রানা আব্বাস
ম্যাচ শুরুর তখন দুই ঘণ্টাও বাকি নেই। মাঠে এসেই দুই সতীর্থ তাওহীদ হৃদয় আর এনামুল হক বিজয়কে নিয়ে নাজমুল হোসেন শান্ত গেলেন নেটে। তাঁদের সঙ্গে ছিলেন নতুন ব্যাটিং কোচ ডেভিড হেম্প।
অধিনায়ককে রানে ফেরাতে ম্যাচের কিছুক্ষণ আগেও টেকনিক নিয়ে নিবিড়ভাবে কাজ করলেন হেম্প। টেকনিক, ব্যাটিং স্ট্যান্স, মাথার অবস্থান—শান্তর ব্যাটিংয়ে ‘ফাইন টিউনিংয়ে’র কাজ চলছিল ম্যাচের আগে। বাংলাদেশ অধিনায়ক নেট শেষে যখন মূল মাঠে ফিরছেন, দর্শকেরা চিৎকার করছেন দূর থেকে, ‘আজ ফিফটি চাই শান্ত ভাই!’ কেউ কেউ আবার রানে না ফিরলে ‘খবর আছে’ বলে রসিকতার সুরে হুমকিও দিয়ে রাখলেন।
শুধু দর্শকেরাই নন, শান্তর ব্যাটে রান দেখার অপেক্ষায় ছিল আসলে পুরো বাংলাদেশ দল। সিলেটেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়ক ২২ বলে করেছেন ২০ রান। তার আগে বিপিএলে শান্ত ছিলেন একেবারেই নিজের ছায়া হয়ে। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১২ ইনিংসে মাত্র ১৭৫ রান, গড় ১৪.৫৮, স্ট্রাইকরেটও ভালো নয়, ৯৩. ৫৮। ফিফটি পাচ্ছিলেন না সর্বশেষ ১১ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে। অথচ গত বছর কী দুর্দান্ত সময় না গেছে তাঁর। ব্যাটে রানের ফল্গুধারা বইছে, আছে নেতৃত্বগুণও। সাকিব আল হাসানের জায়গায় তাঁর কাঁধে তাই তিন সংস্করণের দায়িত্ব বর্তেছে। শান্তর যখন পারফর্মিং ক্যাপ্টেন হিসেবে দলকে এগিয়ে নেওয়ার সময়, তখনই ভুগছিলেন রানখরায়।
অধিনায়ক যখন ভালো করতে পারেন না, স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে দুশ্চিন্তাটা বেশি থাকবে টিম ম্যানেজমেন্টের। কাল শান্ত শুধু দলকে সিরিজে ফেরাতে নয়, নেমেছিলেন নিজের রানখরা কাটাতেও। সৌম্য সরকার আউট হওয়ার পর উইকেটে এসেছিলেন অধিনায়ক। শুরু থেকেই ধীরলয়ে এগিয়েছেন। ৩০ রান করতে বাউন্ডারি মেরেছেন ৩ টি। এর মধ্যে দুটি বাউন্ডারি কাট শটে। নেটে কাল যাঁর পাশে ব্যাটিং অনুশীলন করছিলে, হৃদয়কে নিয়ে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে গড়লেন ৫৫ বলে ৮৭ রানের জুটি।
প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য পাহাড়সম ছিল না। আর লিটন দাস-সৌম্যর ওপেনিং জুটি তুলে দিয়ে গেছে ৪১ বলে ৬৮ রান। এরপরও শান্তর তাড়াহুড়ো করে ছন্দে ফেরার সুযোগটা হাতছাড়া করাটা হতো চরম বোকামি। সেটা করেননি বাংলাদেশ অধিনায়ক। দল যত জয়ের প্রান্তে গেছে, শান্তর স্ট্রোক-প্লের প্রদর্শনী তত বেড়েছে। পুরো ২০২৪ বিপিএলে যাঁর কোনো ছক্কা নেই, সেই তিনি কাল হাঁকিয়েছেন দুটি ছক্কা। শেষ পর্যন্ত ফিফটি পেয়েছেন, সেটিও দারুণ স্টাইলে। বাংলাদেশের জিততে দরকার ছিল ২ রান, শান্তর ফিফটি পেতে লাগত ৩ রান। দাসুন শানাকাকে ডিপ মিড উইকেট দিয়ে গ্রিন গ্যালারিতে আছড়ে ফেলে ফিফটি পূর্ণ করলেন শান্ত। জয় আর ফিফটি দুটিই নিশ্চিত হলো অধিনায়কের শটে।
নিজের পারফরম্যান্স আর দলের জয়ে বেশ খুশি শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন, ‘জিততে পেরে ভালো লাগছে। দুটি ম্যাচেই ভালো খেলেছি আমরা। দুর্ভাগ্য ওই ম্যাচ (প্রথমটি) জিততে পারিনি। দল হিসেবে খেলছি, খুবই খুশি। বিপিএল আমার ভালো যায়নি। চেষ্টা করছি, আজ একটু ভালো হয়েছে। চেষ্টা করব সামনে এটা ধরে রাখতে।’
তবে শান্ত মনে করেন না, ম্যাচের আগে নেটে ব্যাটিংয়ের ফল তিনি ম্যাচে পেয়েছেন, ‘কী নিয়ে কাজ করছিলাম (নেটে হেম্পের সঙ্গে), বলতে চাই না। টেকনিক্যাল বিষয়। ওই কাজে যে আজ (কাল) সফল হয়েছি, তা নয়। কিছু জায়গায় ঠিক করার চেষ্টা করছি। ধীরে ধীরে ভালো হচ্ছে।’
টানা টস জিতেছেন। শেষ ম্যাচেও টস জিততে চান? শান্ত পরিষ্কার বললেন, ‘টস নয়, ম্যাচ জিততে চাই।’
ম্যাচ শুরুর তখন দুই ঘণ্টাও বাকি নেই। মাঠে এসেই দুই সতীর্থ তাওহীদ হৃদয় আর এনামুল হক বিজয়কে নিয়ে নাজমুল হোসেন শান্ত গেলেন নেটে। তাঁদের সঙ্গে ছিলেন নতুন ব্যাটিং কোচ ডেভিড হেম্প।
অধিনায়ককে রানে ফেরাতে ম্যাচের কিছুক্ষণ আগেও টেকনিক নিয়ে নিবিড়ভাবে কাজ করলেন হেম্প। টেকনিক, ব্যাটিং স্ট্যান্স, মাথার অবস্থান—শান্তর ব্যাটিংয়ে ‘ফাইন টিউনিংয়ে’র কাজ চলছিল ম্যাচের আগে। বাংলাদেশ অধিনায়ক নেট শেষে যখন মূল মাঠে ফিরছেন, দর্শকেরা চিৎকার করছেন দূর থেকে, ‘আজ ফিফটি চাই শান্ত ভাই!’ কেউ কেউ আবার রানে না ফিরলে ‘খবর আছে’ বলে রসিকতার সুরে হুমকিও দিয়ে রাখলেন।
শুধু দর্শকেরাই নন, শান্তর ব্যাটে রান দেখার অপেক্ষায় ছিল আসলে পুরো বাংলাদেশ দল। সিলেটেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়ক ২২ বলে করেছেন ২০ রান। তার আগে বিপিএলে শান্ত ছিলেন একেবারেই নিজের ছায়া হয়ে। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১২ ইনিংসে মাত্র ১৭৫ রান, গড় ১৪.৫৮, স্ট্রাইকরেটও ভালো নয়, ৯৩. ৫৮। ফিফটি পাচ্ছিলেন না সর্বশেষ ১১ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে। অথচ গত বছর কী দুর্দান্ত সময় না গেছে তাঁর। ব্যাটে রানের ফল্গুধারা বইছে, আছে নেতৃত্বগুণও। সাকিব আল হাসানের জায়গায় তাঁর কাঁধে তাই তিন সংস্করণের দায়িত্ব বর্তেছে। শান্তর যখন পারফর্মিং ক্যাপ্টেন হিসেবে দলকে এগিয়ে নেওয়ার সময়, তখনই ভুগছিলেন রানখরায়।
অধিনায়ক যখন ভালো করতে পারেন না, স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে দুশ্চিন্তাটা বেশি থাকবে টিম ম্যানেজমেন্টের। কাল শান্ত শুধু দলকে সিরিজে ফেরাতে নয়, নেমেছিলেন নিজের রানখরা কাটাতেও। সৌম্য সরকার আউট হওয়ার পর উইকেটে এসেছিলেন অধিনায়ক। শুরু থেকেই ধীরলয়ে এগিয়েছেন। ৩০ রান করতে বাউন্ডারি মেরেছেন ৩ টি। এর মধ্যে দুটি বাউন্ডারি কাট শটে। নেটে কাল যাঁর পাশে ব্যাটিং অনুশীলন করছিলে, হৃদয়কে নিয়ে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে গড়লেন ৫৫ বলে ৮৭ রানের জুটি।
প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য পাহাড়সম ছিল না। আর লিটন দাস-সৌম্যর ওপেনিং জুটি তুলে দিয়ে গেছে ৪১ বলে ৬৮ রান। এরপরও শান্তর তাড়াহুড়ো করে ছন্দে ফেরার সুযোগটা হাতছাড়া করাটা হতো চরম বোকামি। সেটা করেননি বাংলাদেশ অধিনায়ক। দল যত জয়ের প্রান্তে গেছে, শান্তর স্ট্রোক-প্লের প্রদর্শনী তত বেড়েছে। পুরো ২০২৪ বিপিএলে যাঁর কোনো ছক্কা নেই, সেই তিনি কাল হাঁকিয়েছেন দুটি ছক্কা। শেষ পর্যন্ত ফিফটি পেয়েছেন, সেটিও দারুণ স্টাইলে। বাংলাদেশের জিততে দরকার ছিল ২ রান, শান্তর ফিফটি পেতে লাগত ৩ রান। দাসুন শানাকাকে ডিপ মিড উইকেট দিয়ে গ্রিন গ্যালারিতে আছড়ে ফেলে ফিফটি পূর্ণ করলেন শান্ত। জয় আর ফিফটি দুটিই নিশ্চিত হলো অধিনায়কের শটে।
নিজের পারফরম্যান্স আর দলের জয়ে বেশ খুশি শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন, ‘জিততে পেরে ভালো লাগছে। দুটি ম্যাচেই ভালো খেলেছি আমরা। দুর্ভাগ্য ওই ম্যাচ (প্রথমটি) জিততে পারিনি। দল হিসেবে খেলছি, খুবই খুশি। বিপিএল আমার ভালো যায়নি। চেষ্টা করছি, আজ একটু ভালো হয়েছে। চেষ্টা করব সামনে এটা ধরে রাখতে।’
তবে শান্ত মনে করেন না, ম্যাচের আগে নেটে ব্যাটিংয়ের ফল তিনি ম্যাচে পেয়েছেন, ‘কী নিয়ে কাজ করছিলাম (নেটে হেম্পের সঙ্গে), বলতে চাই না। টেকনিক্যাল বিষয়। ওই কাজে যে আজ (কাল) সফল হয়েছি, তা নয়। কিছু জায়গায় ঠিক করার চেষ্টা করছি। ধীরে ধীরে ভালো হচ্ছে।’
টানা টস জিতেছেন। শেষ ম্যাচেও টস জিততে চান? শান্ত পরিষ্কার বললেন, ‘টস নয়, ম্যাচ জিততে চাই।’
বিদেশি কোচ নিয়ে কোনো দল কখনো ফিফা বিশ্বকাপ জিততে পারেনি। এই তথ্যটা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) নিশ্চয়ই অজানা নয়। অপ্রিয় এই সত্যটা জানার পরও ব্রাজিল কেন কার্লো আনচেলত্তিকে নিয়ে দিল—এ এক বড় প্রশ্ন।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া দল ঘোষণার কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার দলও এসে গেল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের রুখতে কঠিন দল দিয়েছে প্রোটিয়ারাও। একসঙ্গে তারকা পেসারদের চোটের কারণে ভুগছিল দলটি। তবে এবার তাঁদের পাচ্ছে দলটি। আগামী ১১ জুন লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
৩ ঘণ্টা আগেকদিন পর পরই পাকিস্তান দলের কোচ নিয়োগ। এবার সাদা বলের জন্য নতুন কোচ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে বাবর-রিজওয়ানদের নতুন প্রধান কোচ মাইক হেসন। বর্তমানে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই কিউই কোচ। আগামী ২৬ মে থেকে পাকিস্তান দলের
৩ ঘণ্টা আগেবিপদের সময়ই জ্বলে ওঠেন মেহেদী হাসান মিরাজ। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন বলে হয়ে উঠেছেন বাংলাদেশের ‘ক্রাইসিসম্যান’। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের লক্ষ্য এখন আরও ওপরে যাওয়া।
৩ ঘণ্টা আগে