ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ সময় বিকেল ৪টায় খেলা শুরু হলেও শারজায় তখন বেলা ২টা। ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে জ্বলে উঠেছেন মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদরা। তপ্ত মরুর বুকে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে আফগানিস্তান রীতিমতো চোখে সর্ষেফুল দেখছে।
শারজায় বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে মাঠে গড়াতেই হলো রেকর্ড। প্রথম ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করল। মাইলফলকের ম্যাচটিতে বাংলাদেশের বোলারদের সামনে থরথর করে কাঁপছেন আফগান ব্যাটাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ৪ উইকেটে ৬২ রান করেছে আফগানিস্তান।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বিস্ফোরক ওপেনার সেদিকউল্লাহ আতালের। রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে উদ্বোধনী জুটি গড়তে নামেন আতাল। তবে উদ্বোধনী জুটিতে এসেছে ১১ বলে ৭ রান। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে তাসকিন আহমেদকে ডাউন দ্য উইকেটে খেলতে যান গুরবাজ। আউটসাইড এজ হওয়া বল ক্যাচ ধরেন বাংলাদেশ উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ৭ বলে ১ চারে ৫ রান করেন গুরবাজ।
উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন রহমত শাহ। বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত আতাল ব্যাটিং করতে থাকেন ধীরেসুস্থে। দ্বিতীয় উইকেট জুটিতে রহমত-আতাল যোগ করেন ৩৩ বলে ২৩ রান। অষ্টম ওভারের দ্বিতীয় বলে রহমতকে ফিরিয়েই আফগানিস্তানের ইনিংসে ভাঙন ধরানোর সূচনা করেন মোস্তাফিজ।
এক ওভার বিরতিতে এসে মোস্তাফিজ দিয়েছেন জোড়া ধাক্কা। দশম ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে বাংলাদেশের বাঁহাতি পেসার ফিরিয়েছেন আতাল ও আজমতউল্লাহ ওমরজাইকে। ১ উইকেটে ৩০ রান থেকে মুহূর্তেই ৪ উইকেটে ৩৫ রানে পরিণত হয় আফগানরা। যেখানে আতাল ৩০ বলে ৩ চারে ২১ রান করেন। আউট হওয়া প্রথম চার ব্যাটারের মধ্যে একমাত্র তিনিই এলবিডব্লিউ হয়েছেন। বাকি তিন ব্যাটার কট বিহাইন্ড হয়েছেন।
শারজার পড়ন্ত বিকেলে বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচ বারবারই থেমে যাচ্ছে। কারণ তীব্র গরমে ক্রিকেটাররা একটু পরপরই অসুস্থ হয়ে পড়ছেন। এরই মধ্যে পঞ্চম উইকেটে ৫৫ বলে ২৭ রানের জুটি গড়েছেন হাশমাতুল্লাহ ও গুলবদিন নাইব। হাশমাতুল্লাহ ও নাইব ব্যাটিং করছেন ১৭ ও ১৫ রানে।
বাংলাদেশ সময় বিকেল ৪টায় খেলা শুরু হলেও শারজায় তখন বেলা ২টা। ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে জ্বলে উঠেছেন মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদরা। তপ্ত মরুর বুকে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে আফগানিস্তান রীতিমতো চোখে সর্ষেফুল দেখছে।
শারজায় বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে মাঠে গড়াতেই হলো রেকর্ড। প্রথম ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করল। মাইলফলকের ম্যাচটিতে বাংলাদেশের বোলারদের সামনে থরথর করে কাঁপছেন আফগান ব্যাটাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ৪ উইকেটে ৬২ রান করেছে আফগানিস্তান।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বিস্ফোরক ওপেনার সেদিকউল্লাহ আতালের। রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে উদ্বোধনী জুটি গড়তে নামেন আতাল। তবে উদ্বোধনী জুটিতে এসেছে ১১ বলে ৭ রান। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে তাসকিন আহমেদকে ডাউন দ্য উইকেটে খেলতে যান গুরবাজ। আউটসাইড এজ হওয়া বল ক্যাচ ধরেন বাংলাদেশ উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ৭ বলে ১ চারে ৫ রান করেন গুরবাজ।
উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন রহমত শাহ। বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত আতাল ব্যাটিং করতে থাকেন ধীরেসুস্থে। দ্বিতীয় উইকেট জুটিতে রহমত-আতাল যোগ করেন ৩৩ বলে ২৩ রান। অষ্টম ওভারের দ্বিতীয় বলে রহমতকে ফিরিয়েই আফগানিস্তানের ইনিংসে ভাঙন ধরানোর সূচনা করেন মোস্তাফিজ।
এক ওভার বিরতিতে এসে মোস্তাফিজ দিয়েছেন জোড়া ধাক্কা। দশম ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে বাংলাদেশের বাঁহাতি পেসার ফিরিয়েছেন আতাল ও আজমতউল্লাহ ওমরজাইকে। ১ উইকেটে ৩০ রান থেকে মুহূর্তেই ৪ উইকেটে ৩৫ রানে পরিণত হয় আফগানরা। যেখানে আতাল ৩০ বলে ৩ চারে ২১ রান করেন। আউট হওয়া প্রথম চার ব্যাটারের মধ্যে একমাত্র তিনিই এলবিডব্লিউ হয়েছেন। বাকি তিন ব্যাটার কট বিহাইন্ড হয়েছেন।
শারজার পড়ন্ত বিকেলে বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচ বারবারই থেমে যাচ্ছে। কারণ তীব্র গরমে ক্রিকেটাররা একটু পরপরই অসুস্থ হয়ে পড়ছেন। এরই মধ্যে পঞ্চম উইকেটে ৫৫ বলে ২৭ রানের জুটি গড়েছেন হাশমাতুল্লাহ ও গুলবদিন নাইব। হাশমাতুল্লাহ ও নাইব ব্যাটিং করছেন ১৭ ও ১৫ রানে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৪ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে