নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফরচুন বরিশালের শেষ চার নিশ্চিত হয়েছিল আগেই। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচটা তাই শুধুই আনুষ্ঠানিকতার। তবে রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমেনিটর ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ব্যাপার ছিল। উল্টো ৬ উইকেটের হারে সাকিব আল হাসানের দল হতাশই হওয়ার কথা।
আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৬৯ রান করে বরিশাল। তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। শুরুতেই আউট হন সাব্বির রহমান। দলের হাল ধরতে পারেননি অধিনায়ক শেই হোপও। ব্যক্তিগত ১৫ রানে চতুরাঙ্গা ডি সিলভার হাতে ফিরতি ক্যাচ দেন হোপ। মাহমুদুল হাসান জয় প্রথম অ্যান্ড্রু বালবির্নির সঙ্গে ২৮ রানের জুটি গড়েন। বালবির্নি আউট হন ৩৩ বলে ৩৭ রান করে।
এরপর জয় জুটি বাঁধেন ইয়াসির আলি রাব্বির সঙ্গে। চতুর্থ উইকেটে দুজন তোলেন ৫৫ রান। ভুল বোঝাবুঝিতে ১৩ রানে রাব্বি রানআউট হলে এই জুটি ভাঙে। তবে একপ্রান্তে খুলনার ভরসা হয়ে ছিলেন জয়। তাঁকে দুর্দান্ত সঙ্গ দেন হাবিবুর রহমান সোহান। হাবিবুরের ৯ বলে ৩০ রানের ঝোড়ো এক ইনিংস খুলনাকে দুর্দান্ত জয় এনে দিয়েছে। জয় অপরাজিত ছিলেন ৪৩ বলে ৬৪ রানে।
বরিশাল ও খুলনার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিপিএলের লিগ পর্ব। এদিন সাকিব আল হাসানের বরিশালকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। বরিশাল ব্যাটিংয়ে নামার পর ঘটে আরেক বিস্ময়কর ঘটনা। ইনিংসের ১.২ ওভারের সময় বিদ্যুদ্বিভ্রাট ঘটে। মিনিট দশেক পর খেলা শুরু হয়। বিদ্যুতের বাতি জ্বলার পর জ্বলে ওঠে সাকিব-ডোয়াইন প্রিটোরিয়াস ও করিম জানাতদের ব্যাট। প্রিটোরিয়াস বিপিএল অভিষেক রাঙালেন ম্যাচ-সেরা হয়ে।
ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গত মাসেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে বিদায় বলেছিলেন। গতকাল ২৯ বলে করেছেন ৪৮ রান। তাতে বরিশালের স্কোর হয় ৮ উইকেটে ১৬৯ রান। পুরো টুর্নামেন্টে দারুণ কিছু না করতে পারলেও শেষ ম্যাচে খুলনার সাইফউদ্দিন ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
ফরচুন বরিশালের শেষ চার নিশ্চিত হয়েছিল আগেই। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচটা তাই শুধুই আনুষ্ঠানিকতার। তবে রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমেনিটর ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ব্যাপার ছিল। উল্টো ৬ উইকেটের হারে সাকিব আল হাসানের দল হতাশই হওয়ার কথা।
আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৬৯ রান করে বরিশাল। তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। শুরুতেই আউট হন সাব্বির রহমান। দলের হাল ধরতে পারেননি অধিনায়ক শেই হোপও। ব্যক্তিগত ১৫ রানে চতুরাঙ্গা ডি সিলভার হাতে ফিরতি ক্যাচ দেন হোপ। মাহমুদুল হাসান জয় প্রথম অ্যান্ড্রু বালবির্নির সঙ্গে ২৮ রানের জুটি গড়েন। বালবির্নি আউট হন ৩৩ বলে ৩৭ রান করে।
এরপর জয় জুটি বাঁধেন ইয়াসির আলি রাব্বির সঙ্গে। চতুর্থ উইকেটে দুজন তোলেন ৫৫ রান। ভুল বোঝাবুঝিতে ১৩ রানে রাব্বি রানআউট হলে এই জুটি ভাঙে। তবে একপ্রান্তে খুলনার ভরসা হয়ে ছিলেন জয়। তাঁকে দুর্দান্ত সঙ্গ দেন হাবিবুর রহমান সোহান। হাবিবুরের ৯ বলে ৩০ রানের ঝোড়ো এক ইনিংস খুলনাকে দুর্দান্ত জয় এনে দিয়েছে। জয় অপরাজিত ছিলেন ৪৩ বলে ৬৪ রানে।
বরিশাল ও খুলনার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিপিএলের লিগ পর্ব। এদিন সাকিব আল হাসানের বরিশালকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। বরিশাল ব্যাটিংয়ে নামার পর ঘটে আরেক বিস্ময়কর ঘটনা। ইনিংসের ১.২ ওভারের সময় বিদ্যুদ্বিভ্রাট ঘটে। মিনিট দশেক পর খেলা শুরু হয়। বিদ্যুতের বাতি জ্বলার পর জ্বলে ওঠে সাকিব-ডোয়াইন প্রিটোরিয়াস ও করিম জানাতদের ব্যাট। প্রিটোরিয়াস বিপিএল অভিষেক রাঙালেন ম্যাচ-সেরা হয়ে।
ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গত মাসেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে বিদায় বলেছিলেন। গতকাল ২৯ বলে করেছেন ৪৮ রান। তাতে বরিশালের স্কোর হয় ৮ উইকেটে ১৬৯ রান। পুরো টুর্নামেন্টে দারুণ কিছু না করতে পারলেও শেষ ম্যাচে খুলনার সাইফউদ্দিন ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
১১ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
১১ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
১২ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
১৩ ঘণ্টা আগে