Ajker Patrika

১০ দিন খেলার মানসিকতা নেই বাংলাদেশের, বললেন পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মে ২০২২, ১৯: ০২
১০ দিন খেলার মানসিকতা নেই বাংলাদেশের, বললেন পাপন

ওয়ানডেতে পায়ের নিচে মাটি পেলেও টেস্ট আর টি-টোয়েন্টিতে এখনো নিয়মিত দুঃস্বপ্ন তাড়া করে বাংলাদেশকে। ঘরের মাঠে আরেকটি টেস্ট সিরিজ সামনে রেখে তাই চিন্তার শেষ নেই বিসিবির। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের আগে আজ কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের ভরাডুবি প্রসঙ্গ তো ছিলই। একই সঙ্গে ঠিক কী কারণে টেস্টে ধারাবাহিক পারফরম্যান্স হচ্ছে না, সে বিষয়েও কোচদের সঙ্গে কথা বলেন পাপন। তাঁরা বিসিবি সভাপতিকে সর্বশেষ চার-পাঁচটি টেস্টের উদাহরণ দেখান। কোনো একটা সিরিজের প্রথম টেস্টে ভালো একটা শুরুর পর দ্বিতীয় টেস্টে একেবারে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। 

এ ব্যাপারে কোচরা পাপনকে জানিয়েছেন, ১০ দিনের খেলার মানসিকতাই নাকি নেই খেলোয়াড়দের। আজ বৈঠক শেষে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘প্রথম টেস্টটা (সিরিজের) আমরা মোটামুটি ভালোই খেলি। দ্বিতীয় টেস্টে গিয়ে মনে হয় আমরা আর পারছি না। এর পেছনে কী কী কারণ থাকতে পারে, ওরাও এত তাড়াতাড়ি বুঝতে পারছে না। কিন্তু ওরা (কোচিং স্টাফ) যেটা বলল, আমাদের আসলে ১০ দিনের খেলার মানসিকতাই নেই। দশদিন যে টানা খেলতে হবে, এই মানসিকতা অনেক খেলোয়াড়ের নেই। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।’ 

টেস্ট সিরিজের মাঝে বিরতিতে শুধু টেস্ট খেলেন এমন খেলোয়াড়দের কীভাবে কাজে লাগানো যায়, সে ব্যাপারেও পরিকল্পনা হচ্ছে বলে জানান পাপন। শ্রীলঙ্কা সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। ক্যারিবীয় সফরের পর টেস্ট ক্রিকেটে তিন মাসের বিরতিতে পড়বেন মুমিনুল হকেরা। এ সময়ের পরিকল্পনা নিয়ে পাপন বলেন, ‘এ সিরিজের পর আমরা যাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে ফেরার পর টেস্টে যারা আছে, তাদের কোনো খেলা নেই। সাড়ে তিন মাসের বিরতি। কিন্তু আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা আছে। এ সময় টেস্ট যারা খেলে তারা কি করবে? আমরা বলেছি, ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছি। আমরা কিছুদিন আগে থেকে এটা নিয়ে পরিকল্পনা করছিলাম। আমাদের পরিকল্পনার কথা বলেছি (কোচদের)। ওদেরকে কীভাবে খেলায় রাখা যায়, সে ব্যবস্থা আমরা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত