টানা তিনটি দ্বিপক্ষীয় সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। সেই দলটিকেই দেশে ফিরতে হচ্ছে স্কটল্যান্ড-নামিবিয়ার মতো দলেরও আগে!
প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। এরপর ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিলেও এরই মধ্যে টানা তিন ম্যাচে হেরে ছিটকে পড়েছে বিশ্বকাপ থেকে।
শারজায় শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ এবং আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচগুলো হেরেছে বাংলাদেশ, উইকেট কোনোভাবেই মিরপুরের মতো নিচু ও মন্থর ছিল না। ঠিক এ কারণেই নাকি পেরে উঠতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করেন, ব্যাটিং ব্যর্থতাই ভুগিয়েছে দলকে। এর প্রধান কারণ মিরপুরের সেই মন্থর আর নিচু উইকেটে খেলাটা।
হাবিবুল বলছেন, ‘ব্যাটিংটা আসলেই আমাদের ভুগিয়েছে। আমরা দুটি ম্যাচে জয়ের সুযোগ তৈরি করেছিলাম। এই টুর্নামেন্টে ব্যাটিংয়ে যে প্রত্যাশা ছিল, আমরা তার কাছাকাছি যেতে পারিনি। টি-টোয়েন্টিতে ধারাবাহিক হতে চাইলে, বড় আসরে ভালো করতে চাইলে ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। বিশেষ করে পাওয়ার প্লেতে।’
টপ অর্ডার ব্যর্থ হয়েছে, সঙ্গে মিডল অর্ডারের ব্যাটাররাও। শেষ দিকের ব্যাটাররা নিজেদের প্রমাণ করতে পারেননি কোনো ম্যাচেই। দলে নেই কোনো হার্ড হিটারও। এ নিয়ে হাবিবুলের ভাষ্য, ‘নিচের দিকে আমাদের পাওয়ার হিটার দরকার। অন্য দলগুলোতে এমন অনেকেই আছে, যারা ওভারে ১০ থেকে ১২ রান করে তুলতে পারে। এই জায়গায় আমাদের কিছু ঘাটতি আছে।’
বিশ্বকাপে ভরাডুবির পর অবশ্য হুঁশ ফিরছে বিসিবির। হাবিবুল যেমনটা বলেছেন, মন্থর উইকেটে খেলার কারণেই মূলত পাওয়ার হিটার তৈরি হচ্ছে না, ‘বিশ্বকাপ খেলতে আসার আগে অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলে এসেছি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের উইকেট নিয়ে অনেক কথা হয়েছে। এখন আমাদের ঘরোয়া টুর্নামেন্টগুলোর উইকেট ব্যাটিংবান্ধব করতে হবে। একই উইকেটে বারবার খেলার কারণে অনেক সময় আমরা ভালো উইকেট পাই না। যার জন্য আমাদের পাওয়ার হিটার তৈরি হচ্ছে না।’
টানা তিনটি দ্বিপক্ষীয় সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। সেই দলটিকেই দেশে ফিরতে হচ্ছে স্কটল্যান্ড-নামিবিয়ার মতো দলেরও আগে!
প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। এরপর ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিলেও এরই মধ্যে টানা তিন ম্যাচে হেরে ছিটকে পড়েছে বিশ্বকাপ থেকে।
শারজায় শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ এবং আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচগুলো হেরেছে বাংলাদেশ, উইকেট কোনোভাবেই মিরপুরের মতো নিচু ও মন্থর ছিল না। ঠিক এ কারণেই নাকি পেরে উঠতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করেন, ব্যাটিং ব্যর্থতাই ভুগিয়েছে দলকে। এর প্রধান কারণ মিরপুরের সেই মন্থর আর নিচু উইকেটে খেলাটা।
হাবিবুল বলছেন, ‘ব্যাটিংটা আসলেই আমাদের ভুগিয়েছে। আমরা দুটি ম্যাচে জয়ের সুযোগ তৈরি করেছিলাম। এই টুর্নামেন্টে ব্যাটিংয়ে যে প্রত্যাশা ছিল, আমরা তার কাছাকাছি যেতে পারিনি। টি-টোয়েন্টিতে ধারাবাহিক হতে চাইলে, বড় আসরে ভালো করতে চাইলে ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। বিশেষ করে পাওয়ার প্লেতে।’
টপ অর্ডার ব্যর্থ হয়েছে, সঙ্গে মিডল অর্ডারের ব্যাটাররাও। শেষ দিকের ব্যাটাররা নিজেদের প্রমাণ করতে পারেননি কোনো ম্যাচেই। দলে নেই কোনো হার্ড হিটারও। এ নিয়ে হাবিবুলের ভাষ্য, ‘নিচের দিকে আমাদের পাওয়ার হিটার দরকার। অন্য দলগুলোতে এমন অনেকেই আছে, যারা ওভারে ১০ থেকে ১২ রান করে তুলতে পারে। এই জায়গায় আমাদের কিছু ঘাটতি আছে।’
বিশ্বকাপে ভরাডুবির পর অবশ্য হুঁশ ফিরছে বিসিবির। হাবিবুল যেমনটা বলেছেন, মন্থর উইকেটে খেলার কারণেই মূলত পাওয়ার হিটার তৈরি হচ্ছে না, ‘বিশ্বকাপ খেলতে আসার আগে অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলে এসেছি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের উইকেট নিয়ে অনেক কথা হয়েছে। এখন আমাদের ঘরোয়া টুর্নামেন্টগুলোর উইকেট ব্যাটিংবান্ধব করতে হবে। একই উইকেটে বারবার খেলার কারণে অনেক সময় আমরা ভালো উইকেট পাই না। যার জন্য আমাদের পাওয়ার হিটার তৈরি হচ্ছে না।’
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
১১ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১২ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১৩ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১৪ ঘণ্টা আগে