টি-টোয়েন্টি সংস্করণকে যেন সূর্যকুমার যাদব বেশ আপন করে নিয়েছেন। উদ্ভাবনী শটের পসরা সাজিয়ে বইয়ে দেন রানের বন্যা। সীমিত ওভারের ক্রিকেটের এই সংস্করণে তিনি গড়েন একের পর এক রেকর্ড। সেঞ্চুরির রেকর্ডে এবার রোহিত শর্মা, গ্লেন ম্যাক্সওয়েলের পাশে বসলেন সূর্য।
দক্ষিণ আফ্রিকা-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এরপর পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। সিরিজে সমতায় ফিরতে জোহানেসবার্গে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই ভারতের। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারতের স্কোর হয়ে যায় ২.৩ ওভারে ২ উইকেটে ২৯ রান। ২ উইকেট পড়ার পরই চার নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন সূর্য। নিজের প্রথম ২৯ বলে তিনি করেন ৩৫ রান।
ধীরেসুস্থে শুরু করা সূর্যর ভয়ংকর রূপ দেখা যায় ১৩ তম ওভারে। ওভারের দ্বিতীয় বলে আদিলে ফেহলুকায়োকে ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে ছক্কা মেরে শুরু সূর্যর শুরু। ঠিক তার পরের বলে শর্ট থার্ড ম্যান দিয়ে চার মারেন সূর্য। এরপর চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই ছক্কা মারেন ভারতীয় অধিনায়ক। নিজের ফিফটি ও যশস্বী জয়সওয়ালের সঙ্গে তৃতীয় উইকেটে শতরানের জুটি-দুটিই সূর্যকুমার করেছেন একই ওভারে। ১৬ তম ওভারে আবারও বিধ্বংসী রূপে দেখা যায় সূর্যকে। নান্দ্রে বার্গারের করা ওভারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বলে চার, ছয় ও চার মারেন ভারতীয় অধিনায়ক। ১৭ তম ওভারে লিজাড উইলিয়ামসকে দুই চার মেরে সূর্য পৌঁছে যান নব্বইয়ের ঘরে। ২০ তম ওভারের প্রথম বলে উলিয়ামসকেই ডিপ মিড উইকেটে ঠেলে ২ রান নিয়ে সূর্য পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর (সূর্য) চতুর্থ সেঞ্চুরি। ৫৬ বলে ৭ চার ও ৮ ছক্কায় ১০০ রানের ইনিংস খেলেছেন তিনি। চার সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরিতে ম্যাক্সওয়েল ও রোহিতের পাশে বসলেন সূর্য।
ম্যাক্সওয়েল তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টির চতুর্থ সেঞ্চুরি করেন গত মাসেই। গুয়াহাটিতে ২৮ নভেম্বর ভারতের বিপক্ষে ৪৮ বলে ৮ চার ও ৮ ছক্কায় ১০৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। সবার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার সেঞ্চুরি করেন রোহিত ৫ বছর আগে। ২০১৮ এর নভেম্বরে লক্ষ্ণৌতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি করেন ৬১ বলে ১১১ রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটার:
৪-গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
৪-রোহিত শর্মা (ভারত)
৪–সূর্যকুমার যাদব (ভারত)
৩-বাবর আজম (পাকিস্তান)
৩-সাবাউন দাভিজি (চেক প্রজাতন্ত্র)
টি-টোয়েন্টি সংস্করণকে যেন সূর্যকুমার যাদব বেশ আপন করে নিয়েছেন। উদ্ভাবনী শটের পসরা সাজিয়ে বইয়ে দেন রানের বন্যা। সীমিত ওভারের ক্রিকেটের এই সংস্করণে তিনি গড়েন একের পর এক রেকর্ড। সেঞ্চুরির রেকর্ডে এবার রোহিত শর্মা, গ্লেন ম্যাক্সওয়েলের পাশে বসলেন সূর্য।
দক্ষিণ আফ্রিকা-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এরপর পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। সিরিজে সমতায় ফিরতে জোহানেসবার্গে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই ভারতের। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারতের স্কোর হয়ে যায় ২.৩ ওভারে ২ উইকেটে ২৯ রান। ২ উইকেট পড়ার পরই চার নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন সূর্য। নিজের প্রথম ২৯ বলে তিনি করেন ৩৫ রান।
ধীরেসুস্থে শুরু করা সূর্যর ভয়ংকর রূপ দেখা যায় ১৩ তম ওভারে। ওভারের দ্বিতীয় বলে আদিলে ফেহলুকায়োকে ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে ছক্কা মেরে শুরু সূর্যর শুরু। ঠিক তার পরের বলে শর্ট থার্ড ম্যান দিয়ে চার মারেন সূর্য। এরপর চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই ছক্কা মারেন ভারতীয় অধিনায়ক। নিজের ফিফটি ও যশস্বী জয়সওয়ালের সঙ্গে তৃতীয় উইকেটে শতরানের জুটি-দুটিই সূর্যকুমার করেছেন একই ওভারে। ১৬ তম ওভারে আবারও বিধ্বংসী রূপে দেখা যায় সূর্যকে। নান্দ্রে বার্গারের করা ওভারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বলে চার, ছয় ও চার মারেন ভারতীয় অধিনায়ক। ১৭ তম ওভারে লিজাড উইলিয়ামসকে দুই চার মেরে সূর্য পৌঁছে যান নব্বইয়ের ঘরে। ২০ তম ওভারের প্রথম বলে উলিয়ামসকেই ডিপ মিড উইকেটে ঠেলে ২ রান নিয়ে সূর্য পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর (সূর্য) চতুর্থ সেঞ্চুরি। ৫৬ বলে ৭ চার ও ৮ ছক্কায় ১০০ রানের ইনিংস খেলেছেন তিনি। চার সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরিতে ম্যাক্সওয়েল ও রোহিতের পাশে বসলেন সূর্য।
ম্যাক্সওয়েল তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টির চতুর্থ সেঞ্চুরি করেন গত মাসেই। গুয়াহাটিতে ২৮ নভেম্বর ভারতের বিপক্ষে ৪৮ বলে ৮ চার ও ৮ ছক্কায় ১০৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। সবার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার সেঞ্চুরি করেন রোহিত ৫ বছর আগে। ২০১৮ এর নভেম্বরে লক্ষ্ণৌতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি করেন ৬১ বলে ১১১ রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটার:
৪-গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
৪-রোহিত শর্মা (ভারত)
৪–সূর্যকুমার যাদব (ভারত)
৩-বাবর আজম (পাকিস্তান)
৩-সাবাউন দাভিজি (চেক প্রজাতন্ত্র)
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩১ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগে