নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
প্রথম ধাপে প্রায় ১ ঘণ্টা পর থামে বৃষ্টি। খেলার পরিধি কমানো হয়েছিল ১ ওভার। তখন খেলা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টা ১৫ মিনিটে। এ ঘোষণা আসার পর আবারও ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। যার ফলে উইকেট আবারও কাভারে ঢেকে দেওয়া হয়।
৩টা ১৫ মিনিটে খেলা শুরু না হলেও বৃষ্টি থেমে রোদ উঠলে কাভার সরিয়ে ফেলা হয়। তাই নতুন করে নির্ধারণ হলো সময় ও ওভার। এবার খেলা শুরু হবে ৩টা ৪০ মিনিটে। আর খেলা হবে ১৭ ওভারে। পাওয়ার প্লে থাকবে ৫ ওভার। দুজন বোলার সর্বোচ্চ ৪ ওভার বোলিং করতে পারবেন।
এর আগে বাংলাদেশ সফরে টানা পঞ্চম ম্যাচে টস জিতল আয়ারল্যান্ড। আগের চারবারের মতো চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে তারা। টসের পর তড়িঘড়ি করে ড্রেসিংরুমে ঢুকে যান পল স্টার্লিং ও সাকিব আল হাসান। কারণ আজকে আকাশের মন ভালো নেই।
সকাল থেকেই ঘন অন্ধকার হয়ে আকাশ ঘিরে ধরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে। টসের কয়েক মিনিট পরই নেমেছে ঝুম বৃষ্টি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে।
তিন ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের ২২ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকেরা। সাকিব আল হাসানদের সুযোগ ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করার। এ সফরে এখনও জয়ের দেখা পায়নি আয়ারল্যান্ড। সিরিজ বাঁচাতে আজ জয়ই তাদের একমাত্র উপায়।
তিন পেসার, এক স্পিনার ও দুই স্পিন অলরাউন্ডারে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে এই ম্যাচেও অধিনায়কত্ব করছেন পল স্টার্লিং।
বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
আয়ারল্যান্ড দল:
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।
প্রথম ধাপে প্রায় ১ ঘণ্টা পর থামে বৃষ্টি। খেলার পরিধি কমানো হয়েছিল ১ ওভার। তখন খেলা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টা ১৫ মিনিটে। এ ঘোষণা আসার পর আবারও ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। যার ফলে উইকেট আবারও কাভারে ঢেকে দেওয়া হয়।
৩টা ১৫ মিনিটে খেলা শুরু না হলেও বৃষ্টি থেমে রোদ উঠলে কাভার সরিয়ে ফেলা হয়। তাই নতুন করে নির্ধারণ হলো সময় ও ওভার। এবার খেলা শুরু হবে ৩টা ৪০ মিনিটে। আর খেলা হবে ১৭ ওভারে। পাওয়ার প্লে থাকবে ৫ ওভার। দুজন বোলার সর্বোচ্চ ৪ ওভার বোলিং করতে পারবেন।
এর আগে বাংলাদেশ সফরে টানা পঞ্চম ম্যাচে টস জিতল আয়ারল্যান্ড। আগের চারবারের মতো চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে তারা। টসের পর তড়িঘড়ি করে ড্রেসিংরুমে ঢুকে যান পল স্টার্লিং ও সাকিব আল হাসান। কারণ আজকে আকাশের মন ভালো নেই।
সকাল থেকেই ঘন অন্ধকার হয়ে আকাশ ঘিরে ধরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে। টসের কয়েক মিনিট পরই নেমেছে ঝুম বৃষ্টি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে।
তিন ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের ২২ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকেরা। সাকিব আল হাসানদের সুযোগ ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করার। এ সফরে এখনও জয়ের দেখা পায়নি আয়ারল্যান্ড। সিরিজ বাঁচাতে আজ জয়ই তাদের একমাত্র উপায়।
তিন পেসার, এক স্পিনার ও দুই স্পিন অলরাউন্ডারে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে এই ম্যাচেও অধিনায়কত্ব করছেন পল স্টার্লিং।
বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
আয়ারল্যান্ড দল:
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে