Ajker Patrika

আইপিএলের প্রথম ম্যাচেই কোহলিদের মুখোমুখি মোস্তাফিজদের চেন্নাই 

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ১৭
আইপিএলের প্রথম ম্যাচেই কোহলিদের মুখোমুখি মোস্তাফিজদের চেন্নাই 

২০২৪ আইপিএল নিলামের আগেই দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেয় মোস্তাফিজুর রহমানকে। ‘মুক্ত’ মোস্তাফিজকে এরপর এক মাস না যেতেই কিনে নেয় চেন্নাই সুপার কিংস। ১৭ তম আইপিএলের প্রথম ম্যাচেই মাঠে নামছে মোস্তাফিজের চেন্নাই।

এক বিজ্ঞপ্তিতে আজ ২০২৪ আইপিএলের আংশিক সূচি ঘোষণা করা হয়েছে। সেই সূচি মূলত ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এব্ং এই সময় হবে ২১ ম্যাচ। ২২ মার্চ চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল। মোস্তাফিজ যে চেন্নাইয়ের হয়ে খেলবেন, সেখানে আছেন মহেন্দ্র সিং ধোনির মতো ‘ট্রফি কালেক্টর’। শিরোপা জেতা ধোনি একরকম অভ্যাস বানিয়ে ফেলেছেন। আরও আছেন রবীন্দ্র জাদেজা, রাচীন রবীন্দ্র, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনারের মতো তারকারা। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আছেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিসের মতো তারকারা। সব কিছু ঠিকঠাক থাকলে আইপিএলের উদ্বোধনী ম্যাচে তারকাদের মিলনমেলাই হতে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

উদ্বোধনী ম্যাচ ছাড়া অন্যান্য দিন একটা ম্যাচ যখন হবে, সেই ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। দুটি ম্যাচ যেদিন থাকবে, সেখানে প্রথম ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে। সঙ্গে রাত ৮টার ম্যাচ তো থাকছেই।

আংশিক যে সূচি ঘোষণা করা হয়েছে, তাতে একমাত্র দিল্লি ক্যাপিটালস ঘরের মাঠে কোনো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। ক্যাপিটালসের ম্যাচ দুটি হবে বিশাখাপত্তনমে। ক্রিকইনফো জানতে পেরেছে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১৭ মার্চের ফাইনালসহ নারী প্রিমিয়ার লিগের ১১ ম্যাচ হবে। আইপিএল গভর্নিং কাউন্সিলকে দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে যে মাঠ প্রস্তুত করার মতো যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে না এখানে।

প্লে অফের চার ম্যাচসহ এবারের আইপিএলে হবে ৭৪ ম্যাচ। ২৬ মে আইপিএলের ফাইনাল হওয়ার কথা। এর পাঁচ দিন পর ১ জুন ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে যৌথভাবে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএলের দ্বিতীয় ভাগের সূচি ঘোষণা নির্ভর করছে ভারতের নির্বাচন কমিশনের ওপর। এপ্রিল-মে মাসে ভারতের নির্বাচন হওয়ার কথা।

গত বছরের ১৯ ডিসেম্বর হয়েছে ২০২৪ আইপিএলের নিলাম। সেখানে এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মোস্তাফিজ।বাংলাদেশের এই পেসারকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে নিয়েছে চেন্নাই। গুজরাট টাইটানসকে হারিয়ে ২০২৩ আইপিএলের শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত