Ajker Patrika

সেঞ্চুরির রেকর্ডে রোহিত-ম্যাক্সওয়েলের পাশে সূর্য 

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০১: ৪৩
সেঞ্চুরির রেকর্ডে রোহিত-ম্যাক্সওয়েলের পাশে সূর্য 

টি-টোয়েন্টি সংস্করণকে যেন সূর্যকুমার যাদব বেশ আপন করে নিয়েছেন। উদ্ভাবনী শটের পসরা সাজিয়ে বইয়ে দেন রানের বন্যা। সীমিত ওভারের ক্রিকেটের এই সংস্করণে তিনি গড়েন একের পর এক রেকর্ড। সেঞ্চুরির রেকর্ডে এবার রোহিত শর্মা, গ্লেন ম্যাক্সওয়েলের পাশে বসলেন সূর্য। 

দক্ষিণ আফ্রিকা-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এরপর পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। সিরিজে সমতায় ফিরতে জোহানেসবার্গে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই ভারতের। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারতের স্কোর হয়ে যায় ২.৩ ওভারে ২ উইকেটে ২৯ রান। ২ উইকেট পড়ার পরই চার নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন সূর্য। নিজের প্রথম ২৯ বলে তিনি করেন ৩৫ রান। 

ধীরেসুস্থে শুরু করা সূর্যর ভয়ংকর রূপ দেখা যায় ১৩ তম ওভারে। ওভারের দ্বিতীয় বলে আদিলে ফেহলুকায়োকে ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে ছক্কা মেরে শুরু সূর্যর শুরু। ঠিক তার পরের বলে শর্ট থার্ড ম্যান দিয়ে চার মারেন সূর্য। এরপর চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই ছক্কা মারেন ভারতীয় অধিনায়ক। নিজের ফিফটি ও যশস্বী জয়সওয়ালের সঙ্গে তৃতীয় উইকেটে শতরানের জুটি-দুটিই সূর্যকুমার করেছেন একই ওভারে। ১৬ তম ওভারে আবারও বিধ্বংসী রূপে দেখা যায় সূর্যকে। নান্দ্রে বার্গারের করা ওভারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বলে চার, ছয় ও চার মারেন ভারতীয় অধিনায়ক। ১৭ তম ওভারে লিজাড উইলিয়ামসকে দুই চার মেরে সূর্য পৌঁছে যান নব্বইয়ের ঘরে। ২০ তম ওভারের প্রথম বলে উলিয়ামসকেই ডিপ মিড উইকেটে ঠেলে ২ রান নিয়ে সূর্য পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর (সূর্য) চতুর্থ সেঞ্চুরি। ৫৬ বলে ৭ চার ও ৮ ছক্কায় ১০০ রানের ইনিংস খেলেছেন তিনি। চার সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরিতে ম্যাক্সওয়েল ও রোহিতের পাশে বসলেন সূর্য। 

ম্যাক্সওয়েল তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টির চতুর্থ সেঞ্চুরি করেন গত মাসেই। গুয়াহাটিতে ২৮ নভেম্বর ভারতের বিপক্ষে ৪৮ বলে ৮ চার ও ৮ ছক্কায় ১০৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। সবার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার সেঞ্চুরি করেন রোহিত ৫ বছর আগে। ২০১৮ এর নভেম্বরে লক্ষ্ণৌতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি করেন ৬১ বলে ১১১ রান। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটার: 
৪-গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) 
৪-রোহিত শর্মা (ভারত) 
৪–সূর্যকুমার যাদব (ভারত) 
৩-বাবর আজম (পাকিস্তান) 
৩-সাবাউন দাভিজি (চেক প্রজাতন্ত্র)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত