নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কী দারুণ একটা সিরিজই না কাটছে কাসুন রাজিথার। অথচ চট্টগ্রাম টেস্টে বিশ্ব ফান্দার্দোর কনকাশন সাব না হলে এ সিরিজে হয়তো ড্রেসিংরুমে বসে থাকত হতো তাঁকে। এখন পর্যন্ত দুই ইনিংস বোলিং করে ৯ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার রাজিথা। কনকাশন সাব হিসেবে নেমে বাংলাদেশ ব্যাটারদের ভুগিয়ে প্রথম টেস্টে এক ইনিংসে নেন ৪ উইকেট।
ঢাকা টেস্টেও বাংলাদশের ব্যাটারদের মাথাব্যথার কারণ হয়েছেন রাজিথা। টেস্ট ক্যারিয়ারে ইনিংসে প্রথম ৫ উইকেটের স্বাদ পেয়েছেন। দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে এসে রাজিথার সরল উত্তরে রাজিথা জানালেন তাঁর সাফল্যের রহস্য, ‘ব্যক্তিগত সেরা নিয়ে আমি খুবই খুশি। আমি মনে করি, বেসিক ঠিক রাখতে পেরেছিলাম। দুই টেস্টেই লাইন-লেংথ ঠিকঠাক ধরে রেখে বোলিং করে গেছি। আজকেও (গতকাল) সেটাই করে গেছি।’
প্রথম দিনের প্রথম সেশনে বাংলাদেশ ব্যাটিং অর্ডার একপ্রকার কাঁপিয়ে দেন রাজিথা। শিকার করেন তিন উইকেট। আজ দ্বিতীয় দিন আরও দুই উইকেট নিয়েছেন। চট্টগ্রামে ব্যাটিং-স্বর্গ উইকেট হলেও ঢাকায় প্রচলিতভাবে স্পিনারদের দাপট থাকে। সেখানে দুই শ্রীলঙ্কান স্পিনার উইকেটশূন্য থেকেছেন। উইকেট নিয়ে রাজিথা বলেন, ‘চট্টগ্রামের উইকেট কিছুটা শক্ত। ঢাকার উইকেট সে হিসেবে নরম। কিছুটা ধীর গতির। কিন্তু এখানে কিছু মুভমেন্ট রয়েছে। পেসারদের জন্য ভালো উইকেট। আগামীকাল (আজ) আর তার পরদিন মনে হয় উইকেটে টার্ন দেখা যাবে।’
নিজের সফলতার পাশে আফসোসও আছে রাজিথার। ২৪ রানে ৫ উইকেট ফেলে দেওয়ার পর বাংলাদেশের স্কোর ৩৬৫ রানে থেমেছে। শ্রীলঙ্কার পেসারের হতাশার জায়গা বাংলাদেশকে আরও আগে অলআউট করতে না পারায়। তিনি বলছেন, ‘এটা আমার এবং দলের জন্য চরম হতাশার। ২৪ রানে ৫ উইকেট ফেলে দেওয়ার পর তারা দারুণ ব্যাটিং করেছে।’ বাংলাদেশের ৩৬৫ রানের জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে শ্রীলঙ্কা। তবে আগামীকালের খেলার ওপর অনেক কিছু নির্ভর করছে বলে জানিয়েছেন রাজিথা।
কী দারুণ একটা সিরিজই না কাটছে কাসুন রাজিথার। অথচ চট্টগ্রাম টেস্টে বিশ্ব ফান্দার্দোর কনকাশন সাব না হলে এ সিরিজে হয়তো ড্রেসিংরুমে বসে থাকত হতো তাঁকে। এখন পর্যন্ত দুই ইনিংস বোলিং করে ৯ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার রাজিথা। কনকাশন সাব হিসেবে নেমে বাংলাদেশ ব্যাটারদের ভুগিয়ে প্রথম টেস্টে এক ইনিংসে নেন ৪ উইকেট।
ঢাকা টেস্টেও বাংলাদশের ব্যাটারদের মাথাব্যথার কারণ হয়েছেন রাজিথা। টেস্ট ক্যারিয়ারে ইনিংসে প্রথম ৫ উইকেটের স্বাদ পেয়েছেন। দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে এসে রাজিথার সরল উত্তরে রাজিথা জানালেন তাঁর সাফল্যের রহস্য, ‘ব্যক্তিগত সেরা নিয়ে আমি খুবই খুশি। আমি মনে করি, বেসিক ঠিক রাখতে পেরেছিলাম। দুই টেস্টেই লাইন-লেংথ ঠিকঠাক ধরে রেখে বোলিং করে গেছি। আজকেও (গতকাল) সেটাই করে গেছি।’
প্রথম দিনের প্রথম সেশনে বাংলাদেশ ব্যাটিং অর্ডার একপ্রকার কাঁপিয়ে দেন রাজিথা। শিকার করেন তিন উইকেট। আজ দ্বিতীয় দিন আরও দুই উইকেট নিয়েছেন। চট্টগ্রামে ব্যাটিং-স্বর্গ উইকেট হলেও ঢাকায় প্রচলিতভাবে স্পিনারদের দাপট থাকে। সেখানে দুই শ্রীলঙ্কান স্পিনার উইকেটশূন্য থেকেছেন। উইকেট নিয়ে রাজিথা বলেন, ‘চট্টগ্রামের উইকেট কিছুটা শক্ত। ঢাকার উইকেট সে হিসেবে নরম। কিছুটা ধীর গতির। কিন্তু এখানে কিছু মুভমেন্ট রয়েছে। পেসারদের জন্য ভালো উইকেট। আগামীকাল (আজ) আর তার পরদিন মনে হয় উইকেটে টার্ন দেখা যাবে।’
নিজের সফলতার পাশে আফসোসও আছে রাজিথার। ২৪ রানে ৫ উইকেট ফেলে দেওয়ার পর বাংলাদেশের স্কোর ৩৬৫ রানে থেমেছে। শ্রীলঙ্কার পেসারের হতাশার জায়গা বাংলাদেশকে আরও আগে অলআউট করতে না পারায়। তিনি বলছেন, ‘এটা আমার এবং দলের জন্য চরম হতাশার। ২৪ রানে ৫ উইকেট ফেলে দেওয়ার পর তারা দারুণ ব্যাটিং করেছে।’ বাংলাদেশের ৩৬৫ রানের জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে শ্রীলঙ্কা। তবে আগামীকালের খেলার ওপর অনেক কিছু নির্ভর করছে বলে জানিয়েছেন রাজিথা।
পাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৩২ মিনিট আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
৫ ঘণ্টা আগে