Ajker Patrika

আজকের দিনটি যেন ডাবল সেঞ্চুরিয়ানদের

আরমান হোসেন
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০২
আজকের দিনটি যেন ডাবল সেঞ্চুরিয়ানদের

ক্রিকেটের মঞ্চে ডাবল সেঞ্চুরি বিরল না হলেও একেবারে নিয়মিত কোনো ঘটনা নয়। টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও দেখা মিলেছে একাধিক ডাবল সেঞ্চুরির। তবে মজার ব্যাপার হচ্ছে, চারটি ডাবল সেঞ্চুরি এসেছে আজকের এই দিনেই। ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি শচীন টেন্ডুলকারকে দিয়ে শুরু। এরপর একে একে আরও তিনটি ডাবল সেঞ্চুরি দেখা গেছে এই দিনে। সব মিলিয়ে এ যেন ডাবল সেঞ্চুরিয়ানদের দিন।

• ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক দিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। স্টেইন, ক্যালিস, পার্নেলদের কচু কাটা করে ১৪৭ বলের সেই মহাকাব্যিক ইনিংস সাজিয়েছিলেন শচীন। 

• ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি সাবেক ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিও ডাবল সেঞ্চুরি করেছিলেন। চেন্নাইয়ে অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৬৫ বলে ২২৪ রানের ইনিংস খেলেছিলেন ধোনি। 

• ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। মাত্র ১৩৮ বলে ডাবল ছুঁয়েছিলেন এই ক্যারিবিয়ান, যেটি ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও বটে। শেষ পর্যন্ত ইনিংস থেমেছিল ১৪৭ বল ২১৫ রানে। ইনিংসে ১৬ বার বল শূন্যে ভাসিয়ে বাউন্ডারি লাইনের ওপারে পাঠিয়েছিলেন। 

 • ২০২০ সালের এই দিনে বাংলাদেশের মুশফিকুর রহিম তাঁর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল ফিগারের দেখা পান। হোম অব ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় আর ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি পান মুশি। ৩১৮ বলে ২৮ চারে ২০৩* রানে অপরাজিত ছিলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত এই উইকেটকিপার-ব্যাটার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত