Ajker Patrika

শেষ বিকেলে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেষ বিকেলে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শুরুটায় বাংলাদেশকে ভালোই ভুগিয়েছে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার। মুমিনুল হকরা লড়াইয়ে ফিরে এলেন শেষ বিকেলে। তৃতীয় সেশনে ২ উইকেট তুলে নিয়ে শেষ বিকেলে অনেকটাই স্বস্তি পেল বাংলাদেশ। আজ দিনের খেলা শেষে ৫ উইকেটে ২৭৮ রান করেছে প্রোটিয়ারা।

অথচ ৩ উইকেটে ১৮৪ রান তুলে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। তারা এগোচ্ছিল বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল। শেষ বিকেলে রায়ান রিকেলটন আর টেম্বা বাভুমাকে ফিরিয়ে ম্যাচে ভালোভাবেই ফিরে এল বাংলাদেশ। ৬৭ রান করা বাভুমাকে ফেরান খালেদ আহমেদ। আর ৪২ রান করা রিকেলটনেক বিদায় করেন তাইজুল ইসলাম। এই টেস্টে এটা তাঁর তৃতীয় শিকার। খালেদ নেন ২ উইকেট। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫২ রান করে স্বাগতিকেরা। তবে সারেল এরউই আদর্শ টেস্ট মেজাজে ব্যাট করলেও ওয়ানডের মতো করেই ব্যাটিং করলেন। এটাই কাল হলো তাঁর জন্য। ৮৯ বলে ৭০ রান করে ফেরেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। তাঁর সঙ্গী সারিল আউট হন ২৪ রানে। পরে কিগান পিটারসেন ৬৪ রানে ফেরেন সাজঘরে। 
এই টেস্টের শুরুতেই শতাব্দীর প্রাচীন এক ঘটনার পুনরাবৃত্তি ঘটাল বাংলাদেশ। খালেদের সঙ্গে কোনো পেসার নয়, অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের হাতে বল তুলে দেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। সেন্ট জর্জেস পার্কে সবশেষ এমন কিছুর সাক্ষী হয়েছিল ১৩৩ বছর আগে। ১৮৮৯ সালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংসের প্রথম ওভার করেন জন ব্রিগস। 

ইনিংসের প্রথম চার ওভারে কোনো বাউন্ডারি আদায় করতে না পারা স্বাগতিক দুই ওপেনার ডিন এলগার আর সারেল পরের ছয় ওভারে ৮টি চার মেরেছেন। সারেল কিছুটা রয়েসয়ে খেললেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করেছেন এলগার। মধ্যাহ্ন ভোজের আগে সিরিজের টানা তৃতীয় ফিফটি পূর্ণ করেন এলগার। ডারবান টেস্টে লাইন-লেংথের অনুপম প্রদর্শনীতে দেখানো দুই পেসার ইবাদত হোসেন আর খালেদ অকাতরে রান বিলিয়েছেন। লাইন-লেংথের ভজকট পাকিয়ে ডারবান টেস্টের ছায়া হয়ে ছিলেন অফ স্পিনার মিরাজও। ওভারপ্রতি চারের ওপরে রান দেন তিনজনই। তবে শেষ বিকেলে নতুন বল হাতে পেয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরাতে ভূমিকা রাখেন খালেদ। 

প্রথম দিনের খেলা শেষে টিকে থাকলেন কাইল ভেরেইনা। ১০ রান যোগ হয়েছে তাঁর নামের পাশে। আগামীকাল দ্বিতীয় দিন দলীয় সংগ্রহটা যতটা সম্ভব সামনে এগিয়ে নেওয়াই লক্ষ্য তাঁদের। তবে মুমিনুলদের লক্ষ্য দক্ষিণ আফ্রিকাকে দ্রুতই গুঁড়িয়ে দেওয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত