ক্রিকেটের বয়স ১৪৬ বছরের। এত বছরের দীর্ঘ ইতিহাসে যে রেকর্ডটি অনেক কিংবদন্তি ক্রিকেটার করতে পারেননি তা এবার করে দেখালেন বিরাট কোহলি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাতবার আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন।
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন দিনের সিরিজের প্রথম টেস্টে বিধ্বস্ত হওয়ার দিনে ৭৬ রানের ইনিংস খেলার পথে এই রেকর্ড গড়েছেন কোহলি। এ বছর সব মিলিয়ে ২০০৬ রান করেছেন ভারতীয় কিংবদন্তি। এর আগে ২০১২, ২০১৪ সালের সঙ্গে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত টানা চারবছর এই কীর্তি গড়েছেন ৩৫ বছর বয়সী ব্যাটার।
এত দিন কুমার সাঙ্গাকারার সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করে নিয়েছিলেন কোহলি। শ্রীলঙ্কান কিংবদন্তি তাঁর ক্যারিয়ারের এই কীর্তি গড়েছেন ছয়বার। এবার তাঁকে দুইয়ে ঠেলে দিয়ে চূড়ায় উঠলেন কোহলি। সাঙ্গাকারার পরেই পাঁচবার করে যৌথভাবে তিনে আছেন দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও মাহেলা জয়াবর্ধনে।
আরেক জায়গায়ও প্রথম হয়েছেন কোহলি। সেটা অবশ্য দেশের ক্রিকেটারদের মধ্যে। দক্ষিণ আফ্রিকার মাঠে সব সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ রানের কীর্তি গড়েছেন ওয়ানডেতে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির ফিফটির মালিক। ২৯ ম্যাচে ৫ সেঞ্চুরিতে কোহলির রান ১৭৫০। যাঁকে ছাড়িয়ে গেছেন, তিনি হচ্ছেন শচীন। ৩৮ ম্যাচে ৬ সেঞ্চুরিতে ১৭২৮ রান নিয়ে এত দিন শীর্ষে ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক।
ক্রিকেটের বয়স ১৪৬ বছরের। এত বছরের দীর্ঘ ইতিহাসে যে রেকর্ডটি অনেক কিংবদন্তি ক্রিকেটার করতে পারেননি তা এবার করে দেখালেন বিরাট কোহলি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাতবার আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন।
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন দিনের সিরিজের প্রথম টেস্টে বিধ্বস্ত হওয়ার দিনে ৭৬ রানের ইনিংস খেলার পথে এই রেকর্ড গড়েছেন কোহলি। এ বছর সব মিলিয়ে ২০০৬ রান করেছেন ভারতীয় কিংবদন্তি। এর আগে ২০১২, ২০১৪ সালের সঙ্গে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত টানা চারবছর এই কীর্তি গড়েছেন ৩৫ বছর বয়সী ব্যাটার।
এত দিন কুমার সাঙ্গাকারার সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করে নিয়েছিলেন কোহলি। শ্রীলঙ্কান কিংবদন্তি তাঁর ক্যারিয়ারের এই কীর্তি গড়েছেন ছয়বার। এবার তাঁকে দুইয়ে ঠেলে দিয়ে চূড়ায় উঠলেন কোহলি। সাঙ্গাকারার পরেই পাঁচবার করে যৌথভাবে তিনে আছেন দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও মাহেলা জয়াবর্ধনে।
আরেক জায়গায়ও প্রথম হয়েছেন কোহলি। সেটা অবশ্য দেশের ক্রিকেটারদের মধ্যে। দক্ষিণ আফ্রিকার মাঠে সব সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ রানের কীর্তি গড়েছেন ওয়ানডেতে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির ফিফটির মালিক। ২৯ ম্যাচে ৫ সেঞ্চুরিতে কোহলির রান ১৭৫০। যাঁকে ছাড়িয়ে গেছেন, তিনি হচ্ছেন শচীন। ৩৮ ম্যাচে ৬ সেঞ্চুরিতে ১৭২৮ রান নিয়ে এত দিন শীর্ষে ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১১ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১২ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১৪ ঘণ্টা আগে