নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কয়েক মাস আগে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতের পর অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। হঠাৎই গতকাল আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তামিম। তামিমের সঙ্গে গতকাল সন্ধ্যায় গণভবনে একান্তে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে জানা গেছে, এটি জরুরি কোনো প্রয়োজনে সাক্ষাৎ নয়, সৌজন্য সাক্ষাৎ বলেই জানা গেছে।
তামিমের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আয়েশা ইকবালও। প্রধানমন্ত্রীর সঙ্গে আধা ঘণ্টার মতো কথা বলেন তাঁরা। পরে সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে তামিম লেখেন, ’প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা সব সময় আনন্দের।’
গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দেন তামিম। তখন প্রধানমন্ত্রী তাঁকে (তামিম) ডেকেছিলেন। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার উপস্থিতিতে তামিম সেখানে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর থেকে ফিরেছিলেন তামিম। পরে আরও নানা ঘটনাপ্রবাহে তিনি (তামিম) বিশ্বকাপ দলেই ছিলেন না। এশিয়া কাপ ও অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেন। সে সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছিল ফিটনেস, ক্যারিয়ার—এসব নিয়ে। সবকিছু মিলেই তিনি হয়তো আরেকবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না তামিম। এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনাও ক্ষীণ। ধারণা করা হচ্ছে, আগামী জানুয়ারিতে বিপিএল দিয়ে ক্রিকেট মাঠে ফিরবেন।
কয়েক মাস আগে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতের পর অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। হঠাৎই গতকাল আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তামিম। তামিমের সঙ্গে গতকাল সন্ধ্যায় গণভবনে একান্তে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে জানা গেছে, এটি জরুরি কোনো প্রয়োজনে সাক্ষাৎ নয়, সৌজন্য সাক্ষাৎ বলেই জানা গেছে।
তামিমের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আয়েশা ইকবালও। প্রধানমন্ত্রীর সঙ্গে আধা ঘণ্টার মতো কথা বলেন তাঁরা। পরে সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে তামিম লেখেন, ’প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা সব সময় আনন্দের।’
গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দেন তামিম। তখন প্রধানমন্ত্রী তাঁকে (তামিম) ডেকেছিলেন। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার উপস্থিতিতে তামিম সেখানে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর থেকে ফিরেছিলেন তামিম। পরে আরও নানা ঘটনাপ্রবাহে তিনি (তামিম) বিশ্বকাপ দলেই ছিলেন না। এশিয়া কাপ ও অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেন। সে সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছিল ফিটনেস, ক্যারিয়ার—এসব নিয়ে। সবকিছু মিলেই তিনি হয়তো আরেকবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না তামিম। এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনাও ক্ষীণ। ধারণা করা হচ্ছে, আগামী জানুয়ারিতে বিপিএল দিয়ে ক্রিকেট মাঠে ফিরবেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৪ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে