Ajker Patrika

মধ্য রাতে পাপনের বাসায় সাকিব-হাথুরুর সভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মধ্য রাতে পাপনের বাসায় সাকিব-হাথুরুর সভা

বিশ্বকাপের দল ঘোষণার সময় ঘনিয়ে আসছে। ভারতে রওনা দেওয়ার দিনক্ষণও কাছে চলে আসছে। অথচ এখনো বাংলাদেশ দলের কোন ১৫ জন যাচ্ছে, সেটি নিয়ে যত সংশয়, অনিশ্চয়তা। অনিশ্চয়তা কমেনি উল্টো বেড়েছে চলতি নিউজিল্যান্ড সিরিজে। সবচেয়ে বেশি চিন্তা এখন তামিম ইকবালকে নিয়ে। 

দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে ফিরলেও তামিম ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন দুদিন আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। তবে পিঠের চোটের অস্বস্তি এখনো পুরোপুরি কাটেনি তাঁর। তিনি নিজেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘ফিল্ডিংয়ের ৫০ ওভার আর ব্যাট হাতে ২০ ওভার, ভালোই লাগছিল। তবে এখনো অস্বস্তি রয়েছে।’ 

তামিমের এই বাস্তবতা মেনেই দল চূড়ান্ত করতে হয়েছে নির্বাচকদের। পুরোপুরি ফিট না হলেও তাঁকে ধরেই তাই বিশ্বকাপের দল চূড়ান্ত করছে বিসিবির নির্বাচক প্যানেল। গতকাল নাম প্রকাশ না করার শর্তে এক নির্বাচক রাতে তেমনটাই জানালেন। তবে তামিমের ব্যাপারে অধিনায়ক সাকিব আল হাসানের অবস্থান নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে চারদিকে, সে ব্যাপারে বিসিবির কেউ মন্তব্য করতে রাজি হননি। দুই সিনিয়র ক্রিকেটারের দূরত্ব বাংলাদেশ ক্রিকেটে নতুন নয়। নতুন করে বিষয়টি আবার সামনে আসায় সেটি অবশ্য চিন্তা বাড়াচ্ছে সবাইকে। 

উদ্ভূত পরিস্থিতিতে আজ রাতে অস্ট্রেলিয়া থেকে ফিরেই মধ্যরাতে গুলশানে বিসিবি সভাপতি পাপনের বাসায় সাকিবকে নিয়ে বসেছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে ৷ 

প্রতি বিশ্বকাপের আগে যেখানে বিসিবি আগেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় কবে দল ঘোষণা হবে। এবার দল ঘোষণার ১২ ঘণ্টা আগেও বিসিবি কেন যেন লুকোছাপার আশ্রয় নিয়েছে। এতেই পরিষ্কার, বিশ্বকাপের দল নিয়ে এখনো সংশয়হীন হতে পারেনি টিম ম্যানেজমেন্ট। বরং নাটকের পর নাটক মঞ্চস্থ হচ্ছে বিশ্বকাপের আগে ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত