Ajker Patrika

৮ রানে অলআউট হয়ে নেপালি মেয়েদের বিব্রতকর রেকর্ড

৮ রানে অলআউট হয়ে নেপালি মেয়েদের বিব্রতকর রেকর্ড

১১ জন মিলে করলেন মাত্র ৮ রান! দলটি নিজেদের খেলোয়াড় সংখ্যাকেও রানের দিক থেকে ছাড়িয়ে যেতে পারল না। এমনই এক বিস্ময়কর টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপের বাছাই পর্বে। 

আজ সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে ৮ রানে ইনিংস গুটিয়ে যায় নেপালের। টস জিতে ব্যাটিং ধসে পড়ে নেপাল। ৬ ব্যাটারই ফেরেন শূন্য রানে। সর্বোচ্চ ৩ রান আসে স্নেহা মাহারারের ব্যাটে। মাত্র ৮.১ ওভার স্থায়ী হয় নেপালের ইংনিসটি। 

স্পিন ঘূর্ণিতে নেপালের নারীদের ধসিয়ে দিয়েছেন আরব আমিরাতের মাহিকা গৌড়। ৪ ওভারে ২ রান খরচায় নেন ৫ উইকেট। ইন্দুজা নন্দকুমার নেন ৩ উইকেট। 

৯ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭ বলেই জয়ের দেখা পায় সংযুক্ত আরব আমিরাত। ৪০ ওভারের ম্যাচটি দশ ওভারও স্থায়ী হতে দেয়নি আরব আমিরাতের মেয়েরা। 
 
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন ইনিংস ছিল তুরস্কের। ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২১ রানে গুটিয়ে যায় তুর্কি নারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত