দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর কাটিয়ে দিয়েছেন বিরাট কোহলি। বর্তমানে ৩৪ বছর চলছে তাঁর। তবে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার মনে করেন, আরও এক দশক খেলতে পারেন এই ভারতীয় ব্যাটার। এমনকি কোহলি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সব সংস্করণে ১০০ সেঞ্চুরির রেকর্ডও ভাঙতে পারবে মনে করেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।
গতকাল দোহায় লিজেন্ডস ক্রিকেটের ফাইনালে শোয়েব আখতার সাইডলাইনে বসে বলেন, ’ ৪৩ বছর বয়স পর্যন্ত খেলার জন্য বিরাট কোহলির প্রতি আমার আবেদন থাকল। তুমি হয়তো আরও ৯ বছর খেলতে পারবে। ভারত তোমাকে হুইলচেয়ারে বসিয়ে হলেও খেলাবে এবং তারা তোমাকে ১০০ তম সেঞ্চুরিতে পৌঁছে দেবে। আমি মনে করি, সে অবসরের আগে কমপক্ষে ১১০টি সেঞ্চুরি করতে পারে।’
গত এশিয়া কাপ দিয়ে লম্বা সময় পর সেঞ্চুরির খরা ঘুচেছে কোহলির। ইতিমধ্যে সব সংস্করণেও সেই অপেক্ষা দূর হয়েছে সাবেক ভারতীয় অধিনায়ক। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৭৫টি। তার মধ্যে ওয়ানডেতে করেছেন ৪৬টি। আর ৩ সেঞ্চুরি করলেই তিনি এই রেকর্ডে ছুঁয়ে ফেলবেন শচীনকে।
তবে শোয়েব মনে করেন, তাঁদের সময়ে খেললে এত বেশি সেঞ্চুরি করতে পারতেন না কোহলি। তিনি বলেছেন, ‘যদি আমি, ওয়াকার (ইউনিস) ও ওয়াসিম (আকরাম) ভাই আমাদের সেরা সময়ে থাকতাম, তাহলে বিরাটের মুশকিল হতো এত সেঞ্চুরি করা। আমরা প্রচুর স্লেজিং করতাম এবং পাঞ্জাবি বিধায় সে-ও প্রতিক্রিয়া দেখাত।’
তিনি আরও বলেছেন, ‘সে যদি আমাদের সময়ে থাকত তাহলে সে এই ৭০ সেঞ্চুরি পেত না। হয়তো সে ৩০-৫০টি সেঞ্চুরি করত। তবে প্রত্যেকটি সেঞ্চুরি হতো ভিন্ন ক্লাসের। আমরা ব্যক্তিগতভাবে মনে করি, সুনীল গাভাস্কার সর্বকালের সেরা, তিনি আশির দশকের বোলারদের বিপক্ষে খেলতেন।’
দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর কাটিয়ে দিয়েছেন বিরাট কোহলি। বর্তমানে ৩৪ বছর চলছে তাঁর। তবে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার মনে করেন, আরও এক দশক খেলতে পারেন এই ভারতীয় ব্যাটার। এমনকি কোহলি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সব সংস্করণে ১০০ সেঞ্চুরির রেকর্ডও ভাঙতে পারবে মনে করেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।
গতকাল দোহায় লিজেন্ডস ক্রিকেটের ফাইনালে শোয়েব আখতার সাইডলাইনে বসে বলেন, ’ ৪৩ বছর বয়স পর্যন্ত খেলার জন্য বিরাট কোহলির প্রতি আমার আবেদন থাকল। তুমি হয়তো আরও ৯ বছর খেলতে পারবে। ভারত তোমাকে হুইলচেয়ারে বসিয়ে হলেও খেলাবে এবং তারা তোমাকে ১০০ তম সেঞ্চুরিতে পৌঁছে দেবে। আমি মনে করি, সে অবসরের আগে কমপক্ষে ১১০টি সেঞ্চুরি করতে পারে।’
গত এশিয়া কাপ দিয়ে লম্বা সময় পর সেঞ্চুরির খরা ঘুচেছে কোহলির। ইতিমধ্যে সব সংস্করণেও সেই অপেক্ষা দূর হয়েছে সাবেক ভারতীয় অধিনায়ক। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৭৫টি। তার মধ্যে ওয়ানডেতে করেছেন ৪৬টি। আর ৩ সেঞ্চুরি করলেই তিনি এই রেকর্ডে ছুঁয়ে ফেলবেন শচীনকে।
তবে শোয়েব মনে করেন, তাঁদের সময়ে খেললে এত বেশি সেঞ্চুরি করতে পারতেন না কোহলি। তিনি বলেছেন, ‘যদি আমি, ওয়াকার (ইউনিস) ও ওয়াসিম (আকরাম) ভাই আমাদের সেরা সময়ে থাকতাম, তাহলে বিরাটের মুশকিল হতো এত সেঞ্চুরি করা। আমরা প্রচুর স্লেজিং করতাম এবং পাঞ্জাবি বিধায় সে-ও প্রতিক্রিয়া দেখাত।’
তিনি আরও বলেছেন, ‘সে যদি আমাদের সময়ে থাকত তাহলে সে এই ৭০ সেঞ্চুরি পেত না। হয়তো সে ৩০-৫০টি সেঞ্চুরি করত। তবে প্রত্যেকটি সেঞ্চুরি হতো ভিন্ন ক্লাসের। আমরা ব্যক্তিগতভাবে মনে করি, সুনীল গাভাস্কার সর্বকালের সেরা, তিনি আশির দশকের বোলারদের বিপক্ষে খেলতেন।’
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৬ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে