Ajker Patrika

আলোচনা একপাশে রেখে খেলা উপভোগের পরামর্শ ওয়াসিম আকরামের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ১৬
আগামীকাল মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ছবি: সংগৃহীত
আগামীকাল মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ছবি: সংগৃহীত

এশিয়া কাপে আগামীকাল (১৪ সেপ্টেম্বর) মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। মাঠের বাইরের বিভিন্ন আলোচনা উপেক্ষা করে দুই দলের ক্রিকেটারদের ম্যাচটি উপভোগ করার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।

বরাবরের মতো এবারও পাকিস্তান-ভারত লড়াইয়ের আগে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দুই দেশের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকায় মাঠের খেলার প্রসঙ্গ ছাপিয়ে সামনে উঠে আসছে নানা বিষয়। আকরামের মতে, এসব বিষয় মাথায় আনলে ক্রিকেটাররা মাঠে নিজেদের সেরাটা দিতে পারবে না।

পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আকরাম বলেন, ‘উপভোগ করো, এটা ক্রিকেট। ক্রিকেট ছাড়া যা কিছু আছে, সব ভুলে যাও। ম্যাচে একটি দল জিতবে। আরেক দল হারবে। ম্যাচ জিতলে মুহূর্তটি উপভোগ করো। খেলায় চাপ আসবেই। উপভোগ করো এবং শৃঙ্খলা দেখাও; কারণ, এটি কেবল একটি খেলা। এটা উভয় দলের জন্য এবং উভয় দলের ভক্তদের জন্য।’

সম্প্রতি আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান। যেটা এশিয়া কাপে সালমান আলী আগার দলের জন্য সহায়ক হবে বলে মনে করেন আকরাম, ‘গত সপ্তাহে ত্রিদেশীয় সিরিজ জেতায় পাকিস্তানের সামনে ভালো সুযোগ রয়েছে। তাদের এমন কিছু ভাবা উচিত নয় যে কেবল তাদের ভারতের বিরুদ্ধে জিততে হবে। তোমরা এশিয়া কাপ জয়ের কথা ভাবো। বড় দলের কাছে হারতেই পারো। কিন্তু তারপরও উঠে দাঁড়াতে হবে। টুর্নামেন্টে ভালো খেলতে হবে।’

এশিয়া কাপে ভারতের শুরুটা হয়েছে উড়ন্ত। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে গৌতম গম্ভীরের শিষ্যরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের ৫৭ রানে অলআউট করে ৪.৩ ওভারে জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে আকরামের মতে, আরব আমিরাতের মতো পাকিস্তানের বিপক্ষে একচেটিয়া প্রাধান্য বিস্তার করতে পারবে না ভারত।

এ বিষয়ে আকরাম বলেন, ‘আমার মনে হয় না, ম্যাচটি তেমন একতরফা হবে; যেভাবে ভারত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেছে। এই টুর্নামেন্টে যেকোনো কিছু ঘটতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ

রপ্তানিতে দ্বিতীয় থেকে ১০ নম্বরে নামল চিংড়ি

২০ শতাংশ অতিরিক্ত ভোটার কারা, প্রশ্ন অধ্যাপক মাফরুহী সাত্তারের

লাখ টাকা চুরি সন্দেহে গাড়িচালকের বাসায় তল্লাশি: চুনারুঘাট থানার ওসি প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত