Ajker Patrika

ম্যাচ হারার পর জরিমানাও গুনেছেন কোহলি

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১২: ৪০
ম্যাচ হারার পর জরিমানাও গুনেছেন কোহলি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি তাতে কোনো সন্দেহ নেই। প্রতিটি মৌসুমে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে প্রথম ম্যাচে অপরাজিত ৮২ রানের ইনিংসে এবারের শুরুটাও করেছেন তিনি দুর্দান্ত। 

পরে আরও দুটি ফিফটি করেছেন কোহলি। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটারের গতকালের দিনটি ছিল হতাশার। প্রথমে চেন্নাই সুপার কিংসের কাছে ৮ রানে ম্যাচ হারা। এরপর ম্যাচ শেষে জরিমানার শাস্তি পাওয়া। সঙ্গে ব্যাটিং ৬ রানে ইনসাইড হয়ে বোল্ড হওয়ার দুঃখ তো ছিলই। 

গতকাল আইপিএলের নিয়ম ভাঙায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনেছেন কোহলি। বিষয়টি এক বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। বিবৃতিতে জানানো হয়েছে, কোহলি আইপিএলের আচরণবিধি ২.২ ধারার লেভেল ১ ভেঙের অপরাধ স্বীকার করেছেন। লেভেল ১ লঙ্ঘন করায় ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক। 

কোন ঘটনার জন্য কোহলি শাস্তি পেয়েছেন তা বিবৃতিতে জানানো না হলেও মনে করা হচ্ছে শিবম দুবের আউটের সময় ভারতের সাবেক অধিনায়কের আক্রমণাত্মক উদ্‌যাপন মাত্রা ছাড়িয়েছিল। সঙ্গে চেন্নাই ব্যাটারের ইঞ্চি দূরত্বে থাকার সময় কোহলিকে কিছু শব্দ বলতেও দেখা যায়। যার শাস্তি স্বরূপ ম্যাচ শেষে ১০ শতাংশ জরিমানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত