Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে ভালো করেও বাদ জিম্বাবুয়ের এই ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৪ মে ২০২৫, ১১: ৪৯
বাংলাদেশ সিরিজের দল থেকে একাধিক পরিবর্তন এনে ইংল্যান্ড টেস্টের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ছবি: ক্রিকইনফো
বাংলাদেশ সিরিজের দল থেকে একাধিক পরিবর্তন এনে ইংল্যান্ড টেস্টের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ছবি: ক্রিকইনফো

টেস্ট অভিষেকের প্রথম ইনিংসেই ৫ উইকেট পেয়েছেন ভিনসেন্ট মাসেকেসা। কীর্তিটা কদিন আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে করেছেন তিনি। তবে অভিষেকে আলো ছড়ানো এই লেগস্পিনার ঠিক তার পরের সিরিজেই বাদ পড়েছেন।

ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য গতকাল দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। সবশেষ বাংলাদেশ সফরের দল থেকে জিম্বাবুয়ে এনেছে তিন পরিবর্তন। মাসেকেসার পাশাপাশি নিয়াশা মায়োভো, জনাথন ক্যাম্পবেল নেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে। ইংল্যান্ডের কন্ডিশনের কথা ভেবে মাসেকেসার জায়গায় এসেছেন পেসার নিউম্যান নিয়ামহুরি। মায়োভো ও ক্যাম্পবেলের পরিবর্তে এসেছেন ক্লাইভ মাদান্দে ও সিকান্দার রাজা। মাদান্দে চোট কাটিয়ে দলে এসেছেন।

ক্যাম্পবেল বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে একটাতেও খেলতে পারেননি। ক্যারিয়ারের একমাত্র টেস্ট তিনি খেলেছেন এ বছরের ফেব্রুয়ারিতে বুলাওয়েতে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর রাজা ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবশেষ খেলেছেন এ বছরের জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে। এখন পর্যন্ত ১৮ টেস্টের ক্যারিয়ারে ৩৬.৭৪ গড়ে করেছেন ১২৮৬ রান। ১ সেঞ্চুরির পাশাপাশি ৯ ফিফটি করেছেন। বোলিংয়ে পেয়েছেন ৩৮ উইকেট।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন ক্রেগ আরভিন। ব্যাটিং লাইনআপে অধিনায়ক আরভিনের সঙ্গে দুই অভিজ্ঞ রাজা ও শন উইলিয়ামস থাকছেন। আছেন বেন কারেন, ব্রায়ান বেনেটের মতো তরুণেরাও। সবশেষ বাংলাদেশ সিরিজে সর্বোচ্চ ১৪২ রান করেন উইলিয়ামস। দুই ম্যাচের টেস্ট সিরিজে বেনেট ও কারেনের ব্যাট থেকে আসে ১৩৮ ও ১২৯ রান।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে দুই উইকেটরক্ষক নিয়েছে জিম্বাবুয়ে। মাদান্দের সঙ্গে থাকছেন তাফাদজোয়া সিগা। পেস বোলিং লাইনআপে আছেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, ভিক্টর নিয়াউচি, ট্রেভর গোয়ান্দুরা। রাজা, উইলিয়ামস, ওয়েসলি মাধেভেরের মতো স্পিন বোলিং অলরাউন্ডারদের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। আর কদিন আগে মুজারাবানি বাংলাদেশের বিপক্ষে টেস্টে ইনিংসে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন।

২২ মে শুরু হবে ইংল্যান্ড-জিম্বাবুয়ের একমাত্র টেস্ট ম্যাচটি। ট্রেন্ট ব্রিজের নটিংহামে ক্রিকেটের রাজকীয় সংস্করণের এই ম্যাচটি হবে চার দিনের। নটিংহাম টেস্ট দিয়ে ২২ বছর পর ইংল্যান্ডের মাঠে টেস্ট খেলবে জিম্বাবুয়ে। ২০০৩ সালে সবশেষ ইংল্যান্ড সফর করেছিল জিম্বাবুয়ে।

ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্টের দল

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারেন, শন উইলিয়ামস, ট্রেভর গোয়ান্দু, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, তাফাদজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত