ আছে কেবল কাগজে-কলমে। বিশ্বকাপ থেকে বাদ পড়লেও ম্যাচটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার জন্য। এমন এক ম্যাচেই স্টোকসের ৮৪ বলে ১০৮ রানের ইনিংস ৯ উইকেটে ৩৩৯ রান তুলল ইংল্যান্ড।
ডাচদের বিপক্ষে ১৯২ রানে ষষ্ঠ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। দলের বিপর্যয়ে তাই সাবধানী ব্যাটিং স্টোকসের। ৫৮ বলে এল প্রথম ফিফটি। ওপর প্রান্তে ক্রিস ওকস থিতু হওয়ার পরই শুরু করলেন হাত খুলে খেলা। দ্বিতীয় ফিফটি এল মাত্র ২০ বলে। ৭৮ বলে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি পাওয়া স্টোকস থামলেন ১০৮ রান করে। ৮৪ বলের ইনিংসে সমান ৬টি করে চার ও ছক্কার মার। ওকসের সঙ্গে স্টোকসের সপ্তম উইকেট জুটিতে এল ১২৯ রান। ৪৫ বলে ৫১ রান করে গেছেন ওকস। ওপেনার ডেভিড মালানের ৭৪ বলে ৮৭ রানের ইনিংসটাও ইংল্যান্ডকে সহায়তা করেছে বড় রান তোলার ক্ষেত্রে।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
৪ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
৪ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৯ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৯ ঘণ্টা আগে