Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর আইপিএলে আফগান ব্যাটার 

আপডেট : ০৮ মার্চ ২০২২, ২৩: ৪৮
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর আইপিএলে আফগান ব্যাটার 

আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়। নিলাম থেকে তাঁকে দলে ভিড়িয়েছিল এবারের আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানস। জৈব সুরক্ষা-বলয়ের ধকল থেকে দূরে থাকতে খেলতে না পারার কথা এর মধ্যে দলটিকে জানিয়ে দিয়েছেন রয়। তাঁর পরিবর্তে আফগান ব্যাটার রহমতউল্লাহ গুরবাজকে দলে নিয়েছে গুজরাট। 

বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’। তবে গুরবাজকে দলে নেওয়ার ব্যাপারে এখনো অফিশিয়ালি জানায়নি গুজরাট কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষায় আছে তারা। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজটা ভালো যায়নি আফগান ওপেনারের। 

তবে টি-টোয়েন্টির সিরিজের আগে শেষ টি-টোয়েন্টিতে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন গুরবাজ। সিরিজ হারের পর তাঁর সেঞ্চুরিতেই ধবলধোলাই এড়িয়েছিল আফগানরা। এবারের মেগা নিলাম থেকে তাঁকে কেউ না নিলেও রয়ের বদলি হিসেবে গুজরাটের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন গুরবাজ। টি-টোয়েন্টির এক দারুণ প্যাকেজ হিসেবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত নাম এই আফগান। 

এবারের পিএসএলে মুলতান সুলতানসের হয়ে খেলেছেন গুরবাজ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫০ এর ওপরে স্ট্রাইকরেট তাঁর। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেরক্ষকও বটে। যে কারণে তাঁর আলাদা চাহিদা রয়েছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি জগতে। ৬৯টি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ম্যাচের ক্যারিয়ারে ১১৩টি ছক্কা মেরেছেন এই ওপেনার। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত যে ৬৫ জন ব্যাটার টি-টোয়েন্টিতে ১৫০০ রান করেছেন, এর মধ্যে গুরবাজের ১৫৩.০৫ স্ট্রাইকরেট অষ্টম সেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত