নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের পর শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি ক্যাম্প। পূর্ণাঙ্গ সিরিজে প্রথম খেলবে টেস্ট, তাই লাল বলেই নজর এখন জাতীয় দলের। ঈদের আগে মিরপুরে শেষ প্রস্তুতি পর্বে ব্যাটিং-বোলিংয়ের স্কিল অনুশীলন সেরেছেন মুমিনুল হক, জাকির হাসান, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, ইবাদত হোসেনরা।
দীর্ঘদিন চোটে ভোগার পর দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ইবাদত। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে হাঁটুর লিগামেন্টের চোটে লম্বা সময়ের জন্য ছিটকে যান জাতীয় দল থেকে। সেই চোট কাটিয়ে ইবাদত ধীরে ধীরে লড়াই চালিয়ে যাচ্ছেন ছন্দে ফেরার। খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। বিসিবির চিকিৎসা বিভাগ ও ট্রেইনারদের তত্ত্বাবধানে নিয়মিত চলেছে তার ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট। খেলেছেন ম্যাচ, আবার নিয়েছেন বিশ্রামও। সব মিলিয়ে এখন পুরো ফিট ও আত্মবিশ্বাসী এ পেসার। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিলেটে ওয়ানডে ও ৪ দিনের ম্যাচেও খেলেছেন তিনি।
আজ মিরপুরে সংবাদমাধ্যমকে ইবাদত বললেন, ‘আলহামদুলিল্লাহ, আগে যে ছন্দ ছিলাম সেই ছন্দ ফিরে পাচ্ছি। আমি আমার প্রস্তুতি নিচ্ছি, বাকি সিদ্ধান্ত নির্বাচকদের হাতে। চোটের কারণে দলের বাইরে ছিলাম, কিন্তু লক্ষ্য শ্রীলঙ্কা সিরিজ।’
ঈদের আগে দুই দিনের ম্যাচের আবহে অনুশীলন শেষে ইবাদতের মূল্যায়ন, ‘ব্যাটাররা বেশ ভালো ছন্দে আছে। ভালো বল ছাড়ছে, বাজে বল মারছে, সিঙ্গেল নিচ্ছে। আমরা চেষ্টা করেছি লেংথে বল করতে, যেন সহজে খেলা না যায়। উইকেট ব্যাটিং সহায়ক হলেও পেসাররা জোরে বল করেছে। নাহিদ রানাও ভালো গতিতে বল করেছে।’
শ্রীলঙ্কার কন্ডিশন কেমন হবে, সেটা এখনো অনিশ্চিত। তবে ইবাদতের বিশ্বাস, প্রস্তুতি যাই হোক না কেন, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। এ পেসার বলেন, ‘ওরা যেমন উইকেট দেবে, আমরা সেটায় প্রতিদ্বন্দ্বিতা করব। আমাদের পেস ইউনিট এখন অনেক বেশি শক্তিশালী, স্পিন ইউনিটও প্রস্তুত।’
২০২২ সালের পর থেকে বাংলাদেশ দলে পেসারদের মধ্যে তৈরি হয়েছে সুস্থ প্রতিযোগিতা। ইবাদতের চোখেও সেটাই অনুপ্রেরণা, ‘দলে এখন অনেক প্রতিযোগিতা, সেটা আমাদের উন্নতিই করছে।’
ঈদের পর শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি ক্যাম্প। পূর্ণাঙ্গ সিরিজে প্রথম খেলবে টেস্ট, তাই লাল বলেই নজর এখন জাতীয় দলের। ঈদের আগে মিরপুরে শেষ প্রস্তুতি পর্বে ব্যাটিং-বোলিংয়ের স্কিল অনুশীলন সেরেছেন মুমিনুল হক, জাকির হাসান, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, ইবাদত হোসেনরা।
দীর্ঘদিন চোটে ভোগার পর দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ইবাদত। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে হাঁটুর লিগামেন্টের চোটে লম্বা সময়ের জন্য ছিটকে যান জাতীয় দল থেকে। সেই চোট কাটিয়ে ইবাদত ধীরে ধীরে লড়াই চালিয়ে যাচ্ছেন ছন্দে ফেরার। খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। বিসিবির চিকিৎসা বিভাগ ও ট্রেইনারদের তত্ত্বাবধানে নিয়মিত চলেছে তার ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট। খেলেছেন ম্যাচ, আবার নিয়েছেন বিশ্রামও। সব মিলিয়ে এখন পুরো ফিট ও আত্মবিশ্বাসী এ পেসার। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিলেটে ওয়ানডে ও ৪ দিনের ম্যাচেও খেলেছেন তিনি।
আজ মিরপুরে সংবাদমাধ্যমকে ইবাদত বললেন, ‘আলহামদুলিল্লাহ, আগে যে ছন্দ ছিলাম সেই ছন্দ ফিরে পাচ্ছি। আমি আমার প্রস্তুতি নিচ্ছি, বাকি সিদ্ধান্ত নির্বাচকদের হাতে। চোটের কারণে দলের বাইরে ছিলাম, কিন্তু লক্ষ্য শ্রীলঙ্কা সিরিজ।’
ঈদের আগে দুই দিনের ম্যাচের আবহে অনুশীলন শেষে ইবাদতের মূল্যায়ন, ‘ব্যাটাররা বেশ ভালো ছন্দে আছে। ভালো বল ছাড়ছে, বাজে বল মারছে, সিঙ্গেল নিচ্ছে। আমরা চেষ্টা করেছি লেংথে বল করতে, যেন সহজে খেলা না যায়। উইকেট ব্যাটিং সহায়ক হলেও পেসাররা জোরে বল করেছে। নাহিদ রানাও ভালো গতিতে বল করেছে।’
শ্রীলঙ্কার কন্ডিশন কেমন হবে, সেটা এখনো অনিশ্চিত। তবে ইবাদতের বিশ্বাস, প্রস্তুতি যাই হোক না কেন, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। এ পেসার বলেন, ‘ওরা যেমন উইকেট দেবে, আমরা সেটায় প্রতিদ্বন্দ্বিতা করব। আমাদের পেস ইউনিট এখন অনেক বেশি শক্তিশালী, স্পিন ইউনিটও প্রস্তুত।’
২০২২ সালের পর থেকে বাংলাদেশ দলে পেসারদের মধ্যে তৈরি হয়েছে সুস্থ প্রতিযোগিতা। ইবাদতের চোখেও সেটাই অনুপ্রেরণা, ‘দলে এখন অনেক প্রতিযোগিতা, সেটা আমাদের উন্নতিই করছে।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে