প্রেমাদাসা স্টেডিয়ামের গ্যালারিভরা শ্রীলঙ্কান সমর্থক। নিজেদের মাঠে শ্রীলঙ্কার আরেকটি এশিয়া কাপ জয়ের সাক্ষী হতেই হয়তোবা এসেছিলেন তাঁরা। কিন্তু মাঠে দাসুন শানাকারা যেন মুদ্রার উল্টো পিঠ দেখালেন। ড্রেসিংরুম থেকে শ্রীলঙ্কান ব্যাটারদের আসা-যাওয়ার দৃশ্য দেখেই সন্তুষ্ট থাকত হলো সমর্থকদের।
ওয়ানডে সংস্করণে কোনো টুর্নামেন্টের ফাইনালে সর্বনিম্ন স্কোর–৫০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। জবাবে শুভমান গিল ও ইশান কিষান ৬.১ ওভারেই ভারতকে ১০ উইকেটের জয় এনে দেন। তাতে এশিয়া কাপে এ নিয়ে ৮ম বার চ্যাম্পিয়ন হলো ভারত। গিল ১৯ বলে ২৭ এবং কিষান ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।
এশিয়া কাপের ইতিহাসে উইকেটের দিক থেকে এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয়। তা–ই নয়, বলের দিক থেকেও যেকোনো টুর্নামেন্টের ওয়ানডে ফাইনালে সবচেয়ে বড় জয়ও এটি–২৬৩ বল হাতে রেখে।
এশিয়া কাপের ইতিহাসে এটাই সবচেয়ে চেয়ে কম দৈর্ঘ্যের ম্যাচও। ২১.৩ ওভারে শেষ হয়ে গেল ম্যাচ। মোহাম্মদ সিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে আগে ব্যাটিংয়ে নেমে ১৫.২ ওভারেই ৫০ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে যেকোনো দলের এটাই সর্বনিম্ন স্কোর।
প্রেমাদাসা স্টেডিয়ামে ৫০ রানে আউট হয়ে বাংলাদেশের লজ্জাও যেন ভুলিয়ে দিল শ্রীলঙ্কা। এশিয়া কাপে এর আগে সর্বনিম্ন স্কোরটি ছিল বাংলাদেশের। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল তারা। সব মিলিয়ে ওয়ানডে সংস্করণে লঙ্কানদের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়েছিল তারা।
সংযুক্ত আরব আমিরাতে সর্বশেষ এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কার। আজ প্রেমাদাসা স্টেডিয়ামে ট্রফি ধরে রাখার মিশনে ভারতের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। কিন্তু ট্রফি ধরে রাখার মতো কোনো পারফরম্যান্সই করতে পারেননি লঙ্কান ব্যাটাররা।
ভারতের পেসারদের তোপ দাগানো বোলিংয়ে ১২ রানেই ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। তিনে ব্যাটিংয়ে নামা কুশল মেন্ডিসের ১৭ ও টেলএন্ডার দুশান হেমন্তর ১৩ রানের সৌজন্যে স্কোরটা ৫০ হয়। ৭ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন ভারতের পেসার সিরাজ। হার্দিক পান্ডিয়া ৩ রানে ৩ উইকেট এবং জাসপ্রিত বুমরা নিয়েছেন একটি উইকেট। এশিয়া কাপের ইতিহাসে পাকিস্তানের পর ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন ভারতের পেস বোলাররা।
প্রেমাদাসা স্টেডিয়ামের গ্যালারিভরা শ্রীলঙ্কান সমর্থক। নিজেদের মাঠে শ্রীলঙ্কার আরেকটি এশিয়া কাপ জয়ের সাক্ষী হতেই হয়তোবা এসেছিলেন তাঁরা। কিন্তু মাঠে দাসুন শানাকারা যেন মুদ্রার উল্টো পিঠ দেখালেন। ড্রেসিংরুম থেকে শ্রীলঙ্কান ব্যাটারদের আসা-যাওয়ার দৃশ্য দেখেই সন্তুষ্ট থাকত হলো সমর্থকদের।
ওয়ানডে সংস্করণে কোনো টুর্নামেন্টের ফাইনালে সর্বনিম্ন স্কোর–৫০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। জবাবে শুভমান গিল ও ইশান কিষান ৬.১ ওভারেই ভারতকে ১০ উইকেটের জয় এনে দেন। তাতে এশিয়া কাপে এ নিয়ে ৮ম বার চ্যাম্পিয়ন হলো ভারত। গিল ১৯ বলে ২৭ এবং কিষান ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।
এশিয়া কাপের ইতিহাসে উইকেটের দিক থেকে এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয়। তা–ই নয়, বলের দিক থেকেও যেকোনো টুর্নামেন্টের ওয়ানডে ফাইনালে সবচেয়ে বড় জয়ও এটি–২৬৩ বল হাতে রেখে।
এশিয়া কাপের ইতিহাসে এটাই সবচেয়ে চেয়ে কম দৈর্ঘ্যের ম্যাচও। ২১.৩ ওভারে শেষ হয়ে গেল ম্যাচ। মোহাম্মদ সিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে আগে ব্যাটিংয়ে নেমে ১৫.২ ওভারেই ৫০ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে যেকোনো দলের এটাই সর্বনিম্ন স্কোর।
প্রেমাদাসা স্টেডিয়ামে ৫০ রানে আউট হয়ে বাংলাদেশের লজ্জাও যেন ভুলিয়ে দিল শ্রীলঙ্কা। এশিয়া কাপে এর আগে সর্বনিম্ন স্কোরটি ছিল বাংলাদেশের। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল তারা। সব মিলিয়ে ওয়ানডে সংস্করণে লঙ্কানদের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়েছিল তারা।
সংযুক্ত আরব আমিরাতে সর্বশেষ এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কার। আজ প্রেমাদাসা স্টেডিয়ামে ট্রফি ধরে রাখার মিশনে ভারতের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। কিন্তু ট্রফি ধরে রাখার মতো কোনো পারফরম্যান্সই করতে পারেননি লঙ্কান ব্যাটাররা।
ভারতের পেসারদের তোপ দাগানো বোলিংয়ে ১২ রানেই ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। তিনে ব্যাটিংয়ে নামা কুশল মেন্ডিসের ১৭ ও টেলএন্ডার দুশান হেমন্তর ১৩ রানের সৌজন্যে স্কোরটা ৫০ হয়। ৭ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন ভারতের পেসার সিরাজ। হার্দিক পান্ডিয়া ৩ রানে ৩ উইকেট এবং জাসপ্রিত বুমরা নিয়েছেন একটি উইকেট। এশিয়া কাপের ইতিহাসে পাকিস্তানের পর ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন ভারতের পেস বোলাররা।
বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২৬ মিনিট আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২ ঘণ্টা আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৩ ঘণ্টা আগে