নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাদা বলের পর লাল বলে দক্ষিণ আফ্রিকা জয়ের সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। ডারবান টেস্টে ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ২৭৪ রান। কিন্তু জয়ের স্বপ্নটা ধূসর হয়ে গেল বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুতেই। জয়ের কাজটা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব করে তুলেছেন টপ অর্ডার ব্যাটাররা। দিনের খেলা শেষে ১১ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
ইনিংসের শুরুতেই বিদায় নিয়েছেন দুই ওপেনার সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক মুমিনুল হক সৌরভ। দলীয় ৮ রানে ফেরেন তিনজনই। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ফর্মহীনতায় ধুঁকতে থাকা সাদমান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জয় আউট হন ব্যক্তিগত ৪ রানে। ২ রানে আউট হন মুমিনুল।
প্রথম টেস্টের দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস বাংলাদেশ থামায় ৩৬৭ রানে। দ্বিতীয় ইনিংসে অবশ্য প্রোটিয়াদের দ্রুতই গুঁড়িয়ে দিয়েছে মুমিনুল হকের দল। ২০৪ রানে স্বাগতিকদের অলআউট করে বাংলাদেশ। শেষ ৩৬ রানেই মুমিনুলরা নেন ৫ উইকেট। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ ও পেসার ইবাদত হোসেন। ২ উইকেট গেছে তাসকিন আহমেদের ঝুলিতে।
আজ সকালে বিনা উইকেটে ৬ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৪৮ রান যোগ করেন দুই ওপেনার সারিল আরভি ও অধিনায়ক ডিন এলগার। ৫১ বলে ৮ রানে আউট হন আরভি। ভাঙে শুরুর জুটি। এরপর কিগাস পিটারসেনকে নিয়ে দলীয় শতক পার করেন এলগার। দুজনই আউট হন অল্প সময়ের ব্যবধানে।
৬৪ রানে ফেরেন এলগার। পিটারসেনের ব্যাট থেকে এসেছে ৩৬ রান। টেম্বা বাভুমা এলেন আর গেলেন। এরপর ইনিংস মেরামতের কাজ করেন রায়ান রিকেল্টন। এক প্রান্ত আগলে রেখে ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্ত গুঁড়িয়ে দেন বাংলাদেশের বোলাররা। মিরাজ-ইবাদতদের তোপের মুখে ৩৬ রানের শেষ ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
কঠিন লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়াদের স্পিনবিষে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৯৮ রান করা মুমিনুলরা দ্বিতীয় ইনিংসে কত দূর যেতে পারে এ নিয়েই চলছে জল্পনা।
সাদা বলের পর লাল বলে দক্ষিণ আফ্রিকা জয়ের সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। ডারবান টেস্টে ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ২৭৪ রান। কিন্তু জয়ের স্বপ্নটা ধূসর হয়ে গেল বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুতেই। জয়ের কাজটা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব করে তুলেছেন টপ অর্ডার ব্যাটাররা। দিনের খেলা শেষে ১১ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
ইনিংসের শুরুতেই বিদায় নিয়েছেন দুই ওপেনার সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক মুমিনুল হক সৌরভ। দলীয় ৮ রানে ফেরেন তিনজনই। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ফর্মহীনতায় ধুঁকতে থাকা সাদমান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জয় আউট হন ব্যক্তিগত ৪ রানে। ২ রানে আউট হন মুমিনুল।
প্রথম টেস্টের দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস বাংলাদেশ থামায় ৩৬৭ রানে। দ্বিতীয় ইনিংসে অবশ্য প্রোটিয়াদের দ্রুতই গুঁড়িয়ে দিয়েছে মুমিনুল হকের দল। ২০৪ রানে স্বাগতিকদের অলআউট করে বাংলাদেশ। শেষ ৩৬ রানেই মুমিনুলরা নেন ৫ উইকেট। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ ও পেসার ইবাদত হোসেন। ২ উইকেট গেছে তাসকিন আহমেদের ঝুলিতে।
আজ সকালে বিনা উইকেটে ৬ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৪৮ রান যোগ করেন দুই ওপেনার সারিল আরভি ও অধিনায়ক ডিন এলগার। ৫১ বলে ৮ রানে আউট হন আরভি। ভাঙে শুরুর জুটি। এরপর কিগাস পিটারসেনকে নিয়ে দলীয় শতক পার করেন এলগার। দুজনই আউট হন অল্প সময়ের ব্যবধানে।
৬৪ রানে ফেরেন এলগার। পিটারসেনের ব্যাট থেকে এসেছে ৩৬ রান। টেম্বা বাভুমা এলেন আর গেলেন। এরপর ইনিংস মেরামতের কাজ করেন রায়ান রিকেল্টন। এক প্রান্ত আগলে রেখে ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্ত গুঁড়িয়ে দেন বাংলাদেশের বোলাররা। মিরাজ-ইবাদতদের তোপের মুখে ৩৬ রানের শেষ ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
কঠিন লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়াদের স্পিনবিষে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৯৮ রান করা মুমিনুলরা দ্বিতীয় ইনিংসে কত দূর যেতে পারে এ নিয়েই চলছে জল্পনা।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১০ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১১ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
১১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১১ ঘণ্টা আগে