ভারত-পাকিস্তান মহারণ বলে কথা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি দর্শকপূর্ণ। হাইভোল্টেজ ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। তবে বৃষ্টি বাধায় টসই হয়েছে সাড়ে ৮টায়। ৯টার সময় ম্যাচ শুরু হবে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে একটি মাত্র পরিবর্তন এনেছে পাকিস্তান। আজম খানের পরিবর্তে এসেছেন ইমাদ ওয়াসিম। অধিনায়ক বাবর ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান উদ্বোধনী জুটি গড়বেন। ফখর জামান, উসমান খানের যেকোনো একজনকে দেখা যেতে পারে তিন নম্বরে। হারিস রউফ, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ—পাকিস্তানের একাদশে আছেন স্বীকৃত চার পেসার। স্পিন আক্রমণে ইমাদের সঙ্গে থাকছেন শাদাব খান। ইমাদ, শাদাবের ব্যাটিং শেষের দিকে কার্যকরী হয়ে উঠতে পারে।
পাকিস্তানের বিপক্ষে ভারত একাদশে কোনো পরিবর্তন আনেনি। এই ম্যাচেও রোহিত শর্মা, বিরাট কোহলিকে উদ্বোধনী জুটিতে দেখা যাবে। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন ঋষভ পন্ত। মিডল অর্ডারে থাকছেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। যেখানে পান্ডিয়া ও দুবে পেস বোলিং অলরাউন্ডার। তাঁদের সঙ্গে থাকছেন মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা—এই তিন স্বীকৃত পেসার। স্পিন আক্রমণে থাকছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল।
টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের চেয়ে ভারত ঢের এগিয়ে। এখনো পর্যন্ত ১২ বারের দেখায় ভারত জিতেছে ৯ ম্যাচ। ৩ ম্যাচ জিতেছে পাকিস্তান। যার মধ্যে রয়েছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটের জয়। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে এটাই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পাকিস্তানের একমাত্র জয়। বিশ্বকাপে সাতবারের দেখায় ছয়বার জিতেছে ভারত।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শিবম দুবে, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা
পাকিস্তানের একাদশ:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ আমির, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান
ভারত-পাকিস্তান মহারণ বলে কথা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি দর্শকপূর্ণ। হাইভোল্টেজ ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। তবে বৃষ্টি বাধায় টসই হয়েছে সাড়ে ৮টায়। ৯টার সময় ম্যাচ শুরু হবে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে একটি মাত্র পরিবর্তন এনেছে পাকিস্তান। আজম খানের পরিবর্তে এসেছেন ইমাদ ওয়াসিম। অধিনায়ক বাবর ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান উদ্বোধনী জুটি গড়বেন। ফখর জামান, উসমান খানের যেকোনো একজনকে দেখা যেতে পারে তিন নম্বরে। হারিস রউফ, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ—পাকিস্তানের একাদশে আছেন স্বীকৃত চার পেসার। স্পিন আক্রমণে ইমাদের সঙ্গে থাকছেন শাদাব খান। ইমাদ, শাদাবের ব্যাটিং শেষের দিকে কার্যকরী হয়ে উঠতে পারে।
পাকিস্তানের বিপক্ষে ভারত একাদশে কোনো পরিবর্তন আনেনি। এই ম্যাচেও রোহিত শর্মা, বিরাট কোহলিকে উদ্বোধনী জুটিতে দেখা যাবে। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন ঋষভ পন্ত। মিডল অর্ডারে থাকছেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। যেখানে পান্ডিয়া ও দুবে পেস বোলিং অলরাউন্ডার। তাঁদের সঙ্গে থাকছেন মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা—এই তিন স্বীকৃত পেসার। স্পিন আক্রমণে থাকছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল।
টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের চেয়ে ভারত ঢের এগিয়ে। এখনো পর্যন্ত ১২ বারের দেখায় ভারত জিতেছে ৯ ম্যাচ। ৩ ম্যাচ জিতেছে পাকিস্তান। যার মধ্যে রয়েছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটের জয়। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে এটাই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পাকিস্তানের একমাত্র জয়। বিশ্বকাপে সাতবারের দেখায় ছয়বার জিতেছে ভারত।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শিবম দুবে, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা
পাকিস্তানের একাদশ:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ আমির, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
১২ ঘণ্টা আগেনেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
১৫ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
১৭ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
১৭ ঘণ্টা আগে