চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলানের কাছে হেরেছে লিভারপুল। গত রাতে অ্যানফিল্ডে ফিরতি লেগে লিভারপুলের হার ১-০ গোলে। তবে সান সিরোতে প্রথম লেগে ২-০ গোলে লিভারপুল জেতায় কপাল পুড়েছে ইতালিয়ান ক্লাবটির। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে উঠেছে ইয়ুর্গেন ক্লপের দল।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল লিভারপুল। আত্মবিশ্বাসী লিভারপুল প্রথম মিনিটেই আক্রমণ করে। কিছু সময় পরেই লক্ষ্যে প্রথম শট নেয় ইন্টার। কোনোটিই অবশ্য প্রতিপক্ষকে ভাবানোর জন্য যথেষ্ট ছিল না। ৩০তম মিনিটে প্রথম গোলবঞ্চিত হয় লিভারপুল। বাঁ দিক থেকে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ফ্রি কিকে জোয়েল মাতিপের হেড ক্রসবারে বাধা পায়।
প্রথমার্ধের শেষ দিকে ভালো সুযোগ পেয়েছিল ইন্টারও। তবে হাকান কালহানোগ্লুর নিচু হয়ে আসা ফ্রি কিক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক আলিসন বেকার। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে আবারও ভাগ্যের হেরফের। দিয়োগো জোতার ডি-বক্সে উঁচু করে বাড়ানো বল এগিয়ে গিয়ে বিপদমুক্ত করতে পারেনি ইন্টার গোলরক্ষক, ফাঁকায় বল পেয়ে যান মোহামেদ সালাহ। কিন্তু তার কোনাকুনি শট পোস্টে বাধা পায়।
অবশেষে ম্যাচের ৬১ মিনিটে ডেডলক ভেঙে ইন্টারকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। ডি বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক শটে জাল কাঁপান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। লিড পাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি ইন্টারের। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনহোকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সানচেজ। ১০ জনের দলে পরিণত হয় ইন্টার।
তবু ফায়দা নিতে পারেনি অলরেডরা। ৭৬ মিনিটে সাদিও মানের পাসে বল পাওয়া সালাহর নেওয়া বাঁ পায়ের শট আবারও ক্রসবারে লাগে। তাতে আর স্বাগতিকদের পরাজয় এড়ানো সম্ভব হয়নি। তবু প্রথম দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকায় শেষ আটে ওঠে লিভারপুল।
এদিকে আলিয়াঞ্জ অ্যারেনায় রাতের আরেক ম্যাচে শেষ ষোলোর ফিরতি লেগে সালসবুর্গকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে নাম লিখিয়েছে বায়ার্ন। হ্যাটট্রিক করেছেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি। দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে এগিয়ে পরের ধাপে পা রেখেছে ইউলিয়ান নাগেলসমানের দল।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলানের কাছে হেরেছে লিভারপুল। গত রাতে অ্যানফিল্ডে ফিরতি লেগে লিভারপুলের হার ১-০ গোলে। তবে সান সিরোতে প্রথম লেগে ২-০ গোলে লিভারপুল জেতায় কপাল পুড়েছে ইতালিয়ান ক্লাবটির। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে উঠেছে ইয়ুর্গেন ক্লপের দল।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল লিভারপুল। আত্মবিশ্বাসী লিভারপুল প্রথম মিনিটেই আক্রমণ করে। কিছু সময় পরেই লক্ষ্যে প্রথম শট নেয় ইন্টার। কোনোটিই অবশ্য প্রতিপক্ষকে ভাবানোর জন্য যথেষ্ট ছিল না। ৩০তম মিনিটে প্রথম গোলবঞ্চিত হয় লিভারপুল। বাঁ দিক থেকে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ফ্রি কিকে জোয়েল মাতিপের হেড ক্রসবারে বাধা পায়।
প্রথমার্ধের শেষ দিকে ভালো সুযোগ পেয়েছিল ইন্টারও। তবে হাকান কালহানোগ্লুর নিচু হয়ে আসা ফ্রি কিক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক আলিসন বেকার। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে আবারও ভাগ্যের হেরফের। দিয়োগো জোতার ডি-বক্সে উঁচু করে বাড়ানো বল এগিয়ে গিয়ে বিপদমুক্ত করতে পারেনি ইন্টার গোলরক্ষক, ফাঁকায় বল পেয়ে যান মোহামেদ সালাহ। কিন্তু তার কোনাকুনি শট পোস্টে বাধা পায়।
অবশেষে ম্যাচের ৬১ মিনিটে ডেডলক ভেঙে ইন্টারকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। ডি বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক শটে জাল কাঁপান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। লিড পাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি ইন্টারের। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনহোকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সানচেজ। ১০ জনের দলে পরিণত হয় ইন্টার।
তবু ফায়দা নিতে পারেনি অলরেডরা। ৭৬ মিনিটে সাদিও মানের পাসে বল পাওয়া সালাহর নেওয়া বাঁ পায়ের শট আবারও ক্রসবারে লাগে। তাতে আর স্বাগতিকদের পরাজয় এড়ানো সম্ভব হয়নি। তবু প্রথম দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকায় শেষ আটে ওঠে লিভারপুল।
এদিকে আলিয়াঞ্জ অ্যারেনায় রাতের আরেক ম্যাচে শেষ ষোলোর ফিরতি লেগে সালসবুর্গকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে নাম লিখিয়েছে বায়ার্ন। হ্যাটট্রিক করেছেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি। দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে এগিয়ে পরের ধাপে পা রেখেছে ইউলিয়ান নাগেলসমানের দল।
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
৪ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
৬ ঘণ্টা আগে