Ajker Patrika

আশা বাঁচিয়ে রাখতে পাকিস্তানের প্রয়োজন ১০৭ রান

আশা বাঁচিয়ে রাখতে পাকিস্তানের প্রয়োজন ১০৭ রান

নিবু নিবু আশার প্রদীপটা জ্বালিয়ে রাখতে জিততেই হবে। নয়তো কাটতে হবে ঘরে ফেরার টিকিট। এমন সমীকরণকে সামনে রেখে নিউইয়র্কের সেই নাসাউ কাউন্টি স্টেডিয়ামে কানাডার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে পাকিস্তান। 

আগের ম্যাচে এখানেই বোলিং নৈপুণ্যের পরও লো-স্কোরিং রোমাঞ্চকর ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছেন বাবর আজমরা। চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হারেই শঙ্কায় পড়ে গেছে পাকিস্তানের সুপার এইটের স্বপ্ন। 

‘এ’ গ্রপে নিজেদের আগের ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখা কানাডা টসে হেরে ব্যাটিংয়ে নেমে পড়ে বিপদে। দারুণ শুরুর আভাস দিয়ে প্রথম উইকেট হারায় দলীয় ২০ রানে। ওপেনার নভনীত ধালিওয়ালকে (৪) বোল্ড করেন মোহাম্মদ আমির। স্কোরবোর্ড আর ৯ রান জমা পড়তেই পরাগ সিংকে (২) ফেরান আরেক পেসার শাহিন আফ্রিদি। 

পাওয়ার প্লেতে ২ উইকেট হারানো কানাডা ৭৩ রান করতেই হারিয়ে ফেলে ৬ উইকেট। দলীয় ৪৩ রানে তৃতীয় উইকেট হিসেবে রানআউট হন নিকোলাস কির্টন (১)। এরপর পেসার হারিস রউফ ইনিংসের ১০ ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরান উইকেটরক্ষক শ্রেয়াস মভওয়াকে (২)। এক বল পর ডাক উপহার দেন রবিন্দ্রারপাল সিংকে। 

কানাডার ব্যাটাররা একের পর এক একক ডিজিটে ফিরলেও দারুণ ব্যাটিংয়ে এক প্রান্ত আগলে রাখেন অ্যারন জনসন। নাসিম শাহর বলে ষষ্ঠ উইকেট হিসেবে বোল্ড হওয়া এই ডানহাতি ওপেনার করেন ৪৪ বলে ৫৪ রান। তাঁর ইনিংসে ছিল চার ৪ ও চার ৬। নিজের দ্বিতীয় উইকেট হিসেবে আমির তুলে নেন সাদ বিন জাফরকে। বিপর্যয়ের মুখে কানাডার অধিনয়াক ২১ বলে করেন ১০ রান।

শেষ পর্যন্ত কানাডা ৭ উইকেটে করেছে ১০৬ রান। অপরাজিত ছিলেন কলিম সানা (১৩) এবং ডিলন হেইলিগার (৯)। দুটি করে উইকেট নিয়েছেন আমির ও রউফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত