Ajker Patrika

বিশ্বকাপ সেরা কারানকে নিয়েই আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দল

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১২: ২২
বিশ্বকাপ সেরা কারানকে নিয়েই আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দল

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপই ছিল স্যাম কারানের প্রথম বিশ্বকাপ। প্রথম বিশ্বকাপেই ফাইনাল সেরা ও টুর্নামেন্ট সেরা হলেন কারান। জায়গাও করে নিলেন আইসিসির ২০২২ টি-টোয়েন্টি দলে।

কারান ছাড়া এই দলে আছেন জস বাটলার, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সিকান্দার রাজার মতো তারকা ক্রিকেটাররা। বাটলারের নেতৃত্বে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। আইসিসির ২০২২ টি-টোয়েন্টি দলের অধিনায়ক, উইকেটরক্ষক—দুটোই হলেন বাটলার।

আর সূর্যকুমার ছিলেন গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন কোহলি। আর সাদা বলের ক্রিকেটে গত বছর ‘রাজার মতো’ রাজত্ব করেছেন রাজা। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে যে তিন ম্যাচ জিতেছিল, তিনটিতেই অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছিলেন এই অলরাউন্ডার।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করা জস লিটলও আছেন এই দলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গত বছর দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন আইরিশ এই পেসার। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে সর্বোচ্চ ৩ ক্রিকেটার আছেন ভারতীয় দলের। ইংল্যান্ড ও পাকিস্তানের দুজন করে ক্রিকেটার আছেন এই দলে। একজন করে ক্রিকেটার আছেন নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের। 

আইসিসির ২০২২ টি-টোয়েন্টি দল 
১। জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক) (ইংল্যান্ড) : 
১৫ ম্যাচ; ৪৬২ রান; গড়: ৩৫.৫৩; স্ট্রাইক রেট: ১৬০.৪১; সর্বোচ্চ: ৮০ *; ফিফটি: ৪

২। মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) : ২৫ ম্যাচ; ৯৯৬ রান; গড়: ৪৫.২৭; স্ট্রাইক রেট: ১২২.৯৬; সর্বোচ্চ: ৮৮ *; ফিফটি: ১০ 
৩। বিরাট কোহলি (ভারত) 
 ২০ ম্যাচ; ৭৮১ রান; গড়: ৫৫.৭৮; স্ট্রাইক রেট; ১৩৬.৪০; সর্বোচ্চ: ৮২ *; সেঞ্চুরি: ১; ফিফটি: ৮ 
 ৪। সূর্যকুমার যাদব (ভারত) 
 ৩১ ম্যাচ; ১১৬৪ রান; গড়: ৪৬.৫৬; স্ট্রাইক রেট: ১৮৭.৪৩; সর্বোচ্চ: ১১৭; সেঞ্চুরি: ২; ফিফটি: ৯ 
৫। গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড) : 
২১ ম্যাচ; ৭১৬ রান; গড়: ৪৪.৭৫; স্ট্রাইক রেট: ১৫৬.৩৩; সর্বোচ্চ: ১০৪; সেঞ্চুরি: ১; ফিফটি: ৬ 
৬। সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) 
 ২৪ ম্যাচ; ৭৩৫ রান; গড়: ৩৫; স্ট্রাইক রেট: ১৫০.৯২; সর্বোচ্চ: ৮৭; ফিফটি: ৫; উইকেট: ১০; ইকোনমি: ৬.৫০ 
৭। হার্দিক পান্ডিয়া (ভারত) 
 ২৭ ম্যাচ; ৬০৭ রান; গড়: ৩৩.৭২; স্ট্রাইক রেট: ১৪৫.৯১; সর্বোচ্চ: ৭১ *; ফিফটি: ৩; ২০ উইকেট; ইকোনমি: ৮.৫০; সেরা বোলিং: ৪ / ৩৩ 
৮। স্যাম কারান (ইংল্যান্ড) 
 ১৯ ম্যাচ; ২৫ উইকেট; ইকোনমি: ৭.৫৬; সেরা বোলিং: ৫ / ১০ 
৯। ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) 
১৯ ম্যাচ; ৩৪ উইকেট; ইকোনমি: ৭.৪০; সেরা বোলিং: ৪ / ৩৩ 
১০। হারিস রউফ (পাকিস্তান) 
২৩ ম্যাচ; ৩১ উইকেট; ইকোনমি: ৭.৫৪; সেরা বোলিং: ৩ / ২৮ 
 ১১। জশ লিটল (আয়ারল্যান্ড) 
 ২৬ ম্যাচ; ৩৯ উইকেট; ইকোনমি: ৭.৫৮; সেরা বোলিং: ৪ / ৩৫ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত