Ajker Patrika

আফগানিস্তানে থাকা পরিবার নিয়ে চিন্তায় রশিদ খান 

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২০: ২০
আফগানিস্তানে থাকা পরিবার নিয়ে চিন্তায় রশিদ খান 

তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশ ছেড়ে যাচ্ছেন অনেক মানুষ। ঠিক এই মুহূর্তে ৮ হাজার কিলোমিটার দূরে ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট খেলছেন আফগান ক্রিকেটের অন্যতম বড় তারকা রশিদ খান। তবে পরিবারের চিন্তায় স্বস্তিতে থাকতে পারছেন না রশিদ। এখনো নিজের পরিবারকে দেশ থেকে বের করে আনতে পারেননি তিনি। পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন রশিদ।  

আফগানিস্তানের এই চলমান সংকটে দেশ ছাড়তে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হচ্ছে আফগানরা। তবে অনেক পরিবার এখনো দেশেই আটকে আছে। রশিদের পরিবারও আছে আটকে পড়াদের তালিকায়। 

নিজের পরিবার নিয়ে রশিদ এখন দুশ্চিন্তায় আছেন বলে জানিয়েছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন। তিনি বলেছেন, ‘তাঁর বাড়িতে অনেক কিছুই ঘটছে। মাঠের সীমানার কাছে দাঁড়িয়ে তাঁর সঙ্গে অনেক কথা হয়েছে। সে খুবই দুশ্চিন্তায় আছে। তাঁর পরিবার আফগানিস্তানে আটকে পড়েছে। এখনো তাদের দেশ থেকে আনতে পারেননি।’ 
 
তবে পরিবার নিয়ে দুশ্চিন্তায় থাকার পরও মাঠের ক্রিকেটে দুর্দান্ত রশিদ। গতকাল ‘দ্য হান্ড্রেডে’ ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ২০ বলে ১৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। জিতিয়েছেন দলকেও। রশিদের এমন ম্যাচজয়ী পারফরম্যান্স নিয়ে পিটারসেনের মূল্যায়ন, ‘এত দুশ্চিন্তার মধ্যে থেকেও রশিদের পক্ষেই এমন পারফরম্যান্স করা সম্ভব। আমি মনে করি এটি সম্ভবত এখন পর্যন্ত হান্ড্রেডের সবচেয়ে হৃদয়স্পর্শী গল্পগুলোর একটি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত