মার্ক উড ও ডেভিড মালানের চোট অনেক দিন ধরে ভাবাচ্ছে ইংল্যান্ডকে। যেখানে আগামীকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড। তবে ফাইনালের আগে এই দুই ক্রিকেটারকে নিয়ে আশার বাণী শোনালেন জস বাটলার। আগামীকালের ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে উড ও মালানের।
ফাইনালের আগে আজ সংবাদ সম্মেলন করেন বাটলার। উড ও মালান এই দুজনের চোট পরিস্থিতি নিয়ে কথা বলেন বাটলার। ইংলিশ অধিনায়ক বলেন, ‘ডেভিন মালান ও মার্ক উড দুজনেই উন্নতি করেছে এবং এই ম্যাচে খেলার সমূহ সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের ফাইনালে খেলা অনেক সম্মানের ব্যাপার। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আগামীকাল আমরা দারুণ একটা শুরু করব।’
এর আগে উড ও মালানের চোট নিয়ে কথা বলেছিলেন ম্যাথিউ মট। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের কোচ বলেন, ‘মালান ও উড সত্যিই ভুগছে। আমরা ভেবে দেখছি। তবে সময় অনেক কম। ভ্রমণের জন্য বাকি এক দিন। এরপর তারা অনুশীলন সেশন পাবে একটি। সময় খুব কম।’
৫ নভেম্বর সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোটে পড়েছিলেন উড ও মালান। এ কারণে অ্যাডিলেডে গত বৃহস্পতিবারের সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলেননি তাঁরা। এই দুজনের পরিবর্তে খেলেছিলেন ক্রিস জর্ডান ও ফিল সল্ট।
এবারের বিশ্বকাপে মালান, উড প্রত্যেকেই ম্যাচ খেলেছেন চারটি করে। মালান এবারের বিশ্বকাপে অবশ্য তেমন পারফরম্যান্স করতে পারেননি। ২৮ গড়ে করেছেন ৫৬ রান, স্ট্রাইক রেট ৮২.৩৫, যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। অন্যদিকে দারুণ খেলেছেন উড। ইংলিশ এই পেসার ৭.৭১ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট।
মার্ক উড ও ডেভিড মালানের চোট অনেক দিন ধরে ভাবাচ্ছে ইংল্যান্ডকে। যেখানে আগামীকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড। তবে ফাইনালের আগে এই দুই ক্রিকেটারকে নিয়ে আশার বাণী শোনালেন জস বাটলার। আগামীকালের ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে উড ও মালানের।
ফাইনালের আগে আজ সংবাদ সম্মেলন করেন বাটলার। উড ও মালান এই দুজনের চোট পরিস্থিতি নিয়ে কথা বলেন বাটলার। ইংলিশ অধিনায়ক বলেন, ‘ডেভিন মালান ও মার্ক উড দুজনেই উন্নতি করেছে এবং এই ম্যাচে খেলার সমূহ সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের ফাইনালে খেলা অনেক সম্মানের ব্যাপার। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আগামীকাল আমরা দারুণ একটা শুরু করব।’
এর আগে উড ও মালানের চোট নিয়ে কথা বলেছিলেন ম্যাথিউ মট। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের কোচ বলেন, ‘মালান ও উড সত্যিই ভুগছে। আমরা ভেবে দেখছি। তবে সময় অনেক কম। ভ্রমণের জন্য বাকি এক দিন। এরপর তারা অনুশীলন সেশন পাবে একটি। সময় খুব কম।’
৫ নভেম্বর সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোটে পড়েছিলেন উড ও মালান। এ কারণে অ্যাডিলেডে গত বৃহস্পতিবারের সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলেননি তাঁরা। এই দুজনের পরিবর্তে খেলেছিলেন ক্রিস জর্ডান ও ফিল সল্ট।
এবারের বিশ্বকাপে মালান, উড প্রত্যেকেই ম্যাচ খেলেছেন চারটি করে। মালান এবারের বিশ্বকাপে অবশ্য তেমন পারফরম্যান্স করতে পারেননি। ২৮ গড়ে করেছেন ৫৬ রান, স্ট্রাইক রেট ৮২.৩৫, যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। অন্যদিকে দারুণ খেলেছেন উড। ইংলিশ এই পেসার ৭.৭১ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট।
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
১২ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
১২ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
১৪ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
১৪ ঘণ্টা আগে