অপেক্ষাটা অবশেষে ফুরাল। ক্রিকেটের তিন সংস্করণে প্রথম কোনো বোলার হিসেবে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন জাসপ্রীত বুমরা। চক্রটা পূরণ করেছেন আজ টেস্ট বোলিংয়ের শীর্ষে উঠে।
ক্যারিয়ারের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে আসা বুমরা প্রথমবারের মতো বোলিংয়ের শীর্ষে উঠেন টি-টোয়েন্টিতে। ২০১৮ সালের জানুয়ারিতে। বর্তমানে অবশ্য সংক্ষিপ্ত সংস্করণে ১০০ নম্বরে আছেন। এরপর ২০২২ সালের জুলাইয়ে ওয়ানডেতেও শীর্ষস্থান লাভ করেন বর্তমানে ৬ নম্বরে থাকা ভারতীয় পেসার।
সীমিত ওভারে দুই সংস্করণের পর এবার টেস্টেও শীর্ষে উঠলেন বুমরা। তাঁর আগে কোনো বোলার এই কীর্তি গড়তে পারেননি। তবে বাংলাদেশের সাকিব আল হাসান অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে এই কীর্তি গড়েছেন। সেটিই আবার একই সময়ে তিন সংস্করণে শীর্ষে ছিলেন। তাঁর কীর্তিতেও এখন পর্যন্ত কেউই ভাগ বসাতে পারেননি। একই সময়ে তো নয় আলাদা করেও কোনো অলরাউন্ডার পারেননি।
ক্রিকেটের ইতিহাসে যেমন প্রথম ঠিক তেমনি ভারতের প্রথম পেসার হিসেবে টেস্টে শীর্ষে উঠেছেন বুমরা। তাঁর আগে ১৯৭৯-৮০ সাল পর্যন্ত ভারতের হয়ে সর্বোচ্চ ২ নম্বরে ছিলেন দলকে ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। টেস্টে বুমরার আগের সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল ৩। সমান র্যাঙ্কিংয়ে উঠেছিলেন ভারতের সাবেক বাঁহাতি পেসার জহির খানও। সব মিলিয়ে ভারতের চতুর্থ বোলার হিসেবে টেস্টে শীর্ষে উঠেছেন বুমরা। তাঁর আগে চূড়া উঠেছিলেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও প্রয়াত বিষেন সিং বেদি।
ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনমে ৯ উইকেট নিয়ে মাঠেই ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন বুমরা। এবার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য র্যাঙ্কিংয়েও পুরস্কৃত হলেন ৩০ বছর বয়সী পেসার। যাঁকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন তিনি অবশ্য তাঁরই সতীর্থ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বিশাখাপত্তনমে ৩ উইকেট নেওয়া অশ্বিন অবশ্য দুইয়ে নয় তিনে নেমে গেছেন। দুই ভারতীয়র মাঝে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে কলম্বো টেস্টে ৮ উইকেট নেওয়া প্রবাথ জয়াসুরিয়া ৩ ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন।
বুমরার মতো র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে যশস্বী জয়সওয়ালেরও। ২০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন উদীয়মান ব্যাটার। বিশাখাপত্তনম টেস্টেই দুই ইনিংসে ফিফটি করা জ্যাক ক্রলি ৮ ধাপ এগিয়ে ২২ নম্বরে আছেন। আর শীর্ষে থাকা কেন উইলিয়ামসন নিজের জায়গা আরও সুসংগঠিত করেছেন মাউন্ট মঙ্গানুই টেস্টে জোড়া সেঞ্চুরি করে। প্রথম ইনিংসে ১১৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। এতে ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্টে জোড়া সেঞ্চুরিও করেছেন।
অপেক্ষাটা অবশেষে ফুরাল। ক্রিকেটের তিন সংস্করণে প্রথম কোনো বোলার হিসেবে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন জাসপ্রীত বুমরা। চক্রটা পূরণ করেছেন আজ টেস্ট বোলিংয়ের শীর্ষে উঠে।
ক্যারিয়ারের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে আসা বুমরা প্রথমবারের মতো বোলিংয়ের শীর্ষে উঠেন টি-টোয়েন্টিতে। ২০১৮ সালের জানুয়ারিতে। বর্তমানে অবশ্য সংক্ষিপ্ত সংস্করণে ১০০ নম্বরে আছেন। এরপর ২০২২ সালের জুলাইয়ে ওয়ানডেতেও শীর্ষস্থান লাভ করেন বর্তমানে ৬ নম্বরে থাকা ভারতীয় পেসার।
সীমিত ওভারে দুই সংস্করণের পর এবার টেস্টেও শীর্ষে উঠলেন বুমরা। তাঁর আগে কোনো বোলার এই কীর্তি গড়তে পারেননি। তবে বাংলাদেশের সাকিব আল হাসান অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে এই কীর্তি গড়েছেন। সেটিই আবার একই সময়ে তিন সংস্করণে শীর্ষে ছিলেন। তাঁর কীর্তিতেও এখন পর্যন্ত কেউই ভাগ বসাতে পারেননি। একই সময়ে তো নয় আলাদা করেও কোনো অলরাউন্ডার পারেননি।
ক্রিকেটের ইতিহাসে যেমন প্রথম ঠিক তেমনি ভারতের প্রথম পেসার হিসেবে টেস্টে শীর্ষে উঠেছেন বুমরা। তাঁর আগে ১৯৭৯-৮০ সাল পর্যন্ত ভারতের হয়ে সর্বোচ্চ ২ নম্বরে ছিলেন দলকে ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। টেস্টে বুমরার আগের সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল ৩। সমান র্যাঙ্কিংয়ে উঠেছিলেন ভারতের সাবেক বাঁহাতি পেসার জহির খানও। সব মিলিয়ে ভারতের চতুর্থ বোলার হিসেবে টেস্টে শীর্ষে উঠেছেন বুমরা। তাঁর আগে চূড়া উঠেছিলেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও প্রয়াত বিষেন সিং বেদি।
ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনমে ৯ উইকেট নিয়ে মাঠেই ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন বুমরা। এবার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য র্যাঙ্কিংয়েও পুরস্কৃত হলেন ৩০ বছর বয়সী পেসার। যাঁকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন তিনি অবশ্য তাঁরই সতীর্থ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বিশাখাপত্তনমে ৩ উইকেট নেওয়া অশ্বিন অবশ্য দুইয়ে নয় তিনে নেমে গেছেন। দুই ভারতীয়র মাঝে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে কলম্বো টেস্টে ৮ উইকেট নেওয়া প্রবাথ জয়াসুরিয়া ৩ ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন।
বুমরার মতো র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে যশস্বী জয়সওয়ালেরও। ২০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন উদীয়মান ব্যাটার। বিশাখাপত্তনম টেস্টেই দুই ইনিংসে ফিফটি করা জ্যাক ক্রলি ৮ ধাপ এগিয়ে ২২ নম্বরে আছেন। আর শীর্ষে থাকা কেন উইলিয়ামসন নিজের জায়গা আরও সুসংগঠিত করেছেন মাউন্ট মঙ্গানুই টেস্টে জোড়া সেঞ্চুরি করে। প্রথম ইনিংসে ১১৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। এতে ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্টে জোড়া সেঞ্চুরিও করেছেন।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১০ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১১ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
১১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১১ ঘণ্টা আগে