Ajker Patrika

কুমিল্লাকে উড়িয়ে মাশরাফিদের ‘হ্যাটট্রিক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৭: ৫৮
কুমিল্লাকে উড়িয়ে মাশরাফিদের ‘হ্যাটট্রিক’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ তৃতীয় দিনের খেলা মাঠে গড়াচ্ছে। এর মধ্যে প্রতিদিনই খেলেছে সিলেট স্ট্রাইকার্স। আগামীকালও ঢাকা ডমিনেটরসের বিপক্ষে খেলবে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দলটি। টানা খেলায় খেলোয়াড়দের শরীর ওপর দিয়েও ধকল যায়। 

তবে সিলেট যেন এটিকে ভিন্নভাবে কাজে লাগিয়ে চলছে। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে এই বিপিএলে জয়ের হ্যাটট্রিক করেছে তারা। টানা খেলায় জয়ের মোমেন্টাম ধরে রেখেছে সিলেট। অন্যদিকে কুমিল্লা নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারল। 

প্রথম দুই দিন মিরপুর স্টেডিয়ামের মাঠ সূর্যের আলো দেখেনি। আজ সকাল থেকেই ছিল রোদের ঝলকানি। উইকেটও ছিল শুষ্ক। আগে ব্যাটিং করে জাকের আলীর ফিফটিতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে কুমিল্লা। তৌহিদ হৃদয়ের ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ১৭.৪ ওভারে জিতে যায় সিলেট। 

১৫০ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি সিলেটের। দলের ১২ রানে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৬ রানে ড্রেসিংরুমে ফেরেন ওপেনার মোহাম্মদ হারিস। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়ের ৪৩ রানের জুটিতে সে চাপ সামলিয়ে ওঠে সিলেট। 

৫৫ রানের মাথায় শান্তকে আউট করে কুমিল্লাকে ব্রেকথ্রু এনে দেন খুশদিল শাহ। পাকিস্তানি স্পিনারকে হিট করতে গিয়ে এক্সট্রা কাভারে ইমরুল কায়েসকে ক্যাচ দেন শান্ত। ২১ বলে ১৯ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে। 

মাঠে নেমেই ঝড় তোলার চেষ্টা করে জাকির হাসেন। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী এই ঝড় থামিয়ে দেন আরও তীব্র হওয়ার আগে। ২ ছক্কা ও ১ চারে ২০ রান করে আউট হন জাকির। দেখেশুনে খেলে ৩৫ বলে ফিফটি তুলে নেন হৃদয়। ৩৭ বলে ৫৬ রানের ইনিংস খেলে খুশদিলের শিকার হন এই মিডল অর্ডার ব্যাটার। ৪টি ছক্কা ও ৩টি চারে নান্দনিক ইনিংসটি সাজিয়েছেন হৃদয়। 

আকবর আলীদের নিয়ে বাকি কাজ শেষ করেন মুশফিকুর রহিম। ২৫ বলে ২৮ রানে অপরাজি থাকেন মুশফিক। কুমিল্লার হয়ে খুশদিল ও নবী ২টি করে উইকেট নিয়েছেন। 

এর আগে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে নেমে কুমিল্লার শুরুটা ছিল—না ভালো, না খারাপ। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ৪৭ রান। প্রথম ওভারে থিসারা পেরেরাকে ২টি চার মেরে চতুর্থ বলে মোহাম্মদ হারিসকে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন লিটন। দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাসল না কুমিল্লার এই ওপেনারের। লিটন আজ ফিরলেন ৮ রান করে। 

৪টি চার মেরে ওয়ানডাউনে নেমে সৈকত আলী ভালো শুরু ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারেননি। ইনিংসের পঞ্চম ওভারে সরাসরি ইমাদ ওয়াসিম বোল্ড করে ফেরান তাঁকে। সৈকতের ব্যাট থেকে আসে ১২ বলে ২০ রান। পরের ওভারেই মোহাম্মদ আমিরের বলে পয়েন্টে আকবর আলিকে ক্যাচ দিয়ে ফেরেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। ২ রান আসে তাঁর ব্যাট থেকে। 

ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে দায়িত্বশীল ব্যাটিংয়ে কুমিল্লার স্কোর বাড়ান ডেভিড মালান। চতুর্থ উইকেটে জাকের আলিকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েছেন। ১৪তম ওভারে পেরেরাকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে আকবরের তালুবন্দী হন মালান। ইংলিশ ৩৯ বলে মোকাবিলায় করেছেন ৩৭ রান। তবে ঝোড়ো ব্যাটিংয়ে ৩৫ বলে জাকের তুলে নেন এই বিপিএলে নিজের প্রথম ফিফটি। শেষ পর্যন্ত ৪৩ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন জাকের। ৬ উইকেটে ১৪৯ রান সংগ্রহ কুমিল্লার। 

সিলেটের হয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে আমির নিয়েছেন ২ উইকেট। ৪ ওভারে ২৬ রান খরচ করে পেরেরাও নেন ২ উইকেট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত