Ajker Patrika

বাংলাদেশ দলে পাওয়ার হিটিং কোচের কাজ করবেন সিডন্স 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৪: ৫২
বাংলাদেশ দলে পাওয়ার হিটিং কোচের কাজ করবেন সিডন্স 

জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে গেছেন রাসেল ডমিঙ্গো-অ্যালান ডোনাল্ডরা। তবে দলের সঙ্গে বাংলাদেশে এসেছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। দেশে ফেরার পর তাঁর সঙ্গে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিডন্সের সঙ্গে একজন পাওয়ার হিটিং কোচ নিয়ে কথা বলেন তিনি।

যদিও সিডন্স নিজেই পাওয়ার হিটিং কোচের কাজ করবেন বলে জানিয়েছেন পাপনকে। মিরপুরে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের নিয়ে পাওয়ার হিটিংয়ের কাজ করছেন তিনি। আজ সাকিবদের প্র্যাকটিস দেখতে মাঠে আসেন পাপন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা একটা পাওয়ার হিটিং কোচ নিয়ে আলোচনা করছিলাম। তো তখন জেমি বলল ওর নাকি এটাতে (পাওয়ার হিটিং) বিশেষত্ব আছে।’

মিরাজ ও বিজয়কে পাওয়ার হিটিংয়ের টোটকা দিচ্ছেন সিডন্সঅস্ট্রেলিয়া বিশ্বকাপ লক্ষ্য ধরে এগোচ্ছে বিসিবি। এ নিয়ে পাপন আরও বলেন, ‘এশিয়া কাপ নয়, আমাদের লক্ষ্য হচ্ছে পরবর্তী বিশ্বকাপ। ওটা আরও চ্যালেঞ্জিং। কারণ, ওটা অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো জায়গায় তো আমরা এমনিতে স্ট্রাগল করি। সেই কথা মাথায় রেখে আমরা কাজ করছি। এই এশিয়া কাপে আমরা কিছু জিনিস পরিবর্তন করে দেখতে চাইছি, সব ঠিক আছে কি না। ওটার জন্য তো আর বেশি সময় নেই। হঠাৎ করে যে একজন কোচ এনে সব উন্নতি করে ফেলব, এটা ভাবা ঠিক হবে না।’

সিডন্সের সঙ্গে আলোচনা নিয়ে পাপন আরও বলেন, ‘আমাদের টি-টোয়েন্টির মানসিকতা সম্পূর্ণ বদলাতে হবে। এখানে পাওয়ার হিটিংয়ের গুরুত্ব সবচেয়ে বেশি। এখানে ১৩০-১৪০ করে ম্যাচ জেতা কঠিন। ১৮০-২০০ করতে হবে। এটা সব সময় মাথায় রাখতে হবে। এখন যে অবস্থায় আছে, সেখানে এমন কোনো লক্ষণ দেখছি না। সে জন্য এটাকে পরিবর্তন করা দরকার। কী করা যায় তা নিয়ে আলোচনা করছিলাম। তখন জেমি এসে বলল, সে নাকি এটাতে (পাওয়ার হিটিংয়ে) খুবই আগ্রহী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত