Ajker Patrika

হোয়াইটওয়াশ এড়াতে লিটনকে ফেরাল বাংলাদেশ

আপডেট : ২৫ মে ২০২৪, ২১: ৩২
হোয়াইটওয়াশ এড়াতে লিটনকে ফেরাল বাংলাদেশ

লম্বা সময় ধরে ফর্মে নেই লিটন দাস। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও খেলতে পারেননি বড় ইনিংস। তাঁকে বাদ দিয়ে দ্বিতীয় ম্যাচ খেলে বাংলাদেশ। তবে দুই ম্যাচে হেরেই সিরিজ খুইয়েছেন নাজমুল হোসেন শান্তরা। আজ একই ভেন্যু হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে হোয়াইটওয়াশ এড়াতে টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ দল। ফেরানো হয়েছে লিটনকে। 

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়ে বাংলাদেশ। লিটন ফিরেছেন, সুযোগ দেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদকে। তিনি এসেছেন আরেক পেসার শরীফুল ইসলামের জায়গায়। বাদ পড়েছেন অলরাউন্ডার জাকের আলী অনিক। আগের ম্যাচে টসে জিতে বোলিং নিয়ে ৬ রানে হারে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারে ৫ উইকেটে।

সিরিজ নিশ্চিত করে ফেলায় তৃতীয় টি-টোয়েন্টিতে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটল যুক্তরাষ্ট্র। তাদের একাদশে এসেছে চার পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছে মোনাঙ্ক প্যাটেল, স্টিভেন টেইলর, হারমিত সিং ও আলী খানকে। নেতৃত্বেও এসেছে পরিবর্তন। আগের দুই ম্যাচে অধিনায়কত্ব করেছেন মোনাঙ্কা প্যাটেল। তাঁকে বিশ্রাম দেওয়ায় তৃতীয় ম্যাচে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন অ্যারন জোনস। 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। 

যুক্তরাষ্ট্র একাদশ: আন্দ্রিয়েস গুস (উইকেটরক্ষক), অ্যারন জোনস (অধিনায়ক), নিতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, শায়ান জাহাঙ্গীর, নশতুশ কেনজিগে, মিলিন্দ কুমার, নিসরাগ প্যাটেল, জশদীপ সিং, শ্যাডলি ভ্যান শালকউইক ও সৌরভ নেত্রভালকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত