Ajker Patrika

মুশফিকের অবসরে মাহমুদউল্লাহর হৃদয় ভেঙেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৬: ৪৭
মুশফিকের অবসরে মাহমুদউল্লাহর হৃদয় ভেঙেছে

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। তাঁর অবসরের ঘোষণায় সমবেদনা জানিয়েছেন সতীর্থ ক্রিকেটাররা। আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেনরা নিজেদের অভিব্যক্তি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। জাতীয় দলে লম্বা সময়ের সতীর্থ মুশফিকের আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণায় হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের। 

মাহমুদউল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার অবসরের ঘোষণা আমার জন্য হৃদয়বিদারক। তবে টি-টোয়েন্টিতে তোমার অর্জন ও ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তোমার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সুখকর অভিজ্ঞতা। যেকোনো সংস্করণে তোমার পরিশ্রম অনুকরণীয় হয়ে থাকবে।’ 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর নিয়ে আফিফ লিখেছেন, ‘মুশফিক ভাই, আশা করছি আপনার ভবিষ্যৎ পথচলা আরও সাফল্যের হবে।’ অলরাউন্ডার মোসাদ্দেক লিখেছেন, ‘যা কিছু করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। মি. ডিপেন্ডেবল, আশা করছি আপনার ওয়ানডে ও টেস্ট যাত্রা আরও সুন্দর হবে।’ 

মুশফিককে নিয়ে নুরুল হাসান সোহান লিখেছেন, ‘মাঠে এবং মাঠের বাইরে আপনি আমাদের অনুকরণীয়। সামনের দিনের জন্য শুভকামনা।’ টেস্ট দলের সহ-অধিনায়ক লিটন দাস লিখেছেন, ‘মুশফিক ভাই, আপনার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সব সময় আনন্দের ছিল। আমরা আশা করি, ওয়ানডে ও টেস্টে বাংলাদেশকে আপনি আরও অনেক কিছু দেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত