নিজস্ব প্রতিবেদক, শারজা
বল আকাশে উঠলেই বোধ হয় সংশয় জাগে বাংলাদেশের দর্শক-সমর্থকদের, ক্যাচটা ধরতে পারবে তো? একই ভাবনা কি বাংলাদেশের ফিল্ডারদেরও কাজ করে? ফিল্ডারদের মনের খবর দূর থেকে পাওয়া কঠিন। তবে তাঁদের শরীরী ভাষা বলে, ‘হ্যাঁ-না’ করতে করতেই হয়তো হাত গলে মাটিতে পড়ে যায় বলটা!
ক্যাচ হাতছাড়া ম্যাচেরই অংশ—ক্রিকেটে বহুল চর্চিত কথাটা বাংলাদেশ দলের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশির ভাগ ক্যাচ হাতছাড়া হচ্ছে দলের সেরা ফিল্ডারদের হাত গলে! গতকাল শারজায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের তিনটা ক্যাচ হাতছাড়া হয়েছে। দুটি করেছেন মেহেদী হাসান আর বাকিটা আফিফ হোসেন! তরুণ এই দুই ক্রিকেটারই দলের সেরা ফিল্ডার হিসেবে বিবেচিত।
৬.৩ ওভারে রোস্টন চেজের ফিরতি ক্যাচ মুঠোবন্দী করতে পারেননি মেহেদী। ৯ রানে সুযোগ পাওয়া চেজ পরে থেমেছেন ৩৯ রান করে। মাঝে সাকিব আল হাসানের করা ১৩.২ ওভারে চেজ আরেকটা সুযোগ পেয়েছেন ২৭ রানে। সেটিও মেহেদীর পিচ্ছিল হাতের সৌজন্যে।
আরেকটা ক্যাচ পড়েছে ১৮.৫ ওভারে। শরীফুল ইসলামের বলে ডিপ কভারে তুলে দিয়েছিলেন জেসন হোল্ডার। সহজ ক্যাচ, ক্রিকেটে যাকে বলে ‘সিটার’ বা ‘ডলি’টাই তালুবন্দী করতে পারেননি আফিফ। ক্যাচগুলো ধরতে পারলে ওয়েস্ট ইন্ডিজ শেষ ২৪ বলের ৪৩ রান তোলা কঠিনই হতো। সেক্ষেত্রে লক্ষ্যটা আরও সহজ হতে পারত। সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহও সেটা বললেন।
এই ম্যাচের আগে টুর্নামেন্টে আলোচিত হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের দুটি ক্যাচ হাতছাড়ার ঘটনা। বয়স, ফিটনেস, ক্ষিপ্রতা, আত্মবিশ্বাস—সব মিলিয়েই লিটন, আফিফ, মেহেদীদের বিবেচনা করা হয় দলের সেরা ফিল্ডার হিসেবে। অথচ তাঁদের হাত গলেই কিনা ক্যাচ ফসকাচ্ছে! এতে মূল্য দিতে হচ্ছে দলকেও। দুর্দান্ত ফিল্ডিংয়ে ফিটনেস-স্কিলের সঙ্গে মনস্তাত্ত্বিক ব্যাপারটাও ভালোভাবে জড়িয়ে। সেকেন্ডের ভগ্নাংশে স্নায়ুচাপে মনোযোগ কিংবা আত্মবিশ্বাস টলে গেলেই হাতছাড়া হয়ে যায় ক্যাচ!
টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশ ক্যাচ হাতছাড়া করেছে ৯টি। ক্যাচ মিসের বিশ্লেষণ করতে গিয়ে মাশরাফি বিন মুর্তজা অবশ্য কদিন আগে কাঠগড়ায় তুলেছেন দলের প্রোটিয়া ফিল্ডিং কোচ রায়ান কুককেই। ফেসবুকে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘ফিল্ডিং কোচের (রায়ান কুক) কাছে কি এ বিষয়গুলো নিয়ে জানতে চাওয়া হয়? ২০১৯ বিশ্বকাপের পর ম্যানেজমেন্টের প্রায় সবাই চাকরি হারিয়েছে। শুধু বর্তমান ফিল্ডিং কোচ ছাড়া। তাহলে আমরা বিশ্বকাপে বা তারপর কি সেরা ফিল্ডিং দল হয়ে গিয়েছি?’
তবে সেরা ফিল্ডারদের ক্যাচ হাতছাড়া হওয়ায় চিন্তা বাড়াচ্ছে মাহমুদউল্লাহকে। গতকাল অধিনায়ক বলেছেন, ‘এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা ফিল্ডাররা যদি ক্যাচ মিস করে, কেউ অবশ্য ইচ্ছে করে হাতছাড়া করে না, তবে আমরা আশা করি তারা ধরবে। তবে যেহেতু ভুল নিয়মিত হচ্ছে, এটা চিন্তারই বিষয়।’
বল আকাশে উঠলেই বোধ হয় সংশয় জাগে বাংলাদেশের দর্শক-সমর্থকদের, ক্যাচটা ধরতে পারবে তো? একই ভাবনা কি বাংলাদেশের ফিল্ডারদেরও কাজ করে? ফিল্ডারদের মনের খবর দূর থেকে পাওয়া কঠিন। তবে তাঁদের শরীরী ভাষা বলে, ‘হ্যাঁ-না’ করতে করতেই হয়তো হাত গলে মাটিতে পড়ে যায় বলটা!
ক্যাচ হাতছাড়া ম্যাচেরই অংশ—ক্রিকেটে বহুল চর্চিত কথাটা বাংলাদেশ দলের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশির ভাগ ক্যাচ হাতছাড়া হচ্ছে দলের সেরা ফিল্ডারদের হাত গলে! গতকাল শারজায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের তিনটা ক্যাচ হাতছাড়া হয়েছে। দুটি করেছেন মেহেদী হাসান আর বাকিটা আফিফ হোসেন! তরুণ এই দুই ক্রিকেটারই দলের সেরা ফিল্ডার হিসেবে বিবেচিত।
৬.৩ ওভারে রোস্টন চেজের ফিরতি ক্যাচ মুঠোবন্দী করতে পারেননি মেহেদী। ৯ রানে সুযোগ পাওয়া চেজ পরে থেমেছেন ৩৯ রান করে। মাঝে সাকিব আল হাসানের করা ১৩.২ ওভারে চেজ আরেকটা সুযোগ পেয়েছেন ২৭ রানে। সেটিও মেহেদীর পিচ্ছিল হাতের সৌজন্যে।
আরেকটা ক্যাচ পড়েছে ১৮.৫ ওভারে। শরীফুল ইসলামের বলে ডিপ কভারে তুলে দিয়েছিলেন জেসন হোল্ডার। সহজ ক্যাচ, ক্রিকেটে যাকে বলে ‘সিটার’ বা ‘ডলি’টাই তালুবন্দী করতে পারেননি আফিফ। ক্যাচগুলো ধরতে পারলে ওয়েস্ট ইন্ডিজ শেষ ২৪ বলের ৪৩ রান তোলা কঠিনই হতো। সেক্ষেত্রে লক্ষ্যটা আরও সহজ হতে পারত। সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহও সেটা বললেন।
এই ম্যাচের আগে টুর্নামেন্টে আলোচিত হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের দুটি ক্যাচ হাতছাড়ার ঘটনা। বয়স, ফিটনেস, ক্ষিপ্রতা, আত্মবিশ্বাস—সব মিলিয়েই লিটন, আফিফ, মেহেদীদের বিবেচনা করা হয় দলের সেরা ফিল্ডার হিসেবে। অথচ তাঁদের হাত গলেই কিনা ক্যাচ ফসকাচ্ছে! এতে মূল্য দিতে হচ্ছে দলকেও। দুর্দান্ত ফিল্ডিংয়ে ফিটনেস-স্কিলের সঙ্গে মনস্তাত্ত্বিক ব্যাপারটাও ভালোভাবে জড়িয়ে। সেকেন্ডের ভগ্নাংশে স্নায়ুচাপে মনোযোগ কিংবা আত্মবিশ্বাস টলে গেলেই হাতছাড়া হয়ে যায় ক্যাচ!
টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশ ক্যাচ হাতছাড়া করেছে ৯টি। ক্যাচ মিসের বিশ্লেষণ করতে গিয়ে মাশরাফি বিন মুর্তজা অবশ্য কদিন আগে কাঠগড়ায় তুলেছেন দলের প্রোটিয়া ফিল্ডিং কোচ রায়ান কুককেই। ফেসবুকে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘ফিল্ডিং কোচের (রায়ান কুক) কাছে কি এ বিষয়গুলো নিয়ে জানতে চাওয়া হয়? ২০১৯ বিশ্বকাপের পর ম্যানেজমেন্টের প্রায় সবাই চাকরি হারিয়েছে। শুধু বর্তমান ফিল্ডিং কোচ ছাড়া। তাহলে আমরা বিশ্বকাপে বা তারপর কি সেরা ফিল্ডিং দল হয়ে গিয়েছি?’
তবে সেরা ফিল্ডারদের ক্যাচ হাতছাড়া হওয়ায় চিন্তা বাড়াচ্ছে মাহমুদউল্লাহকে। গতকাল অধিনায়ক বলেছেন, ‘এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা ফিল্ডাররা যদি ক্যাচ মিস করে, কেউ অবশ্য ইচ্ছে করে হাতছাড়া করে না, তবে আমরা আশা করি তারা ধরবে। তবে যেহেতু ভুল নিয়মিত হচ্ছে, এটা চিন্তারই বিষয়।’
অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
১০ ঘণ্টা আগে