Ajker Patrika

শাস্তি পেয়েছেন সাকিব-সোহান-বিজয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২২: ০৩
শাস্তি পেয়েছেন সাকিব-সোহান-বিজয়

মাঠে ঢুকে বিতর্কিত ঘটনা ঘটিয়ে শাস্তি পাচ্ছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। একই সঙ্গে শাস্তি পাচ্ছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। বিসিবি সূত্রে জানা গেছে, নিজেদের ভুল স্বীকার করায় অল্পতেই পার পাচ্ছেন দুজন।

সাকিব ও সোহানের জরিমানার অঙ্ক ম্যাচ ফির ১৫ শতাংশ হতে পারে বলে জানা গেছে। শাস্তি পেয়েছেন বরিশালের ওপেনার এনামুল হক বিজয়ও। তাঁর শাস্তি হচ্ছে আউট হয়েও মাঠ ছাড়তে অপারগতা এবং আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানো। সাকিব ও সোহানের ঘটনা রংপুরের ইনিংসের প্রথম ওভারে। 

রংপুর রাইডার্সের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নামেন বরিশালের দুই ওপেনার এনামুল হক বিজয় ও চতুরাঙ্গা ডি সিলভা। স্ট্রাইক নেওয়ার অপেক্ষায় ছিলেন ডি সিলভা। তবে অফ স্পিনার শেখ মেহেদীকে বোলিংয়ে দেখে সুবিধার জন্য বিজয়কে স্ট্রাইকে চেয়েছিলেন সাকিব। এ সময় রংপুরের অধিনায়ক সোহান 'ম্যাচ আপের' জন্য মেহেদীকে সরিয়ে বোলিংয়ে নিয়ে আসেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানকে। 

বাঁহাতি স্পিনার দেখে আবার প্রান্ত বদল করে স্ট্রাইক নিতে চান চতুরাঙ্গা। ব্যাপারটা মানতে পারেননি সোহান। দুই ব্যাটার যখন প্রান্ত বদল করছেন, সোহান আম্পায়ারের কাছে যান। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে এই ঘটনা দেখছিলেন সাকিব। সেখানে কিছুক্ষণ চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলে সমাধান না পেয়ে মাঠের ভেতরে ঢুকে পড়েন সাকিব। 

মাঠেই আম্পায়ারের সঙ্গে খানিকক্ষণ তর্ক চলে সাকিবের। শেষ পর্যন্ত রাকিবুলকেই বোলিংয়ে রাখেন সোহান। স্ট্রাইকে থাকেন চতুরাঙ্গা। নিয়ম অনুযায়ী এভাবে মাঠে ঢুকতে পারেন না সাকিব। কোন বোলার বোলিং করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটাররা কে স্ট্রাইক নেবেন, সেটা ঠিক হয়। সাকিবের মতো নিয়ম মানেননি সোহানও। অন্যদিকে আউট হয়ে মাঠ ছাড়তে না চাওয়ার শাস্তি পাচ্ছেন বিজয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত