Ajker Patrika

জয়-হাবিবুর বীরত্বে অবশেষে খুলনার জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ২৫
জয়-হাবিবুর বীরত্বে অবশেষে খুলনার জয়

ফরচুন বরিশালের শেষ চার নিশ্চিত হয়েছিল আগেই। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচটা তাই শুধুই আনুষ্ঠানিকতার। তবে রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমেনিটর ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ব্যাপার ছিল। উল্টো ৬ উইকেটের হারে সাকিব আল হাসানের দল হতাশই হওয়ার কথা। 

আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৬৯ রান করে বরিশাল। তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। শুরুতেই আউট হন সাব্বির রহমান। দলের হাল ধরতে পারেননি অধিনায়ক শেই হোপও। ব্যক্তিগত ১৫ রানে চতুরাঙ্গা ডি সিলভার হাতে ফিরতি ক্যাচ দেন হোপ। মাহমুদুল হাসান জয় প্রথম অ্যান্ড্রু বালবির্নির সঙ্গে ২৮ রানের জুটি গড়েন। বালবির্নি আউট হন ৩৩ বলে ৩৭ রান করে। 

এরপর জয় জুটি বাঁধেন ইয়াসির আলি রাব্বির সঙ্গে। চতুর্থ উইকেটে দুজন তোলেন ৫৫ রান। ভুল বোঝাবুঝিতে ১৩ রানে রাব্বি রানআউট হলে এই জুটি ভাঙে। তবে একপ্রান্তে খুলনার ভরসা হয়ে ছিলেন জয়। তাঁকে দুর্দান্ত সঙ্গ দেন হাবিবুর রহমান সোহান। হাবিবুরের ৯ বলে ৩০ রানের ঝোড়ো এক ইনিংস খুলনাকে দুর্দান্ত জয় এনে দিয়েছে। জয় অপরাজিত ছিলেন ৪৩ বলে ৬৪ রানে। 

বরিশাল ও খুলনার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিপিএলের লিগ পর্ব। এদিন সাকিব আল হাসানের বরিশালকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। বরিশাল ব্যাটিংয়ে নামার পর ঘটে আরেক বিস্ময়কর ঘটনা। ইনিংসের ১.২ ওভারের সময় বিদ্যুদ্বিভ্রাট ঘটে। মিনিট দশেক পর খেলা শুরু হয়। বিদ্যুতের বাতি জ্বলার পর জ্বলে ওঠে সাকিব-ডোয়াইন প্রিটোরিয়াস ও করিম জানাতদের ব্যাট। প্রিটোরিয়াস বিপিএল অভিষেক রাঙালেন ম্যাচ-সেরা হয়ে। 

ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গত মাসেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে বিদায় বলেছিলেন। গতকাল ২৯ বলে করেছেন ৪৮ রান। তাতে বরিশালের স্কোর হয় ৮ উইকেটে ১৬৯ রান। পুরো টুর্নামেন্টে দারুণ কিছু না করতে পারলেও শেষ ম্যাচে খুলনার সাইফউদ্দিন ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত