Ajker Patrika

একা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না, বলছেন বিসিবি নির্বাচক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৭: ২৮
একা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না, বলছেন বিসিবি নির্বাচক

বাংলাদেশ ক্রিকেটে দল নির্বাচনে নির্বাচক প্যানেলের ভূমিকা কতটুকু—এই প্রশ্ন বহু পুরোনো। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ। দল নির্বাচনের বিষয়টি তাই খুব স্বাভাবিকভাবে সামনে চলে আসছে। আগামীকাল থেকে এশিয়া কাপের ক্যাম্প শুরু হচ্ছে।

এর জন্য ৩২ জনের একটি দল প্রস্তুত করেছেন নির্বাচকেরা। ক্যাম্প শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আবদুর রাজ্জাক। দল নির্বাচনে নির্বাচকদের ভূমিকা নিয়ে এক প্রশ্নে নান্নু বলেছেন, ‘এটা দলীয়ভাবে করা হয়। আমরা যাঁরা আছি, সবাই আলোচনা করেই সিদ্ধান্ত নিই। ক্রিকেট পরিচালনাপ্রধানের সঙ্গেও আলাপ হয়। অধিনায়ক, কোচ—তাদের সঙ্গেও আলোচনা হয়। দলীয়ভাবে আমরা কাজ করি। একা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না।’

আগামীকাল থেকে শুরু হওয়া ক্যাম্পে থাকছে ইয়ো-ইয়ো টেস্টও। এ নিয়ে বিসিবির প্রধান নির্বাচক নান্নু বলেছেন, ‘শুরুতে ফিটনেস ক্যাম্প। ৩ তারিখ (আগস্ট) ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাইছি, খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। একটা মান দেখার জন্য। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি। তারা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল শুরু হবে ৮ তারিখ (আগস্ট)। এর আগে ৫-৬ তারিখ ২১-২২ জনের একটা দল দেব। তারাই স্কিল করবে এশিয়া কাপের জন্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত