ক্রীড়া ডেস্ক
সিরিজ শুরুর আগে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুল ইসলামের উইকেট ছিল ৪১টি। এ বাঁহাতি স্পিনারের সামনে হাতছানি দিচ্ছিল ‘সুইং অব সুলতান’ খ্যাত ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাওয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড আগে নিজের করে নিয়েছেন।
সিলেট টেস্টে সুযোগ ছিল সব দল মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে নিজের অবস্থানটা আরও ওপরে তোলার। কিন্তু সেই টেস্টে উইকেটই পেয়েছিলেন ২টি। জিম্বাবুয়ের বিপক্ষে উইকেট শিকারির তালিকায় তাইজুল ছিলেন পাঁচ নম্বরে। তবে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ৫ উইকেট নিয়ে তালিকায় নিজের নামটা দুই ধাপ ওপরে তুলে, এখন তিন নম্বরে তিনি। ছাড়িয়ে গেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়াসিমের শিকার ১০ টেস্টে ১৮ ইনিংসে ৪৭ উইকেট। তালিকায় তিনি আছেন এখন পাঁচ নম্বরে। ৮ টেস্টে ১৫ ইনিংসে তাইজুলের ৪৮ উইকেট।
১৫ টেস্টে ২৬ ইনিংসে সাবেক শ্রীলঙ্কান কিংবদন্তি চামিন্দা ভাসের শিকার ৪৮ উইকেট। চারে আছেন তিনি। ১৪ টেস্টে ২৬ ইনিংসে ৮৭ উইকেট নিয়ে শীর্ষে মুত্তিয়া মুরালিধরন। দুইয়ে থাকা ওয়াকার ইউনিস ১১ টেস্টে ২০ ইনিংসে ৬২ উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে।
ওয়াসিমকে আরও একটি জায়গায় পেছনে ফেলেছেন তাইজুল। সেটি হলো, জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। ওয়াসিম যেটি চারবার করেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়াকারের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড তাইজুলের। সর্বোচ্চ ৬ বার ৫ উইকেট নিয়েছেন মুরালিধরন।
সিরিজ শুরুর আগে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুল ইসলামের উইকেট ছিল ৪১টি। এ বাঁহাতি স্পিনারের সামনে হাতছানি দিচ্ছিল ‘সুইং অব সুলতান’ খ্যাত ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাওয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড আগে নিজের করে নিয়েছেন।
সিলেট টেস্টে সুযোগ ছিল সব দল মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে নিজের অবস্থানটা আরও ওপরে তোলার। কিন্তু সেই টেস্টে উইকেটই পেয়েছিলেন ২টি। জিম্বাবুয়ের বিপক্ষে উইকেট শিকারির তালিকায় তাইজুল ছিলেন পাঁচ নম্বরে। তবে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ৫ উইকেট নিয়ে তালিকায় নিজের নামটা দুই ধাপ ওপরে তুলে, এখন তিন নম্বরে তিনি। ছাড়িয়ে গেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়াসিমের শিকার ১০ টেস্টে ১৮ ইনিংসে ৪৭ উইকেট। তালিকায় তিনি আছেন এখন পাঁচ নম্বরে। ৮ টেস্টে ১৫ ইনিংসে তাইজুলের ৪৮ উইকেট।
১৫ টেস্টে ২৬ ইনিংসে সাবেক শ্রীলঙ্কান কিংবদন্তি চামিন্দা ভাসের শিকার ৪৮ উইকেট। চারে আছেন তিনি। ১৪ টেস্টে ২৬ ইনিংসে ৮৭ উইকেট নিয়ে শীর্ষে মুত্তিয়া মুরালিধরন। দুইয়ে থাকা ওয়াকার ইউনিস ১১ টেস্টে ২০ ইনিংসে ৬২ উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে।
ওয়াসিমকে আরও একটি জায়গায় পেছনে ফেলেছেন তাইজুল। সেটি হলো, জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। ওয়াসিম যেটি চারবার করেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়াকারের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড তাইজুলের। সর্বোচ্চ ৬ বার ৫ উইকেট নিয়েছেন মুরালিধরন।
হারারে থেকে চট্টগ্রাম—দূরত্ব প্রায় ৮ হাজার কিলোমিটার। মাঝে কেটে গেছে প্রায় চার বছর। ২০২১ সালে হারারেতে সাদমান ইসলাম টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এরপর ২৬ ইনিংসে পাননি সেঞ্চুরির দেখা। অবশেষে আজ সেই জিম্বাবুয়ের বিপক্ষেই সাদমান তুলে নিলেন
১৫ মিনিট আগেচেহারার মধ্যে তাঁর শিশুসুলভ সারল্য। বলা হচ্ছে বৈভব সূর্যবংশীর কথা। অথচ, সূর্যবংশীর ব্যাটিং দেখে কে বলবেন, তাঁর বয়স ১৪। চারের চেয়ে ছক্কা মারতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মনে হয় যেন তিনি ভিডিও গেমস খেলছেন।
৩৪ মিনিট আগেযে জিতবে, তার হাতেই উঠবে ডিপিএল শিরোপা—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ এই সমীকরণ নিয়েই খেলতে নেমেছে আবাহনী-মোহামেডান। আবাহনী নামছে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। চ্যাম্পিয়ন হতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ২৪১ রান করতে হবে আবাহনী।
১ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদকে ভড়কে দিয়ে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট কাটল আর্সেনাল। আজ রাতে সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনাল খেলবে পিএসজির বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে আর্সেনাল-পিএসজি। ডিপিএলে সুপার লিগে খেলছে আবাহনী-মোহামেডান। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের
২ ঘণ্টা আগে