Ajker Patrika

হইচইয়ের মধ্যেই নাসুম তাঁর কাজটা করে যাচ্ছেন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ২২: ০০
হইচইয়ের মধ্যেই নাসুম তাঁর কাজটা করে যাচ্ছেন

ঠাৎ করে বেশ আলোচনায় নাসুম আহমেদ। দুদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মূল্যায়ন কমিটির মুখোমুখি হতে হয়েছিল। তাঁকে ঘিরে এই যে আলোচনা, হইচই, তাতে খেলায় মনোযোগ কমেনি নাসুমের। মাঠে তাঁর সেরাটা দিয়ে যাচ্ছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) নাসুম খেলছেন পূর্বাঞ্চলের হয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত পরশু শুরু হয়েছে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ম্যাচ। প্রথমে ব্যাটিং করা পূর্বাঞ্চল অলআউট হয়েছে ৪০২ রানে। রান তাড়া করতে নেমে দক্ষিণাঞ্চলের এক সময় স্কোর ছিল ২ উইকেটে ১৫২ রান। তৃতীয় উইকেটে দক্ষিণাঞ্চল অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও ফজলে মাহমুদ করেন ৯০ রানের জুটি। ৪৯ রান করা মিঠুনকে বোল্ড করে জুটি ভাঙেন নাসুম। বাংলাদেশের বাঁহাতি স্পিনার এরপর নিয়েছেন মঈন খান ও মাহমুদ এই দুই ব্যাটারের গুরুত্বপূর্ণ উইকেট। মঈন করেন ৪৭ রান ও মাহমুদ করেন দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ৮১ রান। এরপর শেষের দিকে তানভীর ইসলাম ও আল আমিন হোসেন-এই দুইজনকে ফিরিয়ে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংসের সমাপ্তি টেনেছেন নাসুম।  বাঁহাতি স্পিনার নিয়েছেন ৫ উইকেট। বিশ্বকাপ থেকে ফিরেই জাতীয় লিগের এক ম্যাচ খেলে নাসুম নিয়েছিলেন ৬ উইকেট। টানা দুটি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ৫ উইকেট পাওয়া হলো। নিজের কাজটা ঠিকঠাক করে গেলেও নাসুমকে নিয়ে নানা আলোচনা যেন কমছেই না।  

১২০ রানে এগিয়ে থাকা পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংসের শুরুটা আশানুরূপ হয়নি। দ্বিতীয় ইনিংসে ১ রানে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পূর্বাঞ্চল। চার নম্বরে ব্যাটিংয়ে নামা নাসুম আউট হয়েছেন শূন্য রানে। দুই ওপেনার সৈকত আলি, পারভেজ হোসেন ইমনদের কেউই খুলতে পারেননি রানের খাতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত