জুলাই মাসে যখন অবসরের ঘোষণা দিয়েছিলেন তখন অঝোর ধারায় কেঁদে ছিলেন তামিম ইকবাল। আজও চোখ অশ্রুতে ঝাপসা হলো, তবে কাঁদলেন না। পাথর মন নিয়ে ভিডিও বার্তায় বলে গেলেন কঠিন সব কথা।
গত পরশু রাত থেকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসা হয়ে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ঘন হয়েছিল বিতর্কের মেঘ। নাটক হয়েছে তামিম ইকবালের বিশ্বকাপ দলে থাকা, না থাকাকে নিয়ে। শেষ পর্যন্ত বিশ্বকাপের বিমানে চড়া হয়নি দেশসেরা ওপেনারের। খেলা হচ্ছে না বিশ্বকাপে। বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর আজ কিছু কথা বলতে চান, তামিমের এমন স্ট্যাটাসে বাড়ছিল কৌতূহল!
বিস্ফোরক কিছু যে বলতে চলেছেন তামিম, ইঙ্গিত পাওয়া যাচ্ছিল তেমনটাই। এবার চূড়ান্ত অবসরের ঘোষণাও দিতে পারেন, ছিল এমন গুঞ্জনও। ১২ মিনিটের ভিডিও বার্তায় অনেক কিছুই বলেছেন তামিম। নিজে খেলতে না পারলেও দলকে বিশ্বকাপে শুভেচ্ছা জানিয়েছেন। আবার একই সঙ্গে সেটাও বলেছেন তাঁকে ঘিরে যা হয়েছে সবই ঘটানো হয়েছে ইচ্ছাকৃতভাবে, ‘অনেক কিছুই ঘটেছে এটা আপনারা দেখেছেন, আমি নিশ্চিত। একটা কাহিনি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, দুটো কাহিনি ভুল-বোঝাবুঝি হতে পারে। কিন্তু একজনের সঙ্গে তিন-চার মাসে যদি সাত-আটটা কাহিনি হয় তাহলে সেটা ইচ্ছাকৃতভাবে হয়।’
সরাসরি অবসরের ঘোষণা না থাকলেও ইঙ্গিতপূর্ণ কথাও অবশ্য বলেছেন তামিম, ‘একটা কথা, আমাকে সবাই মনে রাখবেন। ভুলে যাবেন না।’
জুলাই মাসে যখন অবসরের ঘোষণা দিয়েছিলেন তখন অঝোর ধারায় কেঁদে ছিলেন তামিম ইকবাল। আজও চোখ অশ্রুতে ঝাপসা হলো, তবে কাঁদলেন না। পাথর মন নিয়ে ভিডিও বার্তায় বলে গেলেন কঠিন সব কথা।
গত পরশু রাত থেকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসা হয়ে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ঘন হয়েছিল বিতর্কের মেঘ। নাটক হয়েছে তামিম ইকবালের বিশ্বকাপ দলে থাকা, না থাকাকে নিয়ে। শেষ পর্যন্ত বিশ্বকাপের বিমানে চড়া হয়নি দেশসেরা ওপেনারের। খেলা হচ্ছে না বিশ্বকাপে। বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর আজ কিছু কথা বলতে চান, তামিমের এমন স্ট্যাটাসে বাড়ছিল কৌতূহল!
বিস্ফোরক কিছু যে বলতে চলেছেন তামিম, ইঙ্গিত পাওয়া যাচ্ছিল তেমনটাই। এবার চূড়ান্ত অবসরের ঘোষণাও দিতে পারেন, ছিল এমন গুঞ্জনও। ১২ মিনিটের ভিডিও বার্তায় অনেক কিছুই বলেছেন তামিম। নিজে খেলতে না পারলেও দলকে বিশ্বকাপে শুভেচ্ছা জানিয়েছেন। আবার একই সঙ্গে সেটাও বলেছেন তাঁকে ঘিরে যা হয়েছে সবই ঘটানো হয়েছে ইচ্ছাকৃতভাবে, ‘অনেক কিছুই ঘটেছে এটা আপনারা দেখেছেন, আমি নিশ্চিত। একটা কাহিনি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, দুটো কাহিনি ভুল-বোঝাবুঝি হতে পারে। কিন্তু একজনের সঙ্গে তিন-চার মাসে যদি সাত-আটটা কাহিনি হয় তাহলে সেটা ইচ্ছাকৃতভাবে হয়।’
সরাসরি অবসরের ঘোষণা না থাকলেও ইঙ্গিতপূর্ণ কথাও অবশ্য বলেছেন তামিম, ‘একটা কথা, আমাকে সবাই মনে রাখবেন। ভুলে যাবেন না।’
অস্ট্রেলিয়া দল ঘোষণার কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার দলও এসে গেল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের রুখতে কঠিন দল দিয়েছে প্রোটিয়ারাও। একসঙ্গে তারকা পেসারদের চোটের কারণে ভুগছিল দলটি। তবে এবার তাঁদের পাচ্ছে দলটি। আগামী ১১ জুন লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
২৮ মিনিট আগেকদিন পর পরই পাকিস্তান দলের কোচ নিয়োগ। এবার সাদা বলের জন্য নতুন কোচ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে বাবর-রিজওয়ানদের নতুন প্রধান কোচ মাইক হেসন। বর্তমানে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই কিউই কোচ। আগামী ২৬ মে থেকে পাকিস্তান দলের
১ ঘণ্টা আগেবিপদের সময়ই জ্বলে ওঠেন মেহেদী হাসান মিরাজ। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন বলে হয়ে উঠেছেন বাংলাদেশের ‘ক্রাইসিসম্যান’। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের লক্ষ্য এখন আরও ওপরে যাওয়া।
১ ঘণ্টা আগেমাঝপথে বন্ধ, আবার একই দিনেই শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দিয়েছিল পুনরায় শুরুর কথা। আজ ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৭ মে থেকে আবার মাঠে গড়াবে টুর্নামেন্ট দুটি।
২ ঘণ্টা আগে