নিজস্ব প্রতিবেদক
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে চোটে পড়েন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সেই চোটে প্রায় সাড়ে ৪ মাস হলো জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।
সেরে উঠতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিয়েছেন সাইফ। তবে এ সময়ে জাতীয় দলের কোনো কোচ তাঁর খোঁজ নেননি বলে সংবাদমাধ্যমে মন্তব্য করেন তিনি। ব্যাপারটি মোটেও ভালোভাবে নেয়নি বিসিবি। সাইফকে তাই জরুরি তলব করে শুনানিতে তাঁর ব্যাখ্যা নিয়েছে বোর্ড।
আজ সকালে বোর্ড কার্যালয়ে আসেন সাইফ। এ সময় তাঁর কাছে সাংবাদমাধ্যমে করা মন্তব্যের বিষয়টি জানতে চায় বোর্ড। নিজের ভুল স্বীকার করে নেওয়ায় আপাতত তাঁকে সতর্ক করেই ছেড়ে দেয় বিসিবি। তবে তাঁর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
সাইফউদ্দিন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত। বোর্ডে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন, ‘আপনারা জানেন গতকাল আমি সংবাদমাধ্যমে কথা বলেছিলাম। ওই জিনিসগুলো আমার হয়তো বলা উচিত হয়নি। হতাশা থেকে কথাগুলো বলেছি। আমি একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম। কিছুদিন আগেও বোর্ড আমাকে টাকা খরচ করে লন্ডন পাঠিয়েছে। এ জিনিসগুলো না বলে আমি আসলে বেঁফাস কথা বলে ফেলেছি। যার কারণে আমি অনুতপ্ত।’
গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রস্তুতি নিতে এসে সাইফ বলেন, ‘আমি এখন জাতীয় দলে নেই, তাই জাতীয় দল নিয়ে ভাবনাও নেই। যখন ঢুকব তখন হয়ত চিন্তাভাবনা করব। গত সাড়ে পাঁচ মাস (আসলে সাড়ে চার মাস) মাঠের বাইরে ছিলাম। জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্ট কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি নিজ থেকে আসলে কী বলব?’
এবারের ডিপিএল দিয়ে হতে পারে সাইফের প্রত্যাবর্তন। ২৫ বছর বয়সী অলরাউন্ডার খেলবেন আবাহনী লিমিটেডের হয়ে।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে চোটে পড়েন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সেই চোটে প্রায় সাড়ে ৪ মাস হলো জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।
সেরে উঠতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিয়েছেন সাইফ। তবে এ সময়ে জাতীয় দলের কোনো কোচ তাঁর খোঁজ নেননি বলে সংবাদমাধ্যমে মন্তব্য করেন তিনি। ব্যাপারটি মোটেও ভালোভাবে নেয়নি বিসিবি। সাইফকে তাই জরুরি তলব করে শুনানিতে তাঁর ব্যাখ্যা নিয়েছে বোর্ড।
আজ সকালে বোর্ড কার্যালয়ে আসেন সাইফ। এ সময় তাঁর কাছে সাংবাদমাধ্যমে করা মন্তব্যের বিষয়টি জানতে চায় বোর্ড। নিজের ভুল স্বীকার করে নেওয়ায় আপাতত তাঁকে সতর্ক করেই ছেড়ে দেয় বিসিবি। তবে তাঁর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
সাইফউদ্দিন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত। বোর্ডে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন, ‘আপনারা জানেন গতকাল আমি সংবাদমাধ্যমে কথা বলেছিলাম। ওই জিনিসগুলো আমার হয়তো বলা উচিত হয়নি। হতাশা থেকে কথাগুলো বলেছি। আমি একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম। কিছুদিন আগেও বোর্ড আমাকে টাকা খরচ করে লন্ডন পাঠিয়েছে। এ জিনিসগুলো না বলে আমি আসলে বেঁফাস কথা বলে ফেলেছি। যার কারণে আমি অনুতপ্ত।’
গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রস্তুতি নিতে এসে সাইফ বলেন, ‘আমি এখন জাতীয় দলে নেই, তাই জাতীয় দল নিয়ে ভাবনাও নেই। যখন ঢুকব তখন হয়ত চিন্তাভাবনা করব। গত সাড়ে পাঁচ মাস (আসলে সাড়ে চার মাস) মাঠের বাইরে ছিলাম। জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্ট কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি নিজ থেকে আসলে কী বলব?’
এবারের ডিপিএল দিয়ে হতে পারে সাইফের প্রত্যাবর্তন। ২৫ বছর বয়সী অলরাউন্ডার খেলবেন আবাহনী লিমিটেডের হয়ে।
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
১৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১০ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে