Ajker Patrika

ভারত-পাকিস্তান ম্যাচে গালিগালাজ করলে হতে পারে ৩ মাসের জেল

ক্রীড়া ডেস্ক    
আজ গ্যালারি এভাবেই মাতিয়ে রাখবেন ভারত-পাকিস্তান সমর্থকেরা। ছবি: এএফপি
আজ গ্যালারি এভাবেই মাতিয়ে রাখবেন ভারত-পাকিস্তান সমর্থকেরা। ছবি: এএফপি

ভারত-পাকিস্তান লড়াই শুধু মাঠেই সীমাবদ্ধ থাকে না, বরং মাঠের বাইরে এর প্রভাব পড়ে থাকে। সমর্থকেরা কেউ কাউকে ছাড় দেন না। তর্কযুদ্ধ কখনো কখনো রূপ নেয় গালিগালাজ কিংবা সহিংসতায়। কিন্তু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বসে এমনটা করা যাবে না। করলেই পড়তে হবে জেল-জরিমানার মুখে।

এশিয়া কাপে আজ দুবাইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এর আগে দর্শকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে রাখল দুবাই পুলিশ। এক বিবৃতিতে তারা জানায়, স্টেডিয়ামের ভেতর কোনো ধরনের সহিংসতা, অশালীন ভাষা ও বর্ণবাদী মন্তব্য সহ্য করা হবে না।

দুবাই পুলিশের ইভেন্টস সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল সাইফ মুহাইর আল মাজরুই বলেন, ‘নিয়মভঙ্গকারীদের এক থেকে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার থেকে ৩০ হাজার দিরহাম (৩ থেকে ১০ লাখ টাকা) জরিমানা করা হতে পারে।’

দুবাই পুলিশ তাই, দর্শকদের পরামর্শ দিয়েছে সংযত থাকার। কোনো অনিয়ম চোখে পড়লে নিরাপত্তার খাতিরে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে তারা।

আজকের লড়াই নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ খানিকটা কমই দেখা যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়েছিল মাত্র চার মিনিটে। আর আজ ম্যাচের চার ঘণ্টা আগেও অবিক্রীত থেকে যায় শতশত টিকিট। টিকিটের দাম ১২৫ দিরহাম কমিয়ে এনেও দর্শক খুব একটা টানতে পারেনি আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

কাতারি সংবাদমাধ্যম আল জাজিরাকে দুবাইয়ের এক বাসিন্দা বলেন, ‘সেপ্টেম্বর এ অঞ্চলের সবচেয়ে গরম মাসের একটি। প্রচণ্ড তাপমাত্রা আর চরম আর্দ্রতার কারণে সন্ধ্যায়ও বাইরে থাকা কঠিন হয়ে পড়ে। খেলোয়াড়েরা হয়তো এমন আবহাওয়ায় খেলার জন্য পারিশ্রমিক পান, কিন্তু দর্শকদের তো টিকিট কিনতে বিপুল অর্থ খরচ করতে হবে। তাহলে কেন তারা এমন গরমে ভুগতে আসবেন?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রের অনুমতিক্রমেই ফের সশস্ত্র হয়েছে হামাস: ট্রাম্প

হেফাজতে থাকা কর্মকর্তাদের জন্য সেনানিবাসে সাময়িকভাবে কারাগার হচ্ছে

জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর পক্ষে স্বাক্ষর করবেন যাঁরা

যোগী আদিত্যনাথ অনুপ্রবেশকারী, ফেরত পাঠানো হোক তাঁকে: অখিলেশ যাদব

বাটা শুর ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী এমডি হলেন ফারিয়া ইয়াসমিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত