মোহালি, ইন্দোর, রাজকোট, চেন্নাই-গত ১৬ দিনে চার ভেন্যুতে চার ম্যাচে খেলছে ভারত-অস্ট্রেলিয়া। যেখানে রাজকোটে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারত হেরেছিল ৬৬ রানে। সেই বড় ব্যবধানে হারার ‘ঝাল’ যেন আজ বিশ্বকাপে ভারতীয় বোলাররা ঝেরেছেন। রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিনদের ঘূর্ণি জাদুতে নাকাল অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ১৯৯ রানে।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। দলীয় ৫ রানেই ভেঙে যায় অজিদের উদ্বোধনী জুটি। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রানের খাতা খোলার আগেই ফিরেছেন মিচেল মার্শ। জসপ্রীত বুমরার বলে খোঁচা দিতে গিয়েছিলেন মার্শ। স্লিপে দুর্দান্ত ক্যাচ ধরেন বিরাট কোহলি। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে আসেন স্টিভ স্মিথ। ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইনিংস মেরামতের দায়িত্ব নেন স্মিথ। দ্বিতীয় উইকেট জুটিতে ৮৫ বলে ৬৯ রান যোগ করেছেন স্মিথ-ওয়ার্নার। ওয়ার্নারকে কট এন্ড বোল্ড করে জুটি ভেঙেছেন কুলদীপ। ৫২ বলে ৬ চারে করেন ৪১ রান। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম (১৯ ইনিংসে) হাজার রানের রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার।
ওয়ার্নারের বিদায়ের পর উইকেটে আসেন মারনাস লাবুশেন। তৃতীয় উইকেট জুটিতে ৬৪ বলে ৩৬ রান যোগ করেছেন স্মিথ-লাবুশেন। স্মিথকে বোল্ড করে জুটি ভাঙেন জাদেজা। ৭১ বলে ৫ চারে করেন ৪৬ রান। জাদেজার ঘূর্ণিতে সাময়িক ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে। ১১০ থেকে ১১৯-৯ রান যোগ করতে আরও ৩ উইকেট হারায় অজিরা। যেখানে ৩০ তম ওভার বোলিংয়ে এসে লাবুশেন, অ্যালেক্স ক্যারি এই দুই ব্যাটারকে ফিরিয়েছেন জাদেজা।
গ্লেন ম্যাক্সওয়েলও বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারেননি। ৩৬ তম ওভারের পঞ্চম বলে কুলদীপকে লেগ সাইডে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান ম্যাক্সওয়েল। ২৫ বলে ১৫ রান করেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। তিন বল পরে ক্যামেরন গ্রিনকে ফিরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৬.২ ওভারে ৭ উইকেটে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৪০ রান। ৭ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নেমে ৩৫ বলে ২৮ রান করেন মিচেল স্টার্ক। অষ্টম ও নবম উইকেটে প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পার সঙ্গে ২৫ ও ২৪ রানের জুটি গড়তে অবদান রেখেছেন স্টার্ক। তবু ২০০ রান করতে পারেনি অস্ট্রেলিয়া। ৫০ তম ওভারের তৃতীয় বলে শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন স্টার্ক। সর্বোচ্চ ৪৬ রান এসেছে লাবুশেনের ব্যাট থেকে। আর ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জাদেজা। ২টি করে উইকেট নিয়েছেন কুলদীপ ও বুমরা। মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, অশ্বিন নিয়েছেন ১টি করে উইকেট।
মোহালি, ইন্দোর, রাজকোট, চেন্নাই-গত ১৬ দিনে চার ভেন্যুতে চার ম্যাচে খেলছে ভারত-অস্ট্রেলিয়া। যেখানে রাজকোটে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারত হেরেছিল ৬৬ রানে। সেই বড় ব্যবধানে হারার ‘ঝাল’ যেন আজ বিশ্বকাপে ভারতীয় বোলাররা ঝেরেছেন। রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিনদের ঘূর্ণি জাদুতে নাকাল অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ১৯৯ রানে।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। দলীয় ৫ রানেই ভেঙে যায় অজিদের উদ্বোধনী জুটি। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রানের খাতা খোলার আগেই ফিরেছেন মিচেল মার্শ। জসপ্রীত বুমরার বলে খোঁচা দিতে গিয়েছিলেন মার্শ। স্লিপে দুর্দান্ত ক্যাচ ধরেন বিরাট কোহলি। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে আসেন স্টিভ স্মিথ। ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইনিংস মেরামতের দায়িত্ব নেন স্মিথ। দ্বিতীয় উইকেট জুটিতে ৮৫ বলে ৬৯ রান যোগ করেছেন স্মিথ-ওয়ার্নার। ওয়ার্নারকে কট এন্ড বোল্ড করে জুটি ভেঙেছেন কুলদীপ। ৫২ বলে ৬ চারে করেন ৪১ রান। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম (১৯ ইনিংসে) হাজার রানের রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার।
ওয়ার্নারের বিদায়ের পর উইকেটে আসেন মারনাস লাবুশেন। তৃতীয় উইকেট জুটিতে ৬৪ বলে ৩৬ রান যোগ করেছেন স্মিথ-লাবুশেন। স্মিথকে বোল্ড করে জুটি ভাঙেন জাদেজা। ৭১ বলে ৫ চারে করেন ৪৬ রান। জাদেজার ঘূর্ণিতে সাময়িক ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে। ১১০ থেকে ১১৯-৯ রান যোগ করতে আরও ৩ উইকেট হারায় অজিরা। যেখানে ৩০ তম ওভার বোলিংয়ে এসে লাবুশেন, অ্যালেক্স ক্যারি এই দুই ব্যাটারকে ফিরিয়েছেন জাদেজা।
গ্লেন ম্যাক্সওয়েলও বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারেননি। ৩৬ তম ওভারের পঞ্চম বলে কুলদীপকে লেগ সাইডে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান ম্যাক্সওয়েল। ২৫ বলে ১৫ রান করেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। তিন বল পরে ক্যামেরন গ্রিনকে ফিরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৬.২ ওভারে ৭ উইকেটে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৪০ রান। ৭ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নেমে ৩৫ বলে ২৮ রান করেন মিচেল স্টার্ক। অষ্টম ও নবম উইকেটে প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পার সঙ্গে ২৫ ও ২৪ রানের জুটি গড়তে অবদান রেখেছেন স্টার্ক। তবু ২০০ রান করতে পারেনি অস্ট্রেলিয়া। ৫০ তম ওভারের তৃতীয় বলে শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন স্টার্ক। সর্বোচ্চ ৪৬ রান এসেছে লাবুশেনের ব্যাট থেকে। আর ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জাদেজা। ২টি করে উইকেট নিয়েছেন কুলদীপ ও বুমরা। মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, অশ্বিন নিয়েছেন ১টি করে উইকেট।
তাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
২৯ মিনিট আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
৩৮ মিনিট আগেদেশে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতির পর আগামী পরশু সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে স্বাগতিকদের সঙ্গে দুটি টি-টোয়েন্টি খেলবে তারা। তারপরই পাকিস্তান সফরের কথা। প্রথম অ্যাসাইনমেন্টের আগে নতুন অধিনায়ক লিটন জানিয়েছেন, কুড়ি ওভারের সংস্করণে ভালো করতে হলে ডট বলের সংখ্যা
২ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল রোমাঞ্চকর জয় পেয়েছিল বাংলাদেশ। বোলিং ভেলকিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলকে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছিল বাংলাদেশ। ২৪ ঘণ্টা ব্যবধানে বাংলাদেশের ছেলেদের ইমার্জিং ক্রিকেট দল আজ হারাল দক্ষিণ আফ্রিকাকে।
৩ ঘণ্টা আগে