টানা তিনটি দ্বিপক্ষীয় সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। সেই দলটিকেই দেশে ফিরতে হচ্ছে স্কটল্যান্ড-নামিবিয়ার মতো দলেরও আগে!
প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। এরপর ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিলেও এরই মধ্যে টানা তিন ম্যাচে হেরে ছিটকে পড়েছে বিশ্বকাপ থেকে।
শারজায় শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ এবং আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচগুলো হেরেছে বাংলাদেশ, উইকেট কোনোভাবেই মিরপুরের মতো নিচু ও মন্থর ছিল না। ঠিক এ কারণেই নাকি পেরে উঠতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করেন, ব্যাটিং ব্যর্থতাই ভুগিয়েছে দলকে। এর প্রধান কারণ মিরপুরের সেই মন্থর আর নিচু উইকেটে খেলাটা।
হাবিবুল বলছেন, ‘ব্যাটিংটা আসলেই আমাদের ভুগিয়েছে। আমরা দুটি ম্যাচে জয়ের সুযোগ তৈরি করেছিলাম। এই টুর্নামেন্টে ব্যাটিংয়ে যে প্রত্যাশা ছিল, আমরা তার কাছাকাছি যেতে পারিনি। টি-টোয়েন্টিতে ধারাবাহিক হতে চাইলে, বড় আসরে ভালো করতে চাইলে ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। বিশেষ করে পাওয়ার প্লেতে।’
টপ অর্ডার ব্যর্থ হয়েছে, সঙ্গে মিডল অর্ডারের ব্যাটাররাও। শেষ দিকের ব্যাটাররা নিজেদের প্রমাণ করতে পারেননি কোনো ম্যাচেই। দলে নেই কোনো হার্ড হিটারও। এ নিয়ে হাবিবুলের ভাষ্য, ‘নিচের দিকে আমাদের পাওয়ার হিটার দরকার। অন্য দলগুলোতে এমন অনেকেই আছে, যারা ওভারে ১০ থেকে ১২ রান করে তুলতে পারে। এই জায়গায় আমাদের কিছু ঘাটতি আছে।’
বিশ্বকাপে ভরাডুবির পর অবশ্য হুঁশ ফিরছে বিসিবির। হাবিবুল যেমনটা বলেছেন, মন্থর উইকেটে খেলার কারণেই মূলত পাওয়ার হিটার তৈরি হচ্ছে না, ‘বিশ্বকাপ খেলতে আসার আগে অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলে এসেছি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের উইকেট নিয়ে অনেক কথা হয়েছে। এখন আমাদের ঘরোয়া টুর্নামেন্টগুলোর উইকেট ব্যাটিংবান্ধব করতে হবে। একই উইকেটে বারবার খেলার কারণে অনেক সময় আমরা ভালো উইকেট পাই না। যার জন্য আমাদের পাওয়ার হিটার তৈরি হচ্ছে না।’
টানা তিনটি দ্বিপক্ষীয় সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। সেই দলটিকেই দেশে ফিরতে হচ্ছে স্কটল্যান্ড-নামিবিয়ার মতো দলেরও আগে!
প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। এরপর ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিলেও এরই মধ্যে টানা তিন ম্যাচে হেরে ছিটকে পড়েছে বিশ্বকাপ থেকে।
শারজায় শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ এবং আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচগুলো হেরেছে বাংলাদেশ, উইকেট কোনোভাবেই মিরপুরের মতো নিচু ও মন্থর ছিল না। ঠিক এ কারণেই নাকি পেরে উঠতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করেন, ব্যাটিং ব্যর্থতাই ভুগিয়েছে দলকে। এর প্রধান কারণ মিরপুরের সেই মন্থর আর নিচু উইকেটে খেলাটা।
হাবিবুল বলছেন, ‘ব্যাটিংটা আসলেই আমাদের ভুগিয়েছে। আমরা দুটি ম্যাচে জয়ের সুযোগ তৈরি করেছিলাম। এই টুর্নামেন্টে ব্যাটিংয়ে যে প্রত্যাশা ছিল, আমরা তার কাছাকাছি যেতে পারিনি। টি-টোয়েন্টিতে ধারাবাহিক হতে চাইলে, বড় আসরে ভালো করতে চাইলে ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। বিশেষ করে পাওয়ার প্লেতে।’
টপ অর্ডার ব্যর্থ হয়েছে, সঙ্গে মিডল অর্ডারের ব্যাটাররাও। শেষ দিকের ব্যাটাররা নিজেদের প্রমাণ করতে পারেননি কোনো ম্যাচেই। দলে নেই কোনো হার্ড হিটারও। এ নিয়ে হাবিবুলের ভাষ্য, ‘নিচের দিকে আমাদের পাওয়ার হিটার দরকার। অন্য দলগুলোতে এমন অনেকেই আছে, যারা ওভারে ১০ থেকে ১২ রান করে তুলতে পারে। এই জায়গায় আমাদের কিছু ঘাটতি আছে।’
বিশ্বকাপে ভরাডুবির পর অবশ্য হুঁশ ফিরছে বিসিবির। হাবিবুল যেমনটা বলেছেন, মন্থর উইকেটে খেলার কারণেই মূলত পাওয়ার হিটার তৈরি হচ্ছে না, ‘বিশ্বকাপ খেলতে আসার আগে অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলে এসেছি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের উইকেট নিয়ে অনেক কথা হয়েছে। এখন আমাদের ঘরোয়া টুর্নামেন্টগুলোর উইকেট ব্যাটিংবান্ধব করতে হবে। একই উইকেটে বারবার খেলার কারণে অনেক সময় আমরা ভালো উইকেট পাই না। যার জন্য আমাদের পাওয়ার হিটার তৈরি হচ্ছে না।’
অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
১০ ঘণ্টা আগে